মুর্শিদাবাদ: বহরমপুরের কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি থাকলেও মা দুর্গার আগমনী উৎসবের আনন্দ থেকে বঞ্চিত নয় ওঁরা। তাই সংশোধনাগারের আবাসিকদের হাতেই তৈরি হয়েছে দুর্গা প্রতিমা থেকে মন্ডপসজ্জা। প্রতি বছরের মত এই বছর ৭৮তম বর্ষে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে থিমের চমক দিয়েছেন। এবছর ফুটে উঠল গ্রাম্য পরিবেশ।
বহরমপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে প্রতি বছর শারদোৎসবে মেতে ওঠে সংশোধনাগারের আবাসিকরা। সংশোধনাগারের ১৪জন আবাসিক তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ফুটিয়ে তুলেছেন মন্ডপসজ্জা। যা ইতি মধ্যেই নজর কাড়ছে সকলের কাছেই।
আরও পড়ুন – Theme Puja in Bankura : যে দেখছে সেই চমকে থ! আপনি কি দেখলেন পাহাড়ের কোলে অভিনব থিমের ভাবনার দুর্গাপুজো
একটা সময়ে যারা অপরাধ করেছেন, বর্তমানে কেউসাজাপ্রাপ্ত কেউবা আছেবিচারাধীন অবস্থায়। কিন্তু নিজেদের কাজের প্রতি ভালবাসা রেখেই আবাসিকরা করেছেন মন্ডপসজ্জা।
এবারে তাদের ভাবনা সম্পুর্ণ গ্রামীণ পরিবেশ।পুজো কমিটির সেক্রেটারি সুতনু মালাকার জানিয়েছেন, প্রতি বছর আবাসিকরা নিজের হাতেই পুজোর সব কাজ করেন। আমরা বাইরে থেকে সমস্ত সরঞ্জাম এনে ব্যবস্থা করে দিই আর আবাসিকরা প্রতিমা, প্যান্ডেল সব তৈরি করে।
Kaushik Adhikary