RG Kar Case: জুনিয়রদের পাশে থাকার অঙ্গীকার, এবার নদিয়ার হাসপাতালের ৭৭ জন চিকিৎসকের ইস্তফা!

কল‍্যানীঃ এবার ইস্তফা নদিয়ার কল্যানী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের প্রায় ৭৭ জন চিকিৎসকদের। কল্যাণী মেডিক‍্যাল কলেজের চিকিৎসকরা গতকালই সিদ্ধান্ত নিয়েছিলেন আরজিকর ঘটনার প্রতিবাদ এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে ইস্তফা দেবেন। আজ, সোমবার সকাল থেকেই গণ ইস্তফা পত্রে স্বাক্ষর করছেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ দেশজুড়ে কর্মবিরতির ডাক চিকিৎসকদের! বেসরকারি হাসপাতালও এগিয়ে এল অনশনকারীদের পাশে

অন্যদিকে, ১২ ঘণ্টার প্রতীকি অনশনে মেডিক‍‍্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। বন্ধ রয়েছে বহি: বিভাগ পরিষেবা, শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা চালু রয়েছে। জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনের সমর্থনে সোমবার আংশিক কর্ম বিরতির ডাক দিয়েছে বিভিন্ন বেসরকারি হাসপাতাল। বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে বন্ধ রয়েছে ওপিডি পরিষেবা। চালু রয়েছে ইমারজেন্সি এবং ক্রিটিকাল কেয়ার পরিষেবা। প্রতীকী অনশনে রয়েছেন বেশ কিছু সিনিয়র চিকিৎসকেরাও।

সল্টলেক ILS হসপিটালে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ডাক্তারদের কর্মবিরতি চলছে। সেই সঙ্গে তাঁরা ১২ ঘণ্টার প্রতীকী অনশনেও বসেছেন। হাসপাতালের মধ্যেই রীতিমতো অবস্থানে বসে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। নন এসেন্সিয়াল সার্ভিস, এবং সেই সমস্ত অপারেশন, যেগুলিতে একটু দেরি করলে সেই অর্থে কোনও অসুবিধা হবে না, সেই ধরনের কাজগুলি তাঁরা আপাতত করছেন না বলে জানিয়েছেন।