Tag Archives: Dhoni

IPL 2024 Dhoni: ধোনির কাছে বিরাটের দলকে সাপোর্টের আবদার, সব শুনে চেন্নাই অধিনায়ক যা বললেন, মঞ্চেই তুমুল শোরগোল

কলকাতা: ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপারকিংসকে তিনি ৫ বার ট্রফি এনে দিয়েছেন। তাঁর নেতৃত্বই নাকি এমন যে ভক্তরা তাঁকে আইপিএলের গেমচেঞ্জার নামে ডাকে। সম্প্রতি ধোনির কাছে একবারও ট্রফি না পাওয়া দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের এক ভক্ত অদ্ভুত দাবি করেছেন।

এবারের আইপিএলে বিরাট কোহলির আরসিবি-কে জেতাতে ধোনির কাছে সেই ভক্তের দাবি বিরাটের দলকে সাপোর্ট করার। আর তাতে ধোনির জবাবে হতবাক হয়ে যান উপস্থিত সকলেই। ধোনি জবাবে বলেন , ?আপনারা সকলেই জানেন আরসিবি খুবই ভাল দল এবং একই সঙ্গে আপনাকে বুঝতে হবে সব কিছু পরিকল্পনামাফিক হয় না।

আরও পড়ুন: চোখের নিচে ডার্ক সার্কেল কেন হয়? ৯৯% মানুষ ভুল জানেন, ডাক্তার জানালেন ৬টি আশ্চর্য কারণ

ধোনি আরও বলেন, ?আইপিএলের প্রতিটা দলের ১০জন খেলোয়াড়ই খবু শক্তিশালী। সমস্যাটা হয় যখন কয়েকজন খেলোয়াড় চোট পেয়ে বসে যান। ওরা খুবই ভাল দল, সকলেরই জেতার সুযোগ রয়েছে। এখন আমার নিজের দল নিয়ে অনেক কিছু ভাবার। তবে আমি সমস্ত দলকে শুভ কামনা জানাই।?

আরও পড়ুন: ৩১ ডিসেম্বরের মধ্যে গ্যাসের বায়োমেট্রিক না করালেই ভর্তুকি বন্ধ? জানুন আসল সত্য

আইপিএল ২০২৪-এর চেন্নাইয়ের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে ধোনিকে। এ নিয়ে ১০ বছরে পড়বে ধোনির আইপিএল ক্যারিয়ার। এখন দেখার এ বছর ধোনি খেলেন কিনা, এবং খেলা শেষে ধোনির কোনও চমক থাকে কিনা।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Check Live updates আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর
অরেঞ্জ ক্যাপপার্পল ক্যাপসর্বাধিক ছক্কা

Dhoni: বিদায়বেলায় কলকাতাকে শেষ ধন্যবাদ ধোনির! কেকেআরের বেগুনি জার্সিতে মাঠে আসতে বললেন

কলকাতা: রবিবার হয়তো ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে শেষবার নিজের পেশাদার ক্রিকেট জীবনের শেষ ক্রিকেট ম্যাচটা খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। আজ শুধু তার জন্যই ইডেনের বেশিরভাগটা ছিল হলুদ জার্সিতে ভরা। ৮ থেকে ৮০ আজ বেশিরভাগ মানুষ মাঠে গিয়েছিলেন শুধুমাত্র ধোনিকে দেখতে শেষবার মাঠে খেলার জন্য।

জিতেই মাঠ ছাড়লেন চেন্নাই অধিনায়ক। শাহরুখ খানের কেকেআরকে দাপটের সঙ্গেই হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ৪৯ রানে জয় সেটাই প্রমাণ করে। ম্যাচ শেষে ধোনি বলে গেলেন, ‘ কলকাতাকে ধন্যবাদ জানাব। আমার জন্য বেশিরভাগ মানুষ আজ হলুদ জার্সি পরে মাঠে এসেছেন। এটা দারুন ব্যাপার। তবে আমি তাদের অনুরোধ জানাব পরের বার কেকেআরের বেগুনি জার্সি পড়েও মাঠে আসতে।

আমি সত্যি মোহিত। কলকাতার মানুষদের মন থেকে ধন্যবাদ বলছি। আসলে মহেন্দ্র সিং ধোনি একটা আবেগের নাম। ভারতের একমাত্র অধিনায়ক যিনি তিনটে আইসিসি পুরস্কার জিতেছেন। শুধু পরিসংখ্যান দিয়ে তাকে মাপা যায় না। ধোনি যেন হ্যামলিনের বাঁশিওয়ালা। যেখানেই যান মানুষ এক অমোঘ আকর্ষনে তার পিছনে পিছনে যান।

এই ইডেনে অতীতে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক ম্যাচ খেলেছেন মাহি। আজ খেললেন আইপিএল জীবনের শেষ ম্যাচ। কলকাতার মানুষ তাকে সম্মান জানাবেন সেটাই স্বাভাবিক। দাদার শহরেও ধোনির ভালোবাসার মানুষের যে অভাব নেই। প্রমাণ করে দিয়েছে সুপার সানডের ইডেন।

Dhoni: কলকাতায় ধোনির শেষ ম্যাচ ! ইডেনে টিকিটের হাহাকার কেকেআর বনাম চেন্নাই ঘিরে

কলকাতা: ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স হয়তো আর ফিরবেন না তিনি। মহেন্দ্র সিং ধোনি সম্ভবত কলকাতায় শেষ ম্যাচ খেলতে চলেছেন রবিবার। রবিবাসরীয় সন্ধ্যায় ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের লড়াই। শুক্রবার শহরে ফিরেছেন নীতীশ রানারা। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ নিয়ে যত না আগ্রহ, তার চেয়ে বেশি উন্মাদনা ধোনিকে ঘিরে।

ক্রিকেট জনতা মোটামুটি ধরেই নিয়েছে, এটাই হয়তো কলকাতায় মাহির শেষ ম্যাচ। কারণ, ধোনি সম্ভবত এই আইপিএলের পর দস্তানা জোড়া পাকাপাকিভাবে তুলে রাখবেন। তার উপর শেষ হচ্ছে রমজান। খুশির ঈদ কলকাতার ক্রিকেটপ্রেমীদের আরও বেশি ইডেনমুখী করে তুলেছে। স্কুলে আগাম ছুটিও পড়েছে গ্রীষ্মের কারণে।

ফলে ধোনির ম্যাচ ঘিরে টিকিটের হাহাকার শহর জুড়ে। হাসি ফুটেছে কালোবাজারিদের। সর্বনিম্ন ৭৫০ টাকার টিকিট বিকোচ্ছে ৩ হাজার, ৪ হাজার টাকায়। তাতেও পাওয়া যাচ্ছে না।

 

 

আরও দেখুন

আরও দেখুন

 

যা দেখে অনেকে বলছেন, ভারত-পাকিস্তান কিংবা ইডেনে সৌরভ বনাম নাইটদের ম্যাচের থেকে টিকিটের চাহিদা এবার কোনও অংশে কম নয়। মাথায় হাত সিএবি কর্তাদের। কারণ, চাহিদার তুলনায় টিকিট অপ্রতুল।

 

ইডেনের যা দর্শকাসন, তার ১৫ শতাংশ কেকেআরের থেকে টিকিট পায় বঙ্গীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। এর মধ্যে থেকেই অনুমোদিত ক্লাব, বিশ্ববিদ্যালয়, অ্যাপেক্স কমিটির সদস্য, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে টিকিট দিতে হচ্ছে সিএবিকে। ফলে অনেকেরই চাহিদা মেটানো যাচ্ছে না। ফলে অসন্তোষ বাড়ছে। বাড়ছে ক্ষোভও।

সিএবি’র বেশ কিছু সদস্যের অভিযোগ, টিকিট বণ্টনের ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হচ্ছে না বলেই সমস্যা। তবে তা মানতে রাজি নন সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। তিনি বললেন, ‘আন্তর্জাতিক ম্যাচে আমরা টিকিট বণ্টন করি। তাই সমস্যা হয় না। আইপিএলে টিকিট বণ্টনের দায়িত্ব কেকেআরের। মাত্র ১৫ শতাংশ টিকিট পায় সিএবি।

তার মধ্যে থেকে সবার চাহিদা পূরণ করা সম্ভব নয়। তবুও আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। এখন দেখার কলকাতার ক্রিকেট ধোনি দর্শনে কতটা সফল হন। তবে ছুটির দিন রবিবার ইডেনে কেকেআর বনাম চেন্নাই ম্যাচ ঘিরে যথেষ্ট ভিড় হবে সেটা আন্দাজ করাই যায়।