দশেরা উৎসব 

Durga Puja 2024: অশুভ শক্তির বিনাশে আতসবাজির বারণ বধ! আলোর রোশনাই ভরে উঠল চারিদিকে 

মালদহ: আলোর রোশনাই ভরে উঠল মালদহ জেলার ক্রীড়া সংস্থার মাঠ। সঙ্গে আতশবাজির খেলা। মাঠের গ্যালারীতে কানায় কানায় পূর্ণ দর্শক। প্রায় এক ঘন্টা ধরে চলল নানা আতসবাজির পোড়ানো থেকে আলোর রোশনাই। যা দেখে মন ভরে উঠল দর্শকদের।

এই ভাবেই পালিত হল মালদহে দশেরা উৎসব। বিজয়া দশমী উপলক্ষে অশুভ শক্তির বিনাশ করতে প্রতিবছর মালদহের কালিতলা ক্লাবের উদ্যোগে পালিত হয় দশেরা উৎসব। এই দশেরা উৎসব উপলক্ষে প্রতিবছর ‘রাবণ বধ’ করা হয় আতশবাজির মাধ্যমে। অশুভ শক্তির অবসান ঘটাতেই এই রাবণ বধের অনুষ্ঠান।

আরও পড়ুন: ডিপ ফ্রিজে জমে বরফের পাহাড়! বারবার কেন হয় এই সমস‍্যা? ৫ মিনিটে গলবে কীভাবে? জেনে নিন সহজ টোটকা

ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা কালিতলা ক্লাবের সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ‘‘অশুভ শক্তির বিনাশ করতে এই রাউন্ড বধের অনুষ্ঠান। ২৭ বছর ধরে কালিতলা ক্লাব এই দশেরা উৎসব পালন করে আসছে। জেলা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেরই সক্রিয় সহযোগিতায় এই অনুষ্ঠান পালন হয়ে আসছে ডিএসএ ময়দানে।’’

গোটা দেশ জুড়ে পালিত হয় এই দশেরা উৎসব। মালদহের দশেরা উৎসব এবারে ২৭ তম বছর। শহরের কালিতলা ক্লাবের উদ্যোগে প্রতিবছর মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দশেরা উৎসব উপলক্ষে বিভিন্ন আতশবাজিতে সাজিয়ে তোলা হয় জেলা ক্রীড়া সংস্থার মাঠ। প্রতীকি রাবণ কুম্ভকর্ণ ও মেঘনাদ তৈরি করা হয়।

আরও পড়ুন: শুধু সকালে এক গ্লাস জলে…থাইরয়েড, ডায়াবেটিস, পিসিওএস, অ‍্যাসিডিটি, এক মশলাতেই ‘বধ’ হাজার সমস‍্যা!

রাম লক্ষণ সেজে দুইজন তীর মেরে তাদের বধ করেন। তারপর থেকে শুরু হয় বিভিন্ন প্রকারের আতশবাজির খেলা। গোটা মাঠ ও চারপাশের আকাশ আতশবাজিতে ভরে যায়। বহু মানুষ এই দশেরা উৎসবের আতশবাজি পোড়ানো দেখতে ভিড় করেন।

হরষিত সিংহ