দক্ষিণবঙ্গ IMD Latest Weather Update: বাংলা থেকে বিদায় নিচ্ছে বর্ষা! তবে ঘনাচ্ছে অশনি…বৃষ্টির শেষ কবে? এল বড় আপডেট! Gallery October 13, 2024 Bangla Digital Desk বৃষ্টির শেষ ইনিংস ধরে এল। একাদশীর প্রতিমা নিরঞ্জন বেলায় হিসাব মতো শেষ বর্ষণ, এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার, দুর্গাপুজা শেষে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিচ্ছে বর্ষা। কেমন থাকবে বাংলার পরবর্তী আবহাওয়া? জানাচ্ছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতা -সহ দক্ষিণের কয়েক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে আরও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে। রয়েছে বজ্রপাতের সতর্কতাও। তবে এর পরেই বদলে যাবে আবহাওয়া। দুর্গাপুজো শেষ হয়ে গেলেও নীল আকাশে পেঁজা তুলোর মতো শরতের মেঘ এখনও খুব একটা চোখে পড়েনি, এইবার সেই দৃশ্য চোখকে আরাম দিতে পারে। কালো মেঘ সরে গিয়ে অবশেষে পাকাপাকি বিদায় নিতে চলেছে বর্ষা! হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলা থেকেই বর্ষা বিদায় নিয়েছে রবিবার দুপুরে। বর্ষার বৃষ্টির সম্ভাবনা আর নেই বাংলায়। আপাতত শুষ্ক আবহাওয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় খুব হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং-সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি সম্ভাবনা বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া। তবে, কার্নিভালের দিন, ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা সোমবার থেকেই। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় স্থানীয়ভাবে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অতএব, বর্ষা বিদায় নিলেও বৃষ্টি পিছু ছাড়ছে না। কার্নিভ্যালের দিন মঙ্গলবার থেকে ফের হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে।