ভক্তের কাঁধে দুর্গা বিসর্জন

Durga Puja 2024:চোখের জলে মাকে বিদায়, পুরুলিয়ার এই গ্রামে আজও মানা হয় বিসর্জনের প্রাচীন রীতি

পুরুলিয়া : চারদিকে বিষাদের সুর, মা চলে যাচ্ছেন। ফের এক বছরের অপেক্ষা।  চোখের জলেই মা দুর্গাকে বিদায় জানাচ্ছে গোটা বাংলা। বিসর্জনের পুরনো ঐতিহ্য এখনও বজায় রয়েছে পুরুলিয়ার বলরামপুরে। বলরামপুর ব্লকের অন্তর্গত রাঙাডি গ্রামে এখনও কাঁধে করেই উমার বিসর্জন হয়। দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় করেন বিসর্জন ঘাটে। মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায়।

রাঙ্গাডি ষোলআনা দুর্গাপুজো কমিটির সদস্য সানি মুখোপাধ্যায় বলেন, পুরুলিয়ার বলরামপুরে বহু যুগ ধরে এই ভাবেই বিসর্জনের রীতি প্রচলিত । বহু মানুষ ভিড় করে এই বিসর্জন দেখতে আসে। মানুষের আবেগ এই বিসর্জনের সঙ্গে জড়িয়ে রয়েছে। এখানে আজও ভক্তদের কাঁধে করে মায়ের বিসর্জন হয়।

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়