ছাতিনাকান্দি গোপীবাবুর বাড়ির দুর্গাপুজো

Durga Puja 2024: ছাতিনাকান্দি গোপীবাবুর বাড়িতে কামান দাগিয়ে সন্ধিপুজো! ভিড় দর্শনার্থীদের

মুর্শিদাবাদ: পারিবারিক রীতি মেনে প্রায় ৩৫০ বছর ধরে অষ্টমীর সন্ধিপুজোতে কামান ফাটিয়ে পুজো শুরু হবার রীতি চলে আসছে। এবছর তার ব্যতিক্রম হল না।

প্রতি বছরের ন্যায় এবছরও মহাঅষ্টমীর পুজো শেষের পরে শুক্রবার সাতসকালে নির্দিষ্ট সময়ে ছাতিনাকান্দি গোপীবাবুর বাড়িতে কামান ফাটিয়ে সন্ধিপুজোর সূচনা করা হয়। কামান ফাটানো দেখতে এলাকাবাসী ভিড় জমিয়েছিল ছাতিনাকান্দি গোপীবাবুর বাড়ি প্রাঙ্গণে এবং তাদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন: রতন টাটার জায়গায় কে, কার হাতে টাটা ট্রাস্টের দায়িত্ব? জানা গেল নাম

কথিত আছে আগে এই গোপীবাবুর বাড়ির কামানের শব্দ শুনে আশেপাশের গ্রামের দুর্গাপুজো শুরু হত। সব মিলিয়ে মহাসমারোহে ছাতিনাকান্দি গোপীবাবুর বাড়ির দুর্গাপুজোর সন্ধির পুজোর দিন কামান ফাটানো অনুষ্ঠান অনুষ্ঠিত হল এবছর শুক্রবার সাতসকালে সন্ধিপুজোর নির্দিষ্ট সময়ে।

আরও পড়ুুন: পুজোর অঞ্জলি দিতে গিয়ে ডুবে গেল নৌকা! প্রাণ গেল শিশু-সহ দুজনের, পরিবারে হাহাকার

মা দুর্গার অনেক রূপের মধ্যে একটি রূপ হল মহিষাসুর-মর্দিনী। মা দুর্গার এই রূপেই তিনি অসুর নিধন করেছিলেন। যদিও পরম্পরা নিয়ম অনুযায়ী শুক্রবার ঠিক সকাল ৬টা ২৪ মিনিটে দুটি কামান ফাটিয়ে এই সন্ধিপুজোর সুচনা করা হল ছাতিনাকান্দি গোপীবাবুর বাড়িতে ।