সিঁদুর খেলা

Durga Puja 2024:মা চলে যাবে, আবার এক বছরের অপেক্ষা, সিঁদুরখেলায় মেতে উঠল আপামর বাঙালি

তমলুক: মন খারাপের মাঝেই হাসি মুখে বিদায় মাকে, বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। ১২ অক্টোবর শনিবার বাংলার আকাশ বাতাসে বিষাদের সুর। প্রকৃতি মনমরা, মুখ ভার। উমা চলে যাচ্ছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ। সারা বছরের অপেক্ষা কাটিয়ে এই চারটে দিন বাঙালি আনন্দে মেতে ওঠে।  তবুও শেষ বেলায় উমাকে  হাসিমুখে বিদায় জানাতে প্রস্তুত বাঙালি। মাকে সিঁদুরে বরণ করে একে অপরে মেতে উঠল বিজয়ার সিঁদুর খেলায়।

বিজয়া দশমীর তিথি পড়ে যাওয়া মানেই পুজো শেষের বিদায় ঘণ্টা বেজে ওঠা। আবার একটা গোটা বছরের অপেক্ষা। বাঙালি বছরের শুরুতে ক্যালেন্ডার পেলেই সবার আগে খুঁজে দেখে পুজো কবে পড়েছে, আর দশমী আসা মানেই নতুন বছরের ক্যালেন্ডারের অপেক্ষা। কিন্তু এই কয়েকদিনের পুজো শেষ হয়ে যায় বলে আনন্দে যে কোনও ঘাটতি থাকে এমনটা নয়। বিশেষ করে এ’বছর অষ্টমী-নবমী একদিনে পড়ে যাওয়ায় পুজো একদিন কমে গিয়েছে। কিন্তু তবুও আনন্দে কোনও খামতি রাখেনি বাঙালি।

বিসর্জন বেলায় মন তো কাঁদবেই, তার মাঝেও সিঁদুর খেলায় মেতেছেন মহিলারা। নবমী নিশি পেরিয়ে বিসর্জনের সকাল।  দশমীর সকাল থেকে বাংলার শহর, জেলায় জেলায় চলছে সিঁদুর খেলা। মন ভারাক্রান্ত হলেও মা দুর্গাকে হাসিমুখে বিদায় জানাতে চান সদস্যরা। একে অপরের গালে, সিঁথিতে ও শাখায় সিঁদুর লাগিয়ে, ঢাকের তালে নেচে মাকে বিদায় জানাচ্ছেন মহিলারা।

সৈকত শী