শনিবার রাতে মুম্বইয়ের বান্দ্রা পূর্ব এলাকায় মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করে তিন জন। দশেরার দিনে হঠাৎই ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আসলে, বাবা সিদ্দিকিকে হত্যার পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাং-ই যুক্ত বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া দুই অভিযুক্তই নিজেদের বিষ্ণোই গ্যাংয়ের বলে দাবি করেছে। এই শ্যুটারদের একজনের নাম কর্নেল সিং, যিনি হরিয়ানার বাসিন্দা। দ্বিতীয় শ্যুটার ধর্মরাজ কাশ্যপ হলেন উত্তর প্রদেশের। পুলিশ সূত্রে খবর, মাত্র দেড় থেকে দুই মাস আগেই তারা বাবা সিদ্দিকির বাড়ির ‘রেইকি’ করেছিল।

Baba Siddique-Salman Khan: সলমন খানের ‘বন্ধু’ বলেই কি খুন হতে হল সিদ্দিকিকে? গ্রেফতার হওয়া ২ শ্যুটার কী জানাল?

শনিবার রাতে মুম্বইয়ের বান্দ্রা পূর্ব এলাকায় মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করে তিন জন। দশেরার দিনে হঠাৎই ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আসলে, বাবা সিদ্দিকিকে হত্যার পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাং-ই যুক্ত বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া দুই অভিযুক্তই নিজেদের বিষ্ণোই গ্যাংয়ের বলে দাবি করেছে। এই শ্যুটারদের একজনের নাম কর্নেল সিং, যিনি হরিয়ানার বাসিন্দা। দ্বিতীয় শ্যুটার ধর্মরাজ কাশ্যপ হলেন উত্তর প্রদেশের। পুলিশ সূত্রে খবর, মাত্র দেড় থেকে দুই মাস আগেই তারা বাবা সিদ্দিকির বাড়ির ‘রেইকি’ করেছিল।
শনিবার রাতে মুম্বইয়ের বান্দ্রা পূর্ব এলাকায় মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করে তিন জন। দশেরার দিনে হঠাৎই ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আসলে, বাবা সিদ্দিকিকে হত্যার পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাং-ই যুক্ত বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া দুই অভিযুক্তই নিজেদের বিষ্ণোই গ্যাংয়ের বলে দাবি করেছে। এই শ্যুটারদের একজনের নাম কর্নেল সিং, যিনি হরিয়ানার বাসিন্দা। দ্বিতীয় শ্যুটার ধর্মরাজ কাশ্যপ হলেন উত্তর প্রদেশের। পুলিশ সূত্রে খবর, মাত্র দেড় থেকে দুই মাস আগেই তারা বাবা সিদ্দিকির বাড়ির ‘রেইকি’ করেছিল।
এই ঘটনায় যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম কর্নেল সিং এবং ধরমরাজ কাশ্যপ। এক জন উত্তরপ্রদেশ এবং এক জন হরিয়ানার বাসিন্দা। পুলিশের দাবি, জেরার মুখে দু’জনই স্বীকার করে নিয়েছে যে তারা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য।
এই ঘটনায় যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম কর্নেল সিং এবং ধরমরাজ কাশ্যপ। এক জন উত্তরপ্রদেশ এবং এক জন হরিয়ানার বাসিন্দা। পুলিশের দাবি, জেরার মুখে দু’জনই স্বীকার করে নিয়েছে যে তারা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য।
আসলে, লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী রোহিত গোদারাও গত বছর নিউজ 18 ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে ‘সলমন খানের যিনি বন্ধু, তিনি আমাদের শত্রু।’’ সলমন খানের সঙ্গে সিদ্দিকির বরাবরই ভাল সম্পর্ক ছিল। প্রতি বছর ইফতারে জমকালো পার্টি দিতেন বাবা সিদ্দিকি। সেখানে দেখা মিলত বলিউডের তাবড় তারকার। শাহরুখ-সলমনের সঙ্গে বাবা সিদ্দিকির ছবিও ভাইরাল হয়।
আসলে, লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী রোহিত গোদারাও গত বছর নিউজ 18 ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে ‘সলমন খানের যিনি বন্ধু, তিনি আমাদের শত্রু।’’ সলমন খানের সঙ্গে সিদ্দিকির বরাবরই ভাল সম্পর্ক ছিল। প্রতি বছর ইফতারে জমকালো পার্টি দিতেন বাবা সিদ্দিকি। সেখানে দেখা মিলত বলিউডের তাবড় তারকার। শাহরুখ-সলমনের সঙ্গে বাবা সিদ্দিকির ছবিও ভাইরাল হয়।
লরেন্স বিষ্ণোই গ্যাং গত কয়েক বছর ধরে অভিনেতা সলমন খানের পিছনেই পড়ে গিয়েছে। লরেন্স গ্যাং-এর শ্যুটাররা সলমনকে এর আগেও টার্গেট করেছে। প্রথমবার ‘রেডি’ ছবির শ্যুটিং চলাকালীন, দ্বিতীয়বার পানভেলে সলমনের ফার্ম হাউসে। আমেরিকায় থাকা লরেন্স বিষ্ণয়ের ভাই আনমোল এই গ্যাং পরিচালনা করছেন। সলমনের বাড়িতে গুলি চালানোর মামলার মাস্টারমাইন্ড হিসেবেও উঠে আসে তার নাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনমোল ‘সিগন্যাল’ অ্যাপের মাধ্যমে সলমনের বাড়িতে গুলি চালানো শ্যুটারদের সঙ্গে কথা বলছিলেন এবং তাদের সব নির্দেশ দিয়েছিলেন। Photo: Viral Bhayani
লরেন্স বিষ্ণোই গ্যাং গত কয়েক বছর ধরে অভিনেতা সলমন খানের পিছনেই পড়ে গিয়েছে। লরেন্স গ্যাং-এর শ্যুটাররা সলমনকে এর আগেও টার্গেট করেছে। প্রথমবার ‘রেডি’ ছবির শ্যুটিং চলাকালীন, দ্বিতীয়বার পানভেলে সলমনের ফার্ম হাউসে। আমেরিকায় থাকা লরেন্স বিষ্ণয়ের ভাই আনমোল এই গ্যাং পরিচালনা করছেন। সলমনের বাড়িতে গুলি চালানোর মামলার মাস্টারমাইন্ড হিসেবেও উঠে আসে তার নাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনমোল ‘সিগন্যাল’ অ্যাপের মাধ্যমে সলমনের বাড়িতে গুলি চালানো শ্যুটারদের সঙ্গে কথা বলছিলেন এবং তাদের সব নির্দেশ দিয়েছিলেন। Photo: Viral Bhayani
সিদ্দিকি গুলিবিদ্ধ হয়েছেন, এই খবর শোনার পরই ‘বিগ বস ১৮’-র শুটিং বন্ধ করে লীলাবতী হাসপাতালের পথে রওনা দেন সলমন খান। কিন্তু এ সময় তাঁর পক্ষে হাসপাতালে যাওয়া কতটা নিরাপদ, সে প্রশ্ন তোলা হয়। সলমনের মাথার উপরেও মৃত্যুর খাঁড়া ঝুলছে। এই ভাবে বাবা সিদ্দিকির উপর হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে বলিউডে।
সিদ্দিকি গুলিবিদ্ধ হয়েছেন, এই খবর শোনার পরই ‘বিগ বস ১৮’-র শুটিং বন্ধ করে লীলাবতী হাসপাতালের পথে রওনা দেন সলমন খান। কিন্তু এ সময় তাঁর পক্ষে হাসপাতালে যাওয়া কতটা নিরাপদ, সে প্রশ্ন তোলা হয়। সলমনের মাথার উপরেও মৃত্যুর খাঁড়া ঝুলছে। এই ভাবে বাবা সিদ্দিকির উপর হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে বলিউডে।