লাইফস্টাইল Skin Care Tips: মুখ গ্লো করবে, চামড়া হবে টানটান! রইল সহজে ‘গ্লাস স্কিন’ পাওয়ার রহস্য-উপায় Gallery October 10, 2024 Bangla Digital Desk উৎসবের মরশুম শুরু হয়েছে এবং এই সময়ে সবাই সুন্দর দেখতে চান নিজেকে। কিন্তু ব্যস্ততার কারণে আমরা মুখের ত্বকের দিকে মনোযোগ দিতে পারছি না। এই কারণে ত্বকে অনেক সমস্যা দেখা দেয়। তাই, আমরা আজ এমন কিছু ফেসপ্যাক সম্পর্কে বলব, যা ব্যবহার করলে আমাদের মুখের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনা যেতে পারে। যদি কারও মুখে খুব বেশি ট্যানিং হয় তবে তিনি হলুদ এবং দুধের পেস্ট তৈরি করে মুখের ত্বকে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে মুখের ত্বকে অনেক উপকারিতা দেখা যাবে। এই ফেসপ্যাক তৈরি করতে দুই টেবিল চামচ বেসন, হলুদ ও দুধ মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। এরপর ভাল করে মুখে লাগিয়ে শুকোতে দিতে হবে। শুকিয়ে গেলে আলতো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে। এতে অবিলম্বে এর ফলাফল দেখতে পাওয়া যাবে। কপালে কালো দাগ থাকলে তা দূর করতে আলু খুবই কার্যকরী। এর জন্য একটি ছোট আলু গ্রেট করে তাতে এক চামচ লেবুর রস মিশিয়ে মুখে ব্যবহার করা যেতে পারে। এটি শুকিয়ে গেলে, ১৫ থেকে ২০ মিনিট পর পরিষ্কার করতে হবে। এর পরে অবিলম্বে কপালের কালো দাগ দূর করার ফলাফল দেখতে পাওয়া যাবে। এছাড়াও আমরা গোলাপ জলের ফেসপ্যাক ব্যবহার করতে পারি। গোলাপ জল এবং চন্দন পাউডার দিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে মুখে লাগানো যেতে পারে, কারণ এটি আমাদের মুখের ট্যানিং দূর করতেও সাহায্য করবে। এই ফেসপ্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বক নরম এবং উজ্জ্বল দেখাতে শুরু করবে। পেঁপে আমাদের ত্বকের জন্য উপকারী। পেঁপে ব্যবহারে কপালের কালো দাগ দূর হবে। এর জন্য পেঁপে ভাল করে ম্যাশ করতে হবে। তারপর এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিট। এর পর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি আমাদের মুখের ময়লা এবং মৃত কোষ পুরোপুরি পরিষ্কার করবে। যাঁদের শুষ্ক ত্বক, তাঁদের জন্য এই ফেসপ্যাকটি খুবই উপকারী। মুখ পরিষ্কার করতে কফি ও নারকেল তেলও ব্যবহার করা যেতে পারে। এর জন্য কফি ও নারকেল তেল ভাল ভাবে মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করতে হবে। তারপর বৃত্তাকার গতিতে মুখে আলতো ভাবে ম্যাসাজ করতে হবে এবং ফেসপ্যাকটি মুখে লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিট। এরপর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে মুখের সমস্ত ট্যানিং দূর হবে।