আলো

Diwali 2024: দীপাবলিতে এবার ট্রেন্ডিং ‘এই’ আলো! বাজার ছেয়েছে, আপনার বাড়িতে আনছেন তো?

আলিপুরদুয়ার: দীপাবলি মানেই আলোর উৎসব। আলো দিয়ে সেজে ওঠে প্রতিটি বাড়ির আনাচ-কানাচ। ঘরকে সুন্দর করে সাজাতে টুনি লাইটের ব্যবহার দেখা যাচ্ছে বহু বছর ধরে। এবারে টুনি লাইটের বাজারে অন্যতম আকর্ষণ পাতা টুনি লাইট।

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে আলোর উৎসব দীপাবলির স্থান অন্যতম। শুধু বাঙালিরা নয় আলোর উৎসবে মেতে ওঠেন আপামর ভারতবাসী। আলোর উৎসবে টুনি লাইটের ব্যবহার অপরিহার্য। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ইলেকট্রিক দোকানগুলি সেজে উঠছে বিভিন্ন ধরণের আলোর মালা দিয়ে। তার মধ্যে এবারের আকর্ষণ পাতা টুনি লাইট। হ্যামিল্টনগঞ্জ এলাকার এক দোকানে দেখা মিলল এই এই লাইটের।ব্যবসায়ী সাহেব সরকার বলেন, “প্রতিবার নতুন কিছু আলো চান ক্রেতারা। এবারে তাঁদের কথা ভেবেই এই পাতা টুনি লাইট আনা হয়েছে। ব্যাপক সাড়া পাচ্ছি ক্রেতাদের থেকে।”

আরও পড়ুন: সাইক্লোন ডানার সতর্কতার মধ্যেই বড় ঘোষণা…! আসছে ‘গোলাপি’ ঠান্ডা! কাঁপিয়ে শীত শুরু কবে? দিন বলে দিল IMD

পাতা টুনি লাইটের দৈর্ঘ্য ৩ মিটার। সবুজ আর্টিফিশিয়াল পাতা ও টুনি লাইটের যুগলবন্দীতে এই লাইট দেখতে লাগে অসাধারণ। ব্যবসায়ীদের মতে, ঘরের ভেতর সাজাতে হলে এই লাইটের জুড়ি মেলা ভার।