কলকাতা Sandip Ghosh License Registration: আদালতে ফের ‘ধাক্কা’ খেলেন সন্দীপ! বহাল থাকছে রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তই? Gallery October 14, 2024 Bangla Digital Desk আদালতে ফের ধাক্কা খেলেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত আপাতত বহালই থাকছে। নিজের বক্তব্য পেশের সুযোগই পাননি— এই যুক্তিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ। দ্রুত শুনানির আর্জি জানান সন্দীপ ঘোষের আইনজীবী। তবে, আপৎকালীন পরিস্থিতিতে শোনার মত গুরুত্ব নেই— জানালেন বিচারপতি পার্থসারথি সেন। রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ। গ্রেফতারির পরে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আর্থিক দুর্নীতি মামলায় প্রথমে গ্রেফতার করা হয়েছিল সন্দীপকে। তারপর আরজি করে চিকিৎসক-পড়ুয়া খুন ও ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই গ্রেফতার করে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। অন্য দিকে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আরজি কর হাসপাতালের সাসপেন্ড হওয়া ৫১ জন জুনিয়র চিকিৎসক। হাসপাতালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই তাঁদের মামলা। বিচারপতি পার্থসারথি সেনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি মামলা দায়েরের অনুমতি দেন। সোমবার রাজ্যজুড়ে প্রতীকী অনশনের ডাক দিয়েছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস। অনশন চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ৷ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিজ্ঞপ্তিতে সোমবার ১২ ঘণ্টা রাজ্যজুড়ে সবাইকে যার যার নিজের কর্মস্থলে প্রতীকী অনশনে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে। স্থানীয় নাগরিক সমাজকেও এই কর্মসূচিতে যোগদান করার জন্য আবেদন করেছেন তাঁরা ।