লাইফস্টাইল Skincare Tips: ত্বকে বলিরেখার ছাপ পড়ছে? এক কুঁচি বরফেই কামাল, তবে সঠিক উপায় না জানলেই বিপদ Gallery October 14, 2024 Bangla Digital Desk সোশ্যালমাধ্যমে রিলস দেখলেই নজরে পড়বে বলিউডে চেনা নায়িকাদের বরফঠান্ডা জলে মুখ ডুবিয়ে রাখার ভিডিও৷ এই রূপচর্চাকে বলা হয়স ‘থার্মাজেনসিস’৷ তবে এই ধারণা নতুন কিছু নয়৷ একাধিক সুবিধা পাওয়া যায় এই বরফ ঠান্ডা জলে৷ ডঃ মধু চোপড়া এই নিয়ে কথা বলেছেন৷ বরফ জলের শীতল তাপমাত্রা ত্বকের রক্তনালীকে সংকুচিত করে, যা বর্ধিত রন্ধ্রগুলিকে কমিয়ে দেয়৷ ফলে মুখে বার্ধক্যের ছাপ পড়ে না৷ এতে মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায়৷ ত্বক উজ্জ্বল হয়৷ মুখে লাল-লাল আভা বা জ্বালা জ্বালা ভাব কমে যায়৷ বরফ জনের সংস্পর্শে ত্বককে টানটান করে তোলে৷ তবে এর উপকারিতা থাকলেও অতিরিক্ত ঠান্ডার সংস্পর্শে ত্বকের ক্ষতি হতে পারে৷ সে ক্ষেত্রে অবশ্যই সচেতন হন৷ ত্বকে সরাসরি বরফ না ঘষে, একটি সুতির কাপড়ে মুড়িয়ে তারপর ব্যবহার করুন৷ কয়েক মিনিটের বেশি কিন্তু একেবারেই ব্যবহার করবেন না৷