এটাই মহাঅষ্টমীর মাহেন্দ্রক্ষণ...! দুর্লভ মহাসংযোগে পুজো করলেই মনস্কামনা পূর্ণ

Maha Ashtami 2024: এটাই মহাষ্টমীর মাহেন্দ্রক্ষণ…! দুর্লভ মহাসংযোগে করুন এই বিশেষ কাজ, বাধা-বিপত্তি গুঁড়িয়ে দেবেন মা দুর্গা, পুষ্পাঞ্জলি-সন্ধিপুজোর শুভ সময় কখন?

রাত পোহালেই মহাঅষ্টমী৷ বাঙালির বারো মাসে তেরো পার্বনের মধ্যে সবচেয়ে বড় উৎসব হল দুর্গাপুজো ৷ ইতিমধ্যেই ধুমধাম করে মহাসমারোহে পালিত হচ্ছে৷ আর মহাঅষ্টমী হল দুর্গাপুজোর বিশেষ একটি দিন৷
রাত পোহালেই মহাষ্টমী৷ বাঙালির বারো মাসে তেরো পার্বনের মধ্যে সবচেয়ে বড় উৎসব হল দুর্গাপুজো ৷ ইতিমধ্যেই ধুমধাম করে মহাসমারোহে পালিত হচ্ছে৷ আর মহাঅষ্টমী হল দুর্গাপুজোর বিশেষ একটি দিন৷
১১ অক্টোবর ২০২৪-এ অষ্টমী এবং নবমী তিথি একসঙ্গে পালিত হবে। এছাড়াও,দীর্ঘ বহু বছর পরে, মহাঅষ্টমীতে এমন অনেক যোগ তৈরি হচ্ছে যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মানা হয়।
১১ অক্টোবর ২০২৪-এ অষ্টমী এবং নবমী তিথি একসঙ্গে পালিত হবে। এছাড়াও,দীর্ঘ বহু বছর পরে, মহাষ্টমীতে এমন অনেক যোগ তৈরি হচ্ছে যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মানা হয়।
এই বছরের মহাঅষ্টমী অনেক বেশি বিশেষ কারণ এবার নবমী তিথিও অষ্টমীর সঙ্গে একই দিনে পড়ছে। সুতরাং একই দিনে ব্রত ও পুজো করলে দ্বিগুণ উপকার পাবেন।
এই বছরের মহাষ্টমী অনেক বেশি বিশেষ কারণ এবার নবমী তিথিও অষ্টমীর সঙ্গে একই দিনে পড়ছে। সুতরাং একই দিনে ব্রত ও পুজো করলে দ্বিগুণ উপকার পাবেন।
মহাঅষ্টমী তিথিতে মা দুর্গার পুজো এবং পুষ্পাঞ্জলী দেওয়া সকলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ৷ যেহেতু মহাঅষ্টমী ও নবমী একই দিনে পড়েছে তাই এবার সময়ও বেশ খানিকটাই এগিয়ে গেছে৷ মহাষ্টমীর তিথিতে পুষ্পাঞ্জলির জন্য কোন সময় শুভ তা জেনে নিন৷
মহাষ্টমী তিথিতে মা দুর্গার পুজো এবং পুষ্পাঞ্জলী দেওয়া সকলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ৷ যেহেতু মহাঅষ্টমী ও নবমী একই দিনে পড়েছে তাই এবার সময়ও বেশ খানিকটাই এগিয়ে গেছে৷ মহাষ্টমীর তিথিতে পুষ্পাঞ্জলির জন্য কোন সময় শুভ তা জেনে নিন৷
পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা জানান, অষ্টমী তিথি শুরু হচ্ছে ১০ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১২টা ৩৩ মিনিট থেকে এবং শেষ হচ্ছে ১১ অক্টোবর, শুক্রবার সকাল ১২টা ৭ মিনিটে।
পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা জানান, অষ্টমী তিথি শুরু হচ্ছে ১০ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১২টা ৩৩ মিনিট থেকে এবং শেষ হচ্ছে ১১ অক্টোবর, শুক্রবার সকাল ১২টা ৭ মিনিটে।
মহাঅষ্টমীতে অমৃতযোগ শুরু হচ্ছে সকাল ৭টা ৯ মিনিট থেকে ৯টা ২৭ মিনিট পর্যন্ত। এই সময়কালে দেবী দুর্গার অষ্টমী তিথির পুষ্পাঞ্জলির বিশেষ শুভ সময় হলেও অষ্টমী তিথির মধ্যে পুষ্পাঞ্জলির দিলে মা দুর্গার আশীর্বাদ আজীবন থাকবে৷
মহাষ্টমীতে অমৃতযোগ শুরু হচ্ছে সকাল ৭টা ৯ মিনিট থেকে ৯টা ২৭ মিনিট পর্যন্ত। এই সময়কালে দেবী দুর্গার অষ্টমী তিথির পুষ্পাঞ্জলির বিশেষ শুভ সময় হলেও অষ্টমী তিথির মধ্যে পুষ্পাঞ্জলির দিলে মা দুর্গার আশীর্বাদ আজীবন থাকবে৷