কথাকলি নৃত্যের মুখোশ

Theme Puja in Bankura : যে দেখছে সেই চমকে থ! আপনি কি দেখলেন পাহাড়ের কোলে অভিনব থিমের ভাবনার দুর্গাপুজো

বাঁকুড়া: পাহাড়ের কোলে একটি দুর্গাপুজো। এবং তার থিম জানলে অবাক হবেন। থিম দেখে অবাক হলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার পর্যন্ত। বাঁকুড়ার পর্যটন মানচিত্রের অন্যতম মূল আকর্ষণ শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড়ের কোলে মুখ্য পুজো গুলির মধ্যে অন্যতম শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে প্রতিবছর থিম পুজো করা হয়।

এই থিম পুজো গুলির মাধ্যমে ফুটে ওঠে ভারতীয় সংস্কৃতি এবং সম্প্রীতি। শাস্ত্রীয় নৃত্য এর আদলে তৈরি হয়েছে মন্ডপ। ‘কথাকলি’কে থিম করে তৈরি হয়েছে মন্ডপ। আর তাই দেখতে মানুষের ভিড় জমছে দিনে এবং রাতে। প্রশংসা করলেন অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি।গ্রাম্য পুজো, গ্রামের থিমের পুজো, কতই বা বড় হবে বা কতই বা সুন্দর হবে? এমন প্রশ্ন যাদের মনে জাগছে তারা ভুল করছেন। মন্ডপে প্রবেশ করলেই দেখতে পাবেন কথাকলি নৃত্যের বিভিন্ন রকম সরঞ্জাম।

আরও পড়ুন – Bollywood Gossip: সুপারস্টার অভিনেতার পরকীয়া, তাতেই জন্মান বলিউড ‘ডিভা’, ৩ জন বিয়ে করলেও সুন্দরী অভিনেত্রীর মা পরেননি তাঁর মেয়ের বাবার নামের সিঁদুর

যেমন মুখোশ, এবং নৃত্যশৈলী। কথাকলি হল ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি অন্যতম প্রধান ধারা। এতে এক প্রকার গল্প বলা হয়ে থাকে। কথাকলির প্রথাগত বিষয়বস্তু হল হিন্দু মহাকাব্য ও পুরাণে বর্ণিত লোক-পৌরাণিক গল্প, ধর্মীয় কিংবদন্তি, ও আধ্যাত্মিক ধারণা।নৃত্যের সাথে পরিবেশিত গান সংস্কৃত মালয়ালম ভাষায় গাওয়া হয়ে থাকে। অত্যন্ত বাঁকুড়ার শুশুনিয়ার এই মন্ডপে ফুটে উঠেছে সেই ঐতিহ্য।

শুশুনিয়া পাহাড়ে বেড়াতে যাচ্ছেন? তাহলে অবশ্যই নির্দ্বিধায় ঘুরে দেখুন পাহাড়ের পাদদেশের এই সুন্দর মণ্ডপটি। মিস করবেন না কিন্তু! রাতে গেলে দেখতে পাবেন সুন্দর লাইটিং। দিনের আলোতেও যেন ঝলমল করছে এই মন্ডপ। বাজছে ঢাক, বঙ্গ তনয়ারা করে নিচ্ছেন বরণ। বেড়ানোর ফাঁকে পূজাও কিন্তু বেশ ভালোভাবে পালন করতে পারবেন পর্যটকেরা।

Neelanjan Banerjee