উত্তর ২৪ পরগনা: পড়াশোনা বা কাজর ফাঁকেই এখন আড্ডা বদলেছে এক অভিনব খেলায়। বিকেল হলেই এখন আড্ডার বদলে হাবরার এই রাস্তায় পায়ে চাকা লাগানো জুতো পড়ে চলছে স্কেটিং। এক দুজন নয় প্রায় ১০ জন মিলে হাবরার এক নম্বর ওয়ার্ডের বেলতলা বাইপাস রোডে দেখা মিলছে ছোট বড় নানা বয়সের যুবক-যুবতীদের।
আরও পড়ুন: নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরী মায়ের অষ্টমী পুজো! ভিডিও দেখলে চমকাবেন
আর তাদের এই স্কেটিংয়ে উৎসাহ দিয়েছেন স্থানীয় এক যুবকই। ইউটিউব দেখে প্রথম মাথায় আসে এই খেলা রপ্ত করার ইচ্ছা। তারপর স্কেটিং বুট থেকে শুরু করে শরীরে আঘাত লাগা থেকে বাঁচতে গার্ড কিনে শুরু হয় প্রশিক্ষণ।
আরও পড়ুন: পুজোর মরশুমে জঙ্গল বুক থিম এবার হাওড়ায়
আজ প্রায় ১০ জন ছাত্র রয়েছে আয়রার যুবক দ্বীপ বাছারের। এলাকার অনেকেই এখন এই খেলা দেখে উদ্বুদ্ধ হয়ে চাইছেন প্রশিক্ষণ নিতে। তবে এলাকায় সঠিক পরিকাঠাম না থাকায় ব্যস্ত এই বাইপাস রাস্তায় চলছে প্রশিক্ষণ। সে ক্ষেত্রে নানা সময় নানা সমস্যার সম্মুখীন হলেও তা অতিক্রম করেই চলছে এই স্কেটিং প্র্যাক্টিস। আগামী দিনে এই স্কেটিংকে সঙ্গে নিয়েই নানা প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে হাবরার এই যুবকদের। এখন তাই বিকেল হলেই বাইপাস রোডে দুরন্ত গতিতে চাকা লাগানো এই স্কেটিং বুট পড়েই চলছে প্রশিক্ষণ।
Rudra Narayan Roy