Tag Archives: M.S Dhoni

MS Dhoni: ধোনি নাকি নাম ভাঙিয়ে আইপিএল খেলছে! প্রাক্তন ক্রিকেটারের বক্তব্য কী এমনই?

চেন্নাই: এমএস ধোনি শুধু এখন খেলোয়াড় নন, আগামীর তারকা গড়ার কারিগর। বর্তমানে তিনি চেন্নাই সুপার কিংস দলে শুধু একজন খেলোয়াড় হিসেবে খেলছেন না, তিনি দলে মেন্টর হিসেবেও কাজ করছেন। এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন ব্যাটার মহম্মদ কাইফ। অধিনায়ক ধোনি চলতি আইপিএলে শ্রীলঙ্কার মাথিসা পাথিরানা, তুষার দেশপান্ডে, শিবম দুবের মত তরুণ ক্রিকেটারদের কাছ থেকে তাদের সেরাটা বের করে আনতে পেরেছেন।

গোটা দলের কম বেশি প্রত্যেককে সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। তার প্রশংসনীয় নেতৃত্বের দৌলতে চেন্নাই সুপার কিংস আইপিএলের লিগটেবিলে তৃতীয় স্থানে রয়েছে। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে স্টার স্পোর্টস ক্রিকেট লাইভ অনুষ্ঠানে কাইফ বলেন, ধোনি তার দল নিজেই নির্বাচন করে, খেলোয়াড়দের পাশে দাঁড়ায় ও তরুণ খেলোয়াড়দের শেখায় কিভাবে তাদের সেরা পারফরম্যান্সটা বেরিয়ে আসবে, যাতে দল উপকৃত হয়।

আরও পড়ুন – Earphones Harmful: ব্লুটুথ হেডফোন ব্যবহার করেন দীর্ঘক্ষণ? সতর্ক না হলে কিন্তু ভয়ানক বিপদ

কাইফ বলেন, ধোনি শুধু খেলোয়াড় হিসেবে খেলছে না, একজন মেন্টর হিসেবে খেলছে। ঐ দল নির্বাচন করে। ঐ দল নিয়ে মাঠে নামে। প্রবীণ খেলোয়াড়দের কোনো অসম্মান করে না, তরুন খেলোয়াড়দের সবসময় শিখিয়ে যায়, ধোনি চায় তার অধীনে খেলা সব খেলোয়াড়ই ভালো পারফরম্যান্স দিক, তাতে দলেরই লাভ হবে। তরুণ তুষার দেশপান্ডে এই মুহূর্তে এবারের আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ১০ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন তুষার।

২০২০ সাল থেকে আইপিএল খেলছেন তুষার। কিন্তু পারফরম্যান্সের দিক দিয়ে এবারের আইপিএলই তার সেরা পারফরম্যান্স। অন্যদিকে, এবারের আইপিএলে ব্যাট হাতে দারুন ছন্দে রয়েছেন শিবম দুবে। ৯ ম্যাচে ৩৩ এর ব্যাটিং গড়ে ২৬৪ রান করেছেন, সর্বোচ্চ ৫২। স্ট্রাইক রেট ১৫৮.০৮। এবারের আইপিএলে ২১ টি ছয় মেরেছেন দুবে। যা তৃতীয় সর্বোচ্চ।

২০১৯ সাল থেকে আইপিএল খেলছেন শিবম। ব্যাটিং গড় ও স্ট্রাইক রেটের দিক দিয়ে চলতি আইপিএলেই তার পারফরম্যান্স সবচেয়ে ভালো। প্রাক্তন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গাকে অনুসরণ করা শ্রীলঙ্কার তরুণ পেস বোলার মাথিসা পাথিরানার অভিষেক গত আইপিএলে হয়। যদিও মাত্র ২ টি ম্যাচ খেলেছিলেন তিনি। নিয়েছিলেন ২ উইকেট।

এবারের আইপিএলে ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। ধোনির পরামর্শে ও তত্ত্বাবধানে বেড়ে উঠছেন তরুণ পাথিরানাও। ডেভিড কনওয়েও দুর্দান্ত খেলছেন এই মরসুমে। ৫৯ এর উপর ব্যাটিং গড় নিয়ে ১০ ম্যাচে ৪১৪ রান করেছেন তিনি। ৫ টি অর্ধশত রান করেছেন, ৫০ টি চার মেরেছেন, ১৩ টি ছয় মেরেছেন। আরেক শ্রীলঙ্কার বোলার মহেশ থিকসানাও আরো শ্রীবৃদ্ধি করছেন ধোনির নেতৃত্বে।

Dhoni: ধোনিকেও বোকা বানাতে পারত একমাত্র গৌতম গভীর! রহস্য ফাঁস করলেন ইরফান পাঠান

মুম্বই: গত কয়েকদিন ধরে বিরাট বনাম গৌতম গম্ভীর ঝগড়া নিয়ে প্রচুর লেখালেখি এবং আলোচনা হয়েছে চারিদিকে। ব্যাপারটা আর মনে রাখা উচিত নয় জানিয়েছেন ইরফান পাঠান। তবে যারা মনে করছেন গৌতম গম্ভীর শুধুমাত্র গরম মাথার ক্যাপ্টেন তাদের সাথে একমত নন ইরফান। ইরফান মনে করেন গৌতম গম্ভীর একমাত্র ক্যাপ্টেন যে সরাসরি চ্যালেঞ্জ করতে পারত মহেন্দ্র সিং ধোনিকেও। কারণ সেই সাহস এবং টেকনিক জানা ছিল গম্ভীরের।

এটা আজ পর্যন্ত দ্বিতীয় কোনও ক্রিকেটারের মধ্যে দেখতে পান ইরফান। কলকাতা নাইট রাইডার্স দু’বার আইপিএল চ্য়াম্পিয়ন হয়েছে, সেই সময় দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। কেকেআরকে ট্রফি জয়ের স্বাদ পাইয়ে দেন তিনি। মহেন্দ্র সিং ধোনির দলকে ফাইনালে হারায় তারা। ২০১২ সালের আইপিএল ফাইনাল। কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস ফাইনালে মুখোমুখি হয়।

সেই বছর চেন্নাই সুপার কিংস কেকেআরের কাছে হেরে যায়। কলকাতা প্রথমবার আইপিএল ট্রফি হাতে তোলে গৌতম গম্ভীরের নেতৃত্বে।পাঠান জানান, সেই সময় গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন তখন ধোনির বিরুদ্ধে গৌতম টেস্ট ম্যাচের মতো ফিল্ডিং সাজাতেন। তখন কলকাতার সবচেয়ে নির্ভরযোগ্য স্পিনার সুনীল নারিন বা পীযূষ চাওলাকে বলে নিয়ে আসতেন।

অধিকাংশ সময় ধোনি সেই ফাঁদে পা দিতেন। ধোনির যে ধীরে শান্ত স্বভাব রয়েছে তাঁর ফলে ও অনেক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। একে অপরের বিরুদ্ধে খেলার সময় ধোনিকে আউট করার জন্য গম্ভীরের কৌশলও তিনি বুঝে নেন।পাঠান বলেন, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকাকালীন এই গৌতম গম্ভীর মহেন্দ্র সিং ধোনির ইগোয় ধাক্কা দেয়।

ও একমাত্র ক্রিকেটার যা বছরের পর বছর ধরে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাল মিলিয়ে খেলে গিয়েছে। ধোনিকে বারবার সমস্যার মধ্যে ফেলেছে ও। গম্ভীরের ফিল্ডিং সাজানো দেখে নড়ে যেত ধোনি। ইরফান মনে করেন এবারের আইপিএলে গুজরাত, রাজস্থান এবং চেন্নাইয়ের পর চতুর্থ দল হিসেবে প্লে অফ খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে লখনউ সুপার জায়ান্ট দলের। মেন্টর গৌতম গম্ভীর সেটা করে দেখাবেন।

CSK: চেন্নাই নাকি বুড়োদের দল! লিগের মগডালে উঠে যোগ্য জবাব দিচ্ছে ধোনি ব্রিগেড

জয়পুর: যাবতীয় সমালোচনার জবাব দিয়েছে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্ট যত এগিয়েছে তত ভয়ংকর হয়ে উঠেছে হলুদ জার্সিধারীরা। এখন আটকানো যাচ্ছে না চেন্নাই এক্সপ্রেসকে। চেন্নাই সুপার কিংস নাকি বুড়োদের দল! নিয়মিত একাদশের অর্ধেকের বেশি প্লেয়ারের বয়স তিরিশের উপর। তার মধ্যে ক্যাপ্টেনই ৪১ বছর বয়সি। তবে তাতে কী! চলতি আইপিএলে বুড়ো হাড়েই ভেলকি দেখাচ্ছেন মহেন্দ্র সিং ধোনিরা।

জয়ের হ্যাটট্রিকে এখন লিগ টেবিলের মগডালে সিএসকে। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। তবু আত্মতুষ্টিতে ভোগার প্রশ্ন নেই। বৃহস্পতিবার জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে চেন্নাই। জয়ের ধারা বজায় রেখে শীর্ষস্থান আরও মজবুত করাই লক্ষ্য মাহি-ব্রিগেডের। পক্ষান্তরে, মরশুমের শুরুটা ভালো করলেও সম্প্রতি ছন্দপতন হয়েছে রাজস্থান রয়্যালসের।

পর পর দু’টি ম্যাচ হেরে তৃতীয় স্থানে নেমে এসেছে সঞ্জু স্যামসনের দল (৮ পয়েন্ট)। চেন্নাইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া রাজস্থান। শুরুর দিকে অবশ্য চেন্নাইয়ের পারফরম্যান্সে ধরাবাহিকতার অভাব চোখে পড়ছিল। প্লেয়ারদের গয়ংগচ্ছ মনোভাব কাটাতে ক্যাপ্টেন্সি ছাড়ার হুমকি দিয়েছিলেন ধোনি। সেই ওষুধে দারুণ কাজ হয়েছে। টুর্নামেন্ট যত গড়াচ্ছে ততই অপ্রতিরোধ্য দেখাচ্ছে সিএসকেকে।

তাদের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে দুরন্ত ছন্দে আছেন। তিন নম্বরে অজিঙ্কা রাহানে চলতি মরশুমে যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ঝকঝকে ৭১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। মিডল অর্ডারে ভরসা দিচ্ছেন শিবম দুবে ও রবীন্দ্র জাদেজা। সঙ্গে ফিনিশার ধোনি তো আছেনই। বোলিংয়ে আবার আকাশ সিং, পাথিরানা, থিকশানার মতো তরুণরা পূর্ণ শক্তিতে ঝাঁপাচ্ছেন।

নিয়মিত উইকেট পাচ্ছেন জাদেজাও। সর্বোপরি রয়েছে মাহির ক্যাপ্টেন্সি। হাঁটুর চোট নিয়েও যেভাবে মাঠে নেমে সহ-খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনছেন তিনি, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। অন্যদিকে, রাজস্থানের টপ অর্ডার বেশ শক্তিশালী। জস বাটলার, সঞ্জু স্যামসনরা দাঁড়িয়ে গেলে প্রতিপক্ষ বোলারদের কপালে দুঃখ রয়েছে।

তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালও বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে মিডল অর্ডারে দেবদূত পাদিক্কাল, শিমরন হেটমায়ারের খেলায় ধারাবাহিকতার অভাব। গোলাপি শহরে আজ হলুদ ঝড় ওঠে কিনা সেটাই দেখার।

Litton Das: ধোনির বিশেষ পরামর্শ পেলেন লিটন দাস, রিঙ্কু! স্বপ্ন সফল দুই নাইটের

কলকাতা: রবিবার ইডেনে সবে শেষ হয়েছে কেকেআর বনাম চেন্নাই ম্যাচ। মাঠের একপাশে দেখা গেল মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দাঁড়িয়ে আলাদা করে কথা বলছেন লিটন দাস এবং রিঙ্কু সিং। অন্তত চার থেকে পাঁচ মিনিট দুজনের সাথে কথা বললেন ধোনি। নিঃসন্দেহে দুজনকেই যে ম্যাচ ফিনিশ করা নিয়ে টিপস দিয়েছেন মাহি সেটা বোঝা গেছে। বাংলাদেশের লিটন নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন।

তলায় লিখেছেন সেরা ফিনিশারের কাছ থেকে নেওয়া টিপস। অন্যদিকে রিঙ্কু আবার একটা হাফ সেঞ্চুরি করেছিলেন বটে, কিন্তু দলকে জেতাতে পারেননি। তিনি নিজের খেলার উন্নতি কিভাবে করবেন সেটাই জিজ্ঞেস করেছিলেন মাহিকে। নিজের অভিজ্ঞতার সমুদ্র থেকে দুজনকেই যাবতীয় পরামর্শ দিয়েছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন।

মনে করা হচ্ছে এবারই তাঁর শেষ আইপিএল। তাঁর কথাতেও তেমনটাই ইঙ্গিত মিলেছে। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে ক্যাপ্টেন কুল তেমনটা জানাননি। রবিবারের ম্যাচে ইডেনকে দেখে একবারের জন্যও মনে হয়নি চেন্নাই সুপার কিংস এখানে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছে। মনে হচ্ছে চিপকেই খেলছেন ধোনি, জাদেজারা।

এমনটা দেখে স্বাভাবিক ভাবেই অবাক প্রত্যেকে। ম্যাচ শেষে তাই কলকাতার সমর্থককে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ধোনি। লিটন একটা ম্যাচ সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছিলেন। পরে আবার সুযোগ পান কিনা সেটাই দেখার। তবে কেকেআরের হয়ে সুযোগ পান বা নাই পান, ধোনির এই পরামর্শ তাকে বাংলাদেশের জার্সিতে বিশ্বকাপে পারফর্ম করতে সাহায্য

Arijit Singh: আইপিএল মঞ্চে ধোনিকে কাছে পেয়ে পায়ে হাত দিয়ে নমস্কার অরিজিতের! হতবাক মাহি

আমেদাবাদ: অরিজিৎ সিং মাটির কাছাকাছি মানুষ। মাটির কাছেই থাকতে ভালোবাসেন। মুর্শিদাবাদের থাকলে জিয়াগঞ্জে নিজের পরিবার এবং পছন্দের জায়গায় ছুটি কাটাতে ভালবাসেন। অনুষ্ঠানের কোটি কোটি টাকা নেন। কিন্তু লো প্রোফাইল জীবন দেখার মত। সেই অরিজিত সিং আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে একটি অভূতপূর্ব মুহূর্তের সৃষ্টি করলেন।

শুক্রবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন বাংলার গায়ক অরিজিৎ। বলা হয়, তিনি নাকি ‘ফ্লপ’ গান গানই না। সেটা বোঝা গেল অনুষ্ঠান জুড়েই। ঝাড়া ৩৫ মিনিট আমদাবাদের দর্শককে আসনে বসতে দেননি। একের পর এক সুপারহিট গান গেয়ে নাচিয়ে ছেড়েছেন। মুহূর্ত এল টসের একটু আগে। মঞ্চে তখন ধোনি এবং হার্দিক পাণ্ড্যকে ডেকে নিয়েছেন সঞ্চালক।

আইপিএলের কর্তারাও ছিলেন । ক্রিকেটারদের একপাশে অরিজিৎ ছাড়াও ছিলেন তমন্না ভাটিয়া এবং রশ্মিকা মন্দানা। পরিচয় পর্ব সারা হতেই ধোনিকে প্রণাম করলেন অরিজিৎ। ভারতের প্রাক্তন অধিনায়ক স্বাভাবিক ভাবেই অপ্রস্তুত। তিনি কোনও মতে অরিজিৎকে আটকানোর চেষ্টা করলেন। তত ক্ষণে অবশ্য কার্যসিদ্ধি হয়ে গিয়েছে।

সমাজমাধ্যমে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যেখানে ধোনিকে ডাগআউটে বসে অরিজিতের গানের সঙ্গে দুলতে দেখা গিয়েছে। তখন ‘শিবা, শিবা’ গানটি গাইছিলেন অরিজিৎ। অনেক ভক্ত লিখেছেন এর থেকেই বোঝা যায় ভারতবর্ষের অন্যতম সেরা গায়ক তিনি ও মহেন্দ্র সিং ধোনিকে গুরুদেব বলে মনে করেন। মাহি নিজে কিছুটা লজ্জায় পড়ে যান। আসলে অরিজিৎ মন থেকে বিশ্বাস করেন মহেন্দ্র সিং ধোনি তার থেকে অনেক বড় তারকা। অনেক বড় গর্ব ভারতের জন্য। তাই তাকে সামনে পেয়ে আবেগ সামলাতে পারেননি।

Ben Stokes CSK : এটাই শেষ বছর ধোনির! `বিগ বেনের’ হাতেই চেন্নাই অধিনায়কত্ব তুলে দেবেন মাহি

#চেন্নাই: মহেন্দ্র সিং ধোনি যে এবার শেষ আইপিএল খেলতে চলেছেন তাতে সন্দেহ নেই এক বিন্দু। তবে হলুদ জার্সিতে বিদায় নেওয়ার আগে এমন একজনকে অধিনায়কের দায়িত্ব দিয়ে যেতে চাইছিলেন মাহি, যাতে সুরক্ষিত থাকে সুপার কিংস দলের ভবিষ্যৎ। সেটা মাথায় রেখেই বেন স্টোকসকে বিশাল টাকা দিয়ে দলে নিয়েছে চেন্নাই। ১৬;২৫ কোটি দিয়ে এর আগে নিজেদের ইতিহাসে কোনও ক্রিকেটারকে কেনেনি চারবারের চ্যাম্পিয়ন দল।

কিন্তু ইংল্যান্ড অধিনায়ক আধুনিক ক্রিকেটে সবচেয়ে বড় অলরাউন্ডার। সেটা প্রমাণ করেছেন আবার কাম ব্যাক করার পর। একদিনের বিশ্বকাপ জিতেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন, টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছেন। বেন স্টোকস যেমন ব্যাটিং এবং বোলিংয়ে স্পেশালিস্ট, তেমনই কঠিন ম্যাচে দলকে জয় এনে দেওয়ার ক্ষেত্রে এবং চাপ নেওয়ার ক্ষেত্রে তার বিকল্প নেই।

আরও পরুন- আইপিএলে দুই বাংলাদেশির হাতেই কেকেআরের ভাগ্য! আবেগ নয়, কাজ করেছে অঙ্ক

বিগ বেন বড় ম্যাচের ক্রিকেটার। নিজের দিনে একাই একশ। প্রাক্তন নিউজিল্যান্ড অলরাউন্ডার স্কট স্টাইরিস পরিষ্কার জানিয়ে দিয়েছেন ধোনি এবারের আইপিএল শেষে বিদায় নেবেন বেনের হাতে অধিনায়কের দায়িত্ব দিয়ে। চেন্নাইয়ের দলের শীর্ষ কর্তা কাশী বিশ্বনাথ জানিয়ে দিয়েছেন তাদের টার্গেট ছিল স্যাম কারান। কিন্তু তিনি পঞ্জাব কিংস দলে চলে যাওয়ার বেন স্টোকসকে তারা যে কোনও মূল্যে দলে নিতে তৈরি ছিলেন।

সেটা শেষ পর্যন্ত বাস্তবায়িত হওয়ায় খুশি চেন্নাই ম্যানেজমেন্ট। বেন স্টোকস নিজেও জানিয়েছেন সিনিয়র ক্রিকেটার হিসেবে মহেন্দ্র সিং ধোনি তার অত্যন্ত পছন্দের। একসঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেবেন এবং মাহির থেকে গুরুত্বপূর্ণ ইনপুট পাবেন, এটা বিশাল প্রাপ্তি হতে চলেছে তার কাছে। আধুনিক ক্রিকেটের তিনটে বড় ট্রফি জয়ী অধিনায়ককে সামনে থেকে পাওয়া বড় প্রাপ্তি।

তবে এটাও নিশ্চিত সেই ২০০৮ সাল থেকে চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন ধোনি। মাঝে দু’বছর নির্বাসনের কারণে গিয়েছিলেন পুনে দলে। সিএসকের সঙ্গে তার সম্পর্ক অন্য মাত্রার। “থালা” অর্থাৎ লিডার বা অধিনায়ক হিসেবে তাকে ডাকেন সমর্থকরা। তাই হলুদ জার্সিতে তার বিদায় একটা আবেগ ঘন মুহূর্ত তৈরি করবে বলাই বাহুল্য।

MS Dhoni, CSK : চেন্নাইয়ের হলুদ জার্সিতে পরের বছর আবার ফিরবেন ধোনি! আত্মহারা সর্মথকরা

#মুম্বই: তার মাথার মধ্যে কি চলছে সব সময় বোঝা সম্ভব নয়। তিনি ক্যাপ্টেন কুল বলে কথা। তাই একমাত্র তিনিই জানেন তিনি কী করবেন। মহেন্দ্র সিং ধোনির ভক্তরা নিশ্চয়ই আনন্দে পাগল হয়ে যাবেন। কারণ পরের বছর আবার চেন্নাই সুপার কিংস দলের হলুদ জার্সিতে মাঠে ফিরতে চলেছেন মাহি। এবারের আইপিএলে শেষ ম্যাচ খেলছে চেন্নাই। প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে তারা।

আরও পড়ুন – ATK Mohun Bagan : মোহনবাগান ছেড়ে মুম্বইয়ে ডেভিড উইলিয়ামস, ক্লাব ছাড়ছেন প্রবীরও

রাজস্থানের বিরুদ্ধে এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ধোনি। সেখানেই ধোনিকে জিজ্ঞেস করা হয় আগামী বছর তিনি চেন্নাইয়ের হয়ে খেলবেন কি না। তাতে ধোনি বলেন, অবশ্যই। খুব সহজ ব্যাপার। চেন্নাইয়ে না খেলে বিদায় জানানোটা খুব অন্যায় হবে। মুম্বই এমন একটা জায়গা যেখানে দল এবং ব্যক্তিগত ভাবে অনেক ভালবাসা পেয়েছি। কিন্তু চেন্নাইয়ের সমর্থকদের জন্য সেটা খুব খারাপ হবে।

আশা করি পরের বছর বিভিন্ন মাঠে খেলা হবে। তাই বিভিন্ন মাঠে গিয়ে, বিভিন্ন শহরে গিয়ে ধন্যবাদ জানাতে পারব। তবে সেটাই আমার শেষ বছর কি না সেটা বড় প্রশ্ন। দু’বছর পর কী হবে তা এখনই বলা সম্ভব নয়। পরের বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব। ধোনি খেলবেন শুধু নয়, চেন্নাই দলকে নেতৃত্বও দেবেন। পরের বছর ধোনির নেতৃত্বেই দেখা যাবে হলুদ জার্সিধারীদের।

২০২০ সালে আইপিএলে সবার নীচে শেষ করেছিল চেন্নাই। পরের বছর চ্যাম্পিয়ন হয় তারা। এ বার ফের নক আউট পর্বে উঠতে ব্যর্থ ধোনি। পরের বছর অধিনায়ক ধোনির হাত ধরে কি ফের এক বার চ্যাম্পিয়ন হবে চেন্নাই? সেই আশাতেই থাকবেন সমর্থকরা।

এদিন রাজস্থানের বিরুদ্ধে ধোনি করেন ২৬ রান। একটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি মারেন তিনি। শেষ পর্যন্ত যুজবেন্দ্র চাহালের বলে ফিরে যান। তবে মহেন্দ্র সিং ধোনি পাশাপাশি জানিয়েছেন চেন্নাইয়ের দায়িত্ব পুরোপুরি ছাড়ার আগে তিনি ভবিষ্যতের সিএসকে দলটাকে তৈরি করে যেতে চান। যাতে পরের যিনি অধিনায়ক হবেন, তার পক্ষে মানিয়ে নিতে অসুবিধে না হয়।

MS Dhoni, CSK : চেন্নাইয়ের জার্সিতে এবার আইপিএলে ওপেন করবেন ধোনি! সম্ভাবনা জোরদার

#মুম্বই: কিছুতেই যেন কিছু হচ্ছে না। একের পর এক ম্যাচ হেরেই চলেছে চেন্নাই সুপার কিংস। সিএসকে এই জায়গা থেকে কিভাবে নিজেদের তুলে আনবে তার কোনো সদুত্তর নেই টিম ম্যানেজমেন্টর কাছে। রবীন্দ্র জাদেজা নিঃসন্দেহে বড় অলরাউন্ডার। কিন্তু অধিনায়ক হিসেবে তার চাপ সামলানোর ক্ষমতা মোটেই ভাল নয় সেটা ইতিমধ্যেই দেখা গিয়েছে। উল্টে নিজের পারফরম্যান্সের ওপর প্রভাব পড়ছে জাদেজার।

আরও পড়ুন – Ramiz Raja resign PCB chairman : ইমরানের দেওয়া গদি যাচ্ছে রামিজের ! নতুন পিসিবি চেয়ারম্যান হতে পারেন নাজাম শেঠি

রবি শাস্ত্রী জানিয়েছিলেন ফ্যাফ ডু প্লেসিকে ছেড়ে দেওয়া ভুল হয়েছে সিএসকের। চোটের কারণে নেই দীপক চাহার। মঈন আলি, ডেভন কনওয়ে, শিবম দুবেরা যেন আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। অভিজ্ঞ ব্রাভো কেমন যেন ফর্ম হারিয়েছেন। প্রাক্তন ভারতীয় উইকেট রক্ষক পার্থিব প্যাটেল মনে করেন এমন কিছু করতে হবে চেন্নাইকে, যা বিপক্ষ দলকে চমক দেবে।

প্রয়োজন হলে মহেন্দ্র সিং ধোনিকে আরও ওপরে ব্যাট করতে নামা উচিত। এই মুহূর্তে ধোনি আসছেন সাত নম্বরে। বড় জোর তিন, চার ওভার বাকি থাকছে তখন। কিন্তু ধোনি যেটুকু খেলেছেন, বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও ব্যাট হাতে অবহেলা করার পাত্র নন। পার্থিব প্যাটেল জানিয়েছেন ধোনির উচিত সিএসকের কথা মাথায় রেখে নিজেকে তিন বা চার নম্বরে নিয়ে আসা।

প্রয়োজন হলে ওপেন করা। জীবনের প্রথম দিকে ওপেন করতেন ধোনি। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে বা টি টোয়েন্টি ক্রিকেটে ওপেন না করলেও, বিপক্ষ দলকে চমকে দেওয়ার জন্য ধোনি ওপেন করুন চাইছেন পার্থিব। মহেন্দ্র সিং ধোনির নিজস্ব টেকনিক আছে। গতে বাঁধা টেকনিক তিনি মানেন না। কিন্তু জানেন কিভাবে সিমিং উইকেটে টিকে থাকতে হয়। তাই ওপেন করলে ধোনি যতটা নিজেকে মানিয়ে নেওয়ার সময় পাবেন, ততই মঙ্গল হবে চেন্নাই সুপার কিংস দলের জন্য।

এছাড়া এবার সিএসকের ঘুরে দাঁড়ানোর ব্যাপার খুব চাপের মনে করেন পার্থিব প্যাটেল। রবিন উথাপ্পা কিছুটা রানের মধ্যে আছেন। তাছাড়া মইন আলির খারাপ ফর্ম চেন্নাইয়ের ব্যর্থতার অন্যতম কারণ বলে মনে করেন পার্থিব। এর মধ্যে মহেন্দ্র সিং ধোনির ওপেন করা হতে পারে একটা মাস্টার স্ট্রোক।

তবে মহেন্দ্র সিং ধোনি এমনটা করতে পারেন সেই সম্ভাবনা যেমন উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তেমনই তিনি ওপেন করবেন অথবা নিজেকে আরো ওপরে তুলে আনবেন, সেটাও বলা যাচ্ছে না।

Virat Kohli on MS Dhoni : ধোনি সিএসকের অধিনায়কত্ব ছাড়ার পর আবেগঘন পোস্ট বিরাট কোহলির! দেখুন

#মুম্বই: মহেন্দ্র সিং ধোনি যখন চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব ছেড়েছেন, তখন চেন্নাই ভক্তদের পাশাপাশি আবেগপ্রবণ হয়ে পড়লেন বিরাট কোহলি। ভারতের এবং আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট জানিয়েছেন, হলুদ জার্সিতে মনে রাখার মত অধিনায়কত্বের অধ্যায়। যে অধ্যায় ভক্তরা ভুলতে পারবে না। আমিও সেই তালিকায় ক্যাপ্টেন। এর সঙ্গে ধোনির এবং তার নিজের আইপিএল জার্সিতে আলিঙ্গনের ছবি পোস্ট করেছেন কোহলি।

আরও পড়ুন – KL Rahul on Shreyas Iyer : আইপিএলে ছক্কা মারার লড়াইয়ে শ্রেয়সের কাছে হেরে যাব! বলছেন কে এল রাহুল

বিরাট কোহলি অতীতে একাধিকবার স্বীকার করেছেন মহেন্দ্র সিং ধোনিকে দেখেই তিনি অধিনায়কত্ব করা শিখেছেন। ওয়াসিম জাফর ভারতের প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারটাকে অমরেন্দ্র বাহুবলীর রাজত্ব ছেড়ে সাধারণত প্রজাদের মধ্যে এসে থাকার ব্যাপারটার মিল খুঁজে পেয়েছেন। চেন্নাই সুপার কিংস দলে বড় সড় বদল। প্রথম ম্যাচে নামার দু’দিন আগে অধিনায়কত্ব ছেড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি।

দায়িত্ব তুলে দিলেন রবীন্দ্র জাদেজাকে। সিএসকে-র পক্ষ থেকে বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে। মহেন্দ্র সিং ধোনি একমাত্র অধিনায়ক যিনি প্রথম আইপিএল ২০০৮ সাল থেকে অধিনায়ক হয়েছিলেন এবং চেন্নাই এবং পুণে দল মিলিয়ে আইপিএলে মোট ২০৪ ম্যাচে অধিনায়কত্ব করেছেন ৷ সাফল্যের হার ৫৯.৬০ শতাংশ ৷ ২৬ মার্চ থেকে শুরু এবারের আইপিএল ৷

প্রথম ম্যাচেই চেন্নাইয়ের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ৷ ২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংসে রয়েছেন রবীন্দ্র জাদেজা। মাঝে এক বার ধোনি না খেলায় সুরেশ রায়না চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন। সে কারণে জাদেজা হলেন তৃতীয় ক্রিকেটার যিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হলেন ৷

গৌতম গম্ভীর কয়েকদিন আগেই নাম না করে খোঁচা মেরেছিলেন ধোনিকে। বলেছিলেন এমন অধিনায়কের প্রয়োজন আছে তিনি মনে করেন না, যিনি শুধু অধিনায়কত্ব করার জন্য প্রথম দলে থাকবেন। ধোনি কি গম্ভীরের কথা ভুল প্রমাণ করার জন্য এমন সিদ্ধান্ত নিলেন? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

Dhoni Jersey no 7 : কুসংস্কার মানতে রাজি নন! তবে কেন ৭ নম্বর জার্সি পড়েন ধোনি ? জানলে অবাক হবেন

#চেন্নাই: তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অথবা ডেভিড বেকহাম নন। কিন্তু ক্রিকেটের জগতে তাদের থেকে কম নয় তার জনপ্রিয়তা। ফুটবলে সাধারণত উইঙ্গারদের দেওয়া হয় এই জার্সি। ক্রিকেটে অবশ্য সেরকম কোনো নিয়ম নেই। যখন থেকে দেশের হয়ে খেলতেন, তখন থেকেই তাঁর জার্সি নম্বর ৭। আইপিএলেও তা বজায় রয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতোই মহেন্দ্র সিংহ ধোনির জীবনের সঙ্গেই জুড়ে গিয়েছে সাত সংখ্যাটি।

আরও পড়ুন – KKR, IPL 2022: রাহানে এবং রানা কেকেআর ব্যাটিংয়ের মেরুদন্ড, সাফ বার্তা কোচ ব্রেন্ডন ম্যাকালামের

কিন্তু কেন সাত নম্বর জার্সি পরেন ধোনি? চেন্নাই সুপার কিংসের মালিক ইন্ডিয়া সিমেন্টস প্রকাশিত একটি ভিডিয়োয় সেই রহস্য ফাঁস করেছেন ধোনি। বলেছেন, অনেকেই আগে ভাবত যে সাত আমার পয়া সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা বেছে নিয়েছি একটা সাধারণ কারণের জন্যে। আমার জন্ম ৭ জুলাই। তাই এটি সপ্তম মাসের সপ্তম দিন। এটাই আসল কারণ। ধোনি আরও বলেন, কোনটা ভাল সংখ্যা সেই বিষয়ে আলোচনা না করে আমি ঠিক করেছিলাম নিজের জন্মদিনকেই ব্যবহার করব।

আরও পড়ুন – Russell Domingo on Shakib : সাকিবের অল রাউন্ড দক্ষতা পার্থক্য গড়ে দেবে দক্ষিণ আফ্রিকায়, আশাবাদী ডমিঙ্গো

তার পর থেকে যত বারই আমাকে এ ব্যাপারে কেউ জিজ্ঞাসা করেছে, আমি কিছু না কিছু যোগ করেছি। ’৮১ সালে জন্ম আমার। ৮ থেকে ১ বাদ দিলেও সাত হচ্ছে। সেটাও বলি। অনেকেই আমাকে বলেছেন ৭ নাকি নিরপেক্ষ সংখ্যা। অর্থাৎ, এটা আমার জন্যে কাজ না করলেও কখনও বিপক্ষে যাবে না। ধোনি জানালেন, সংখ্যা নিয়ে কোনও কুসংস্কার নেই তাঁর।

তবে এই সংখ্যা তাঁর হৃদয়ের খুবই কাছাকাছি। তাই এত বছর ধরে জার্সির পিছনে এই সংখ্যা পরে এসেছেন। ধোনি এবারের আইপিএলে ব্যাট হাতে নামবেন, গ্লাভস হাতে উইকেটকিপিং করবেন। অনেকে ফিটনেস নিয়ে কথা বলেছে। তবে নিন্দুকদের জবাব দেওয়া ছেড়েই দিয়েছেন মাহি। ২০২০ সালে আইপিএলে ভরাডুবির পর গত বছর চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করে ধোনি বুঝিয়ে দিয়েছেন তিনি কিছুই হারাননি।