কলা চাষ সুন্দরবনে

How To Make Money: এক বিঘা জমি থেকে বছরে আয় হবে ৩ লাখ! দেখে নিন কীভাবে

 কলা আমাদের দেশে বেশ জনপ্রিয় একটি ফল। আমাদের দেশে সারাবছরই কলা পাওয়া যায়। খাবার জন্য কাঁচা কলা এবং পাকা কলা খুবই উপকারি। কলার চারা একবার রোপণ করলে ২/৩ মৌসুম চলে যায়। তাছাড়া পুষ্টিকর ফল হিসাবে আমাদের দেশে কলার চাহিদাও অনেক বেশি।
কলা আমাদের দেশে বেশ জনপ্রিয় একটি ফল। আমাদের দেশে সারাবছরই কলা পাওয়া যায়। খাবার জন্য কাঁচা কলা এবং পাকা কলা খুবই উপকারি। কলার চারা একবার রোপণ করলে ২/৩ মৌসুম চলে যায়। তাছাড়া পুষ্টিকর ফল হিসাবে আমাদের দেশে কলার চাহিদাও অনেক বেশি।
আমাদের দেশে অনেক প্রকার কলার জাত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কাঁঠালি কলা। এই কলা কম খরচে ভালো ফলন ও লাভজনক হওয়ায় কাঁঠালি কলা চাষে সফলতার স্বপ্ন দেখছেন সুন্দরবনের চাষিরা। অল্প সময়ের চাষ করে ফলন ফলিয়ে কোন রকম সার প্রয়োগ না করে এই চাষ করছেন।
আমাদের দেশে অনেক প্রকার কলার জাত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কাঁঠালি কলা। এই কলা কম খরচে ভালো ফলন ও লাভজনক হওয়ায় কাঁঠালি কলা চাষে সফলতার স্বপ্ন দেখছেন সুন্দরবনের চাষিরা। অল্প সময়ের চাষ করে ফলন ফলিয়ে কোন রকম সার প্রয়োগ না করে এই চাষ করছেন।
বাগান থেকে প্রতিদিন অনেকেই কিনে নিচ্ছেন কলা ও গাছের চারা। এতে আগ্রহ বাড়ছে বেকার যুবক ও চাষিদের। অসময়ে চাষীদের পড়ে থাকা খালি জায়গাকে। এক বিঘা জমির প্রাথমিক পর্যায়ে ৩০০ কলা গাছ রোপণ করেন। কাঁঠালি কলা চাষ করে প্রতিমাসে আয় করছেন প্রায় ৩০ হাজার টাকা।
বাগান থেকে প্রতিদিন অনেকেই কিনে নিচ্ছেন কলা ও গাছের চারা। এতে আগ্রহ বাড়ছে বেকার যুবক ও চাষিদের। অসময়ে চাষীদের পড়ে থাকা খালি জায়গাকে। এক বিঘা জমির প্রাথমিক পর্যায়ে ৩০০ কলা গাছ রোপণ করেন। কাঁঠালি কলা চাষ করে প্রতিমাসে আয় করছেন প্রায় ৩০ হাজার টাকা।
এতে প্রতিবছর তিনি আয় করবেন ৩ লাখ টাকার উপরে। ফলে এখন বাজারমূল্য পাচ্ছেন ভালো। এতে ক্রেতার চাহিদাও বেশি ‘যে কোনো ফসলের চেয়ে বেশি লাভ হয় কলা চাষে। ফলে অন্য ফসলের পাশাপাশি এখন কলা চাষ বেশি হচ্ছে।
এতে প্রতিবছর তিনি আয় করবেন ৩ লাখ টাকার উপরে। ফলে এখন বাজারমূল্য পাচ্ছেন ভালো। এতে ক্রেতার চাহিদাও বেশি ‘যে কোনো ফসলের চেয়ে বেশি লাভ হয় কলা চাষে। ফলে অন্য ফসলের পাশাপাশি এখন কলা চাষ বেশি হচ্ছে।
বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের কলা চাষ করা হয়েছে। এতে অল্প দিনেই ফল পাওয়া যায়। অন্য ফসলের চেয়ে কলার দামও বেশি। এ ধরনের কলার চাষাবাদে সাড়া পড়েছে ব্যাপকভাবে সুন্দরবনে। গাছ লাগানো থেকে শুরু করে ১১ মাসের মধ্যে কলা কাটা যায়। কম সময় ও পরিশ্রমে অনেক বেশি ফলন ও লাভের আশায় এবার চাষিরা চিরাচরিত ঋতুভিত্তিক চাষ প্রথা ছেড়ে কলা চাষে মেতেছেন সুন্দরবনের চাষি রা।
বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের কলা চাষ করা হয়েছে। এতে অল্প দিনেই ফল পাওয়া যায়। অন্য ফসলের চেয়ে কলার দামও বেশি। এ ধরনের কলার চাষাবাদে সাড়া পড়েছে ব্যাপকভাবে সুন্দরবনে। গাছ লাগানো থেকে শুরু করে ১১ মাসের মধ্যে কলা কাটা যায়। কম সময় ও পরিশ্রমে অনেক বেশি ফলন ও লাভের আশায় এবার চাষিরা চিরাচরিত ঋতুভিত্তিক চাষ প্রথা ছেড়ে কলা চাষে মেতেছেন সুন্দরবনের চাষি রা।