নদিয়া: শারদ সুন্দরী ২০২৪ এ নদিয়া শান্তিপুরের স্বরলিপি মিস ক্যাটাগরিতে উইনার। কলকাতা সরলা মেমোরিয়াল হলে দ্যা ইন্ডিয়ান ক্রনিক্যাল এর আয়োজনে শারদ সুন্দরী ২০২৪ আয়োজিত হয় যেখানে কলকাতা এবং মফস্বলের জেলা গুলি থেকে মিস এবং মিসেস ক্যাটাগরিতে মোট ৫০ জন মহিলা অংশগ্রহণ করেন।
যেখানে উপস্থিত ছিলেন বিখ্যাত ডিজাইনার শান্ত্বনু গুহ ঠাকুরতা, বিখ্যাত মডেলার বিক্রান্ত রানা, ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়, ফিল্ম ডিরেক্টর রাজশ্রী দে, অভিনেত্রী অনন্যা ব্যানার্জি, লেখিকা তুলিকা মজুমদার-সহ বহু বিশিষ্টজন।
বারাসাত এবং মালদা থেকে ফাস্ট রানার আপ সেকেন্ড হলেও নদিয়ার শান্তিপুর থেকে স্বরলিপি কর মিস ক্যাটাগরিতে উইনার খেতাব পায়। সম্মান হিসেবে ক্রাউন ট্রফি এবং সাম্মানিক অর্থ পুরস্কার মেলে।
স্বরলিপি উচ্চ মাধ্যমিক পাশ করার পর ইয়ারো ইন্ডিয়া থেকে এভিয়েশন ম্যানেজমেন্টে পাঠরতা। তিনি জানান, তার জীবনের লক্ষ্য পাইলট হওয়া তবে সংসারের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আপাতত কিছুটা প্রতিষ্ঠিত হয়ে তারপর৷
তবে মডেলার হিসেবে কোনও সুযোগ আসলে তাতেও আপত্তি নেই। মূলত সামাজিক মাধ্যমে ইন্ডিয়ান ক্রনিকাল সংস্থার স্মারদ সুন্দরী প্রতিযোগিতা বিষয়ে জানতে পেরে খুব সাধারন ভাবে আবেদন করা আর তাতেই কোনো রকম অর্থ কিংবা সোর্স ছাড়াই সেরা সুন্দরীর তকমা মিলেছে।
তবে সুন্দরী বলতে এখানে কখনই শরীর নয় এমনকি কোনরকম ভাবে খোলামেলা পোশাকেও নয়, রীতিমতো শাড়ি এবং ফুল স্লিপ ব্লাউজ পড়ে যথেষ্ট পরিমার্জিতভাবে এই উপস্থাপনা হয়।
এখানে মানসিকতা পড়াশোনা উপস্থিত বুদ্ধি এবং নানাবিধ বিষয়ে সাধারণ জ্ঞানের উপর এই সিলেকশন হয়। যা স্বরলিপি মূল পড়াশোনার সঙ্গে অনেকটাই সম্পৃক্ত আর সেই কারণেই এখানকার অভিজ্ঞতা পড়াশোনার ক্ষেত্রেও খুব প্রয়োজন ছিল বলে মত ব্যক্ত করে স্বরলিপি।
তাঁর বাবা সমীর কর পেশায় টিভি মেকানিক, মা মধুমিতা কর গৃহবধূ মেয়ের এই সাফল্যে গর্বিত। তারা জানাচ্ছেন অর্থনৈতিকভাবে সচ্ছল না হওয়া সত্বেও পড়াশোনার প্রতি আগ্রহ এবং শুধুমাত্র মেয়ের প্রচেষ্টাতে আজ এই সম্মান।
Mainak Debnath