ফের হেয়ারস্টাইল বদল ধোনির

MS Dhoni: সাধের লম্বা চুল এখন অতীত, ধোনি যেন সিনেমার নায়ক! আইপিএলের আগে নিউ লুকে মাহি, দেখুন ছবি

প্রাক্তন ভারতীয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক, এমএস ধোনি আবারও স্পটলাইটে। কারণ আর কিছুই নয়, ফের নিজের চুলের স্টাইল বদলে ফেলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার ভক্তদের হৃদয়ে ঝড় উঠেছে। 
প্রাক্তন ভারতীয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক, এমএস ধোনি আবারও স্পটলাইটে। কারণ আর কিছুই নয়, ফের নিজের চুলের স্টাইল বদলে ফেলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার ভক্তদের হৃদয়ে ঝড় উঠেছে।
কোথা থেকে নিজের চুলের স্টাইল বদলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। আর কোথাও নয়, যাঁর কাছে বলিউডের সব অভিনেতারা যান, ভারতীয় ক্রিকেট তারকারা যান, সেই আলিম হাকিমের কাছে৷ আইপিএল ২০২৪ এর আগেও হাকিমের কাছে গিয়েছিলেন ধোনি৷ তখন তাঁর লম্বা চুলের স্টাইল ছিল৷ এবার তাতেও বদল৷ 
কোথা থেকে নিজের চুলের স্টাইল বদলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। আর কোথাও নয়, যাঁর কাছে বলিউডের সব অভিনেতারা যান, ভারতীয় ক্রিকেট তারকারা যান, সেই আলিম হাকিমের কাছে৷ আইপিএল ২০২৪ এর আগেও হাকিমের কাছে গিয়েছিলেন ধোনি৷ তখন তাঁর লম্বা চুলের স্টাইল ছিল৷ এবার তাতেও বদল৷
একটা সময় ছিল, যখন ধোনির লম্বা চুলের ফ্যান ছিল ভারতের ক্রিকেট ফ্যানরা৷ তাঁর মতো করেই অনেকে চুলের স্টাইল বদলে ফেলেছিল৷ কেরিয়ারের প্রান্তিকে দাঁড়িয়ে সেই লম্বা চুলেই কাঁচি চালিয়ে দিলেন ধোনি৷ স্টাইল চেঞ্জ, লুক চেঞ্জ৷ নতুন হেয়ারস্টাইলে ধোনির যা লুক, তাতে তিনি বলিউডে অনায়াসে ঢুকে যেতে পারেন৷ দেখুন সেই ছবি৷ 
একটা সময় ছিল, যখন ধোনির লম্বা চুলের ফ্যান ছিল ভারতের ক্রিকেট ফ্যানরা৷ তাঁর মতো করেই অনেকে চুলের স্টাইল বদলে ফেলেছিল৷ কেরিয়ারের প্রান্তিকে দাঁড়িয়ে সেই লম্বা চুলেই কাঁচি চালিয়ে দিলেন ধোনি৷ স্টাইল চেঞ্জ, লুক চেঞ্জ৷ নতুন হেয়ারস্টাইলে ধোনির যা লুক, তাতে তিনি বলিউডে অনায়াসে ঢুকে যেতে পারেন৷ দেখুন সেই ছবি৷
ভারতীয় দলের অনেক ক্রিকেটারই নিজের চুলের প্রতি একটু বেশিই যত্ন নেন৷ নানারকম স্টাইল করে বেড়ান৷ তবে অনেক আগে থেকেই ধোনি এই কাজটি করে আসছেন৷ গোটা কেরিয়ারেই তাঁকে ভিন্ন চুলের স্টাইলে বারবার দেখা গিয়েছে। আইকনিক লম্বা চুল থেকে মোহাক, পাঁচবারের আইপিএল-জয়ী অধিনায়ক সবকিছুই করেছেন। তবে আবারও তিনি আরও একটি স্টাইলিশ লুক নিয়ে এসেছেন। এবার ছোট চুলে চমক দিলেন মহেন্দ্র সিং ধোনি৷
ভারতীয় দলের অনেক ক্রিকেটারই নিজের চুলের প্রতি একটু বেশিই যত্ন নেন৷ নানারকম স্টাইল করে বেড়ান৷ তবে অনেক আগে থেকেই ধোনি এই কাজটি করে আসছেন৷ গোটা কেরিয়ারেই তাঁকে ভিন্ন চুলের স্টাইলে বারবার দেখা গিয়েছে। আইকনিক লম্বা চুল থেকে মোহাক, পাঁচবারের আইপিএল-জয়ী অধিনায়ক সবকিছুই করেছেন। তবে আবারও তিনি আরও একটি স্টাইলিশ লুক নিয়ে এসেছেন। এবার ছোট চুলে চমক দিলেন মহেন্দ্র সিং ধোনি৷
সামনেই আইপিএলের নিলাম৷ যেখানে অনেক নতুন নিয়ম এসেছে৷ মিরাকল কিছু না হলে ধোনি চেন্নাইয়ের হয়েই খেলবেন৷ এবং এটাই হয়তো তাঁর শেষ আইপিএল হতে চলেছে৷ জাতীয় দলের হয়ে ধোনি শেষবার নেমেছিলেন ২০১৯ ওডিআই বিশ্বকাপে৷  সেবার সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারত৷
সামনেই আইপিএলের নিলাম৷ যেখানে অনেক নতুন নিয়ম এসেছে৷ মিরাকল কিছু না হলে ধোনি চেন্নাইয়ের হয়েই খেলবেন৷ এবং এটাই হয়তো তাঁর শেষ আইপিএল হতে চলেছে৷ জাতীয় দলের হয়ে ধোনি শেষবার নেমেছিলেন ২০১৯ ওডিআই বিশ্বকাপে৷  সেবার সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারত৷
আইপিএল গভর্নিং কাউন্সিল 2025 মেগা-নিলামের আগে লিগের ধরে রাখার নিয়ম সম্পর্কিত সর্বশেষ আদেশ ঘোষণা করেছে। অনেক সিএসকে ভক্তদের উদ্বিগ্ন ছিলেন, আদৌ ধোনিকে ফ্র্যাঞ্চাইজি ধরে রাখবে কি না তা নিয়ে। তবে ধোনি সিএসকেতেই থাকবে হয়তো, কতগুলি ম্যাচে খেলবেন সেটা একটা প্রশ্ন৷ কারণ, তাঁর দুই হাঁটুই ভোগাচ্ছে তাঁকে৷
আইপিএল গভর্নিং কাউন্সিল 2025 মেগা-নিলামের আগে লিগের ধরে রাখার নিয়ম সম্পর্কিত সর্বশেষ আদেশ ঘোষণা করেছে। অনেক সিএসকে ভক্তদের উদ্বিগ্ন ছিলেন, আদৌ ধোনিকে ফ্র্যাঞ্চাইজি ধরে রাখবে কি না তা নিয়ে। তবে ধোনি সিএসকেতেই থাকবে হয়তো, কতগুলি ম্যাচে খেলবেন সেটা একটা প্রশ্ন৷ কারণ, তাঁর দুই হাঁটুই ভোগাচ্ছে তাঁকে৷