জ্যোতিষকাহন Kalipuja 2024 Date & Amavasya Timing: এ বছর কালীপুজো কবে? কতক্ষণ থাকছে অমাবস্যা তিথি? রইল নিশীথ পূজার সময় Gallery October 11, 2024 Bangla Digital Desk দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজোর পরেই শুরু হয়ে যায় শ্যামাপূজা বা কালীপুজোর প্রস্তুতি। মূলত কার্তিক মাসের অমাবস্যা বা কার্তিক অমাবস্যাতেই কালীপূজা করা হয়। এ বছর কার্তিক অমাবস্যা পড়েছে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার। সেদিনই পালিত হবে কালীপূজা বা শ্যামাপূজা। দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথি শুরু হচ্ছে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ৩.৫২ মিনিটে। অমাবস্যা তিথি থাকবে ১ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৬.১৬ পর্যন্ত। কালীপুজো অনুষ্ঠিত হয় মধ্যরাতে। তাই ৩১ অক্টোবর গভীর রাতে পূজিতা হবেন দেবী কালী। কালীপুজোর নিশীথপূজার সময় রাত ১১.৪৭ থেকে ১২.৩৯ পর্যন্ত। (ছবি : সোশ্যাল মিডিয়া)