কলকাতা: আরজি কর ধর্ষণ এবং খুনের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের অনশনের ফলে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে আগামিকাল মঙ্গলবার এই সংক্রান্ত মামলা অবশ্যই গুরুত্ব দিয়ে শোনার আর্জি জানালেন সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে আর্জি জানানো হয়েছে। ৩০ সেপ্টেম্বর গত শুনানির দিনই ১৫ অক্টোবর, মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ।
এর আগের শুনানিতেই আরজি কর তদন্ত প্রক্রিয়া কত দূর এগিয়েছে, তা সিবিআইয়ের কাছে জানতে চায় সুপ্রিম কোর্ট। তাদের থেকে ‘স্টেটাস রিপোর্ট’ দেখতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কারা তদন্তের অধীনে রয়েছেন সেই নামের তালিকাও আদালতে জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন: আদালতে ফের ‘ধাক্কা’ খেলেন সন্দীপ! বহাল থাকছে রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তই?
রাজ্যের আইনজীবী জানান, পাঁচ জনকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। কোন পাঁচ জনকে নিলম্বিত করা হয়েছে, সেই নামের তালিকাও জানতে চান প্রধান বিচারপতি। রাজ্যের তরফেও আদালতে আশ্বস্ত করা হয়, তদন্তকারী সংস্থা নামের তালিকা দিলে পদক্ষেপ করা হবে। রাজ্যের আইনজীবী জানান, কেউ যত প্রভাবশালীই হোন, সিবিআই তাঁদের নামের তালিকা দিলে পদক্ষেপ করা হবে।
রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে সিসি ক্যামেরা বসানোর কাজ কত দূর এগোল, সেই প্রশ্নও করেছেন প্রধান বিচারপতি। এ নিয়ে রাজ্যের জবাব পাওয়ার পরে সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা এবং পরিকাঠামো সংক্রান্ত কাজ শেষ করার সময়সীমাও বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। আদালত জানিয়ে দেয়, আগামী ৩১ অক্টোবরের মধ্যে হাসপাতালগুলিতে সিসি ক্যামেরা বসানো-সহ সমস্ত কাজ শেষ করতে হবে। সেই কাজ কতদূর এগোল, তা নিয়েও আলোচনা হবে সুপ্রিম কোর্টে।