এখনও দেশের উপর থেকে একটু একটু করে সরে যাচ্ছে সক্রিয় মৌসুমী বায়ু৷ কিন্তু তাও বাংলার উপর থেকে এখনও বৃষ্টির দাপট বন্ধ হচ্ছে না৷ এই মুহূর্তে অসমের উপর দিয়ে বিস্তৃত হয়ে রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন৷ এই ঘূর্ণাবর্তটি বিস্তৃত রয়েছে অসম ও তার পাশ্বর্বতী এলাকা দিয়ে৷ লোয়ার ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত এটি বিস্তৃত রয়েছে৷ Photo- Representative
এরই জেরে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে৷ এই হলুদ সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ১১ তারিখ পর্যন্ত ইতঃস্তত বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যায়৷ এই দিন বজ্র -বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে৷ Photo- Representative
অন্যদিকে ১২ তারিখ পর্যন্ত বৃষ্টির ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে দার্জিলিং, কালিংম্পং, আলিপুরদুয়ারে৷ এদিনও ইতঃস্তত -বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই দিনেও৷ Photo- Representative
সপ্তমীর সকালে আকাশের মুখ ভার, চারিদিকে মেঘলা আকাশ। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই চলবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। যদিও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পুজোর কয়দিন উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই তিন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে , জলপাইগুড়ি এবং কোচবিহার এই দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যেই উত্তরের তিন জেলায় জারি হলুদ সর্তকতা।
উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এই পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই তিন জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই দফায় দফায় চলবে বৃষ্টিপাত। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি সম্ভাবনা।দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা ফলে বৃষ্টি অনিবার্য ।
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ফলে দুর্যোগের কোনো আশঙ্কা নেই।
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী সাতদিন উত্তরের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
Post navigation
Just another WordPress site