এবার আরও ভয়ঙ্কর দিঘা! পুজো মিটতেই তুলকালাম কাণ্ড, যা ঘটে গেল...,

Digha: এবার আরও ভয়ঙ্কর দিঘা! পুজো মিটতেই তুলকালাম কাণ্ড, যা ঘটে গেল, জানলে আঁতকে উঠবেন আপনিও

পুজোর পর দিঘায় অবাক করা দৃশ্য! আর এতেই খুশির জোয়ার দিঘা জুড়ে। পুজোর পরই হাসি ফুটল দিঘার হোটেল ব্যবসায়ী থেকে সাধারণ দোকানদারদের মনে। পূর্ব মেদিনীপুর জেলা তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন নগরী দিঘায় এবার পুজোয় হাল বেহাল ছিল সৈকতের পর্যটন ব্যবসার।
পুজোর পর দিঘায় অবাক করা দৃশ্য! আর এতেই খুশির জোয়ার দিঘা জুড়ে। পুজোর পরই হাসি ফুটল দিঘার হোটেল ব্যবসায়ী থেকে সাধারণ দোকানদারদের মনে। পূর্ব মেদিনীপুর জেলা তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন নগরী দিঘায় এবার পুজোয় হাল বেহাল ছিল সৈকতের পর্যটন ব্যবসার।
কিন্তু দুর্গাপুজোর শেষ লগ্নে বা দুর্গাপুজোর পর চেনা মেজাজে ধরা পড়ল সমুদ্র সৈকত নগরী।বন্যা পরিস্থিতির জন্য এবার উৎসব আবহে ভাটা গোটা বাংলায়। তার আঁচ পড়েছিল রাজ্যের পর্যটন ব্যবসায়। পুজোর মুখে তেমন বুকিং না পেয়ে হতাশ দিঘার হোটেল ব্যবসায়ীরা।
কিন্তু দুর্গাপুজোর শেষ লগ্নে বা দুর্গাপুজোর পর চেনা মেজাজে ধরা পড়ল সমুদ্র সৈকত নগরী।বন্যা পরিস্থিতির জন্য এবার উৎসব আবহে ভাটা গোটা বাংলায়। তার আঁচ পড়েছিল রাজ্যের পর্যটন ব্যবসায়। পুজোর মুখে তেমন বুকিং না পেয়ে হতাশ দিঘার হোটেল ব্যবসায়ীরা।
পুজোর প্রথম দু-তিন দিন এবার দিঘা প্রায় ফাঁকা ছিল। কিন্তু দশমীর দিন থেকে চিত্রটা বদলে যায়। শনিবার থেকে বহু পর্যটক দিঘায় এসেছে। শুধু শনিবার নয় শনি রবি পেরিয়ে সোমবারও দিঘায় পর্যটকের ভিড়। হোটেল ব্যবসায়ীরা মনে করছেন আগামী কয়েক দিন বা চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এই ভিড় দিঘায় বজায় থাকবে। আর তাতেই দিঘা জুড়ে খুশির হাওয়া।
পুজোর প্রথম দু-তিন দিন এবার দিঘা প্রায় ফাঁকা ছিল। কিন্তু দশমীর দিন থেকে চিত্রটা বদলে যায়। শনিবার থেকে বহু পর্যটক দিঘায় এসেছে। শুধু শনিবার নয় শনি রবি পেরিয়ে সোমবারও দিঘায় পর্যটকের ভিড়। হোটেল ব্যবসায়ীরা মনে করছেন আগামী কয়েক দিন বা চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এই ভিড় দিঘায় বজায় থাকবে। আর তাতেই দিঘা জুড়ে খুশির হাওয়া।
পর্যটকের ভিড়ে দিঘায় হোটেলের রুম খালি নেই বললেই চলে। পুজোর সময় হোটেল বুকিং সেভাবে না হলেও পুজোর শেষ লগ্নে বা পুজোর শেষে হোটেল বুকিং এ জোয়ার এসেছে। চেনা ছন্দে দিঘায় ফিরতেই খুশি হোটেল ব্যবসায়ীরা।
পর্যটকের ভিড়ে দিঘায় হোটেলের রুম খালি নেই বললেই চলে। পুজোর সময় হোটেল বুকিং সেভাবে না হলেও পুজোর শেষ লগ্নে বা পুজোর শেষে হোটেল বুকিং এ জোয়ার এসেছে। চেনা ছন্দে দিঘায় ফিরতেই খুশি হোটেল ব্যবসায়ীরা।
২০ অক্টোবর পর্যন্ত অফিস আদালত স্কুল,কলেজ বন্ধ। ফলে পুজোর মুখে পর্যটন শিল্পে বেহাল দশা থাকলেও, পুজোর পরে পর্যটনশিল্পে জোয়ার লেগেছে। বহু সংখ্যক মানুষ পুজোর টানা ছুটিতে দিঘায় ভিড় জমিয়েছে, সমুদ্র সৈকতে পর্যটকের তিল ধারনের স্থান নেই। আর তাতেই দিঘার চেনা ভিড় ফিরে এসেছে।
২০ অক্টোবর পর্যন্ত অফিস আদালত স্কুল,কলেজ বন্ধ। ফলে পুজোর মুখে পর্যটন শিল্পে বেহাল দশা থাকলেও, পুজোর পরে পর্যটনশিল্পে জোয়ার লেগেছে। বহু সংখ্যক মানুষ পুজোর টানা ছুটিতে দিঘায় ভিড় জমিয়েছে, সমুদ্র সৈকতে পর্যটকের তিল ধারনের স্থান নেই। আর তাতেই দিঘার চেনা ভিড় ফিরে এসেছে।
এ বিষয়ে দিঘা শংকরপুর হোটেলিয়ার্স এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, 'পুজোর মুখে হোটেল বুকিং সেভাবে ছিল না। কিন্তু দশমীর দিন থেকে চিত্রটা পুরো বদলে গিয়েছে। চেনা ভিড় দেখা গিয়েছে দিঘায়। দিঘার সব হোটেলেই টানা বুকিং রয়েছে। উৎসব পেরিয়ে খুশির মেজাজ দিঘায়!'
এ বিষয়ে দিঘা শংকরপুর হোটেলিয়ার্স এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, ‘পুজোর মুখে হোটেল বুকিং সেভাবে ছিল না। কিন্তু দশমীর দিন থেকে চিত্রটা পুরো বদলে গিয়েছে। চেনা ভিড় দেখা গিয়েছে দিঘায়। দিঘার সব হোটেলেই টানা বুকিং রয়েছে। উৎসব পেরিয়ে খুশির মেজাজ দিঘায়!’
বঙ্গোপসাগরের উপকূলবর্তী দিঘা বর্তমানে শুধু সমুদ্র কেন্দ্রিক পর্যটনকেন্দ্র নয়, এর পাশাপাশি বিনোদনের পসরা সাজিয়ে পর্যটকদের আকৃষ্ট করছে। একাধিক উন্নয়ন মূলক কর্মযজ্ঞের ছোঁয়ায় দিঘা বর্তমানে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র।
বঙ্গোপসাগরের উপকূলবর্তী দিঘা বর্তমানে শুধু সমুদ্র কেন্দ্রিক পর্যটনকেন্দ্র নয়, এর পাশাপাশি বিনোদনের পসরা সাজিয়ে পর্যটকদের আকৃষ্ট করছে। একাধিক উন্নয়ন মূলক কর্মযজ্ঞের ছোঁয়ায় দিঘা বর্তমানে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র।
 চলতি বছর দুর্গাপুজোর দিনগুলিতে দিঘা চেনা ছন্দ অমিল ছিল। কিন্তু পুজোর শেষ লগ্ন বা পুজো পেরিয়ে চেনা ছন্দে দিঘা। দিঘায় ঠাসা পর্যটকের ভিড়ে সতর্ক পুলিশ প্রশাসন।
চলতি বছর দুর্গাপুজোর দিনগুলিতে দিঘা চেনা ছন্দ অমিল ছিল। কিন্তু পুজোর শেষ লগ্ন বা পুজো পেরিয়ে চেনা ছন্দে দিঘা। দিঘায় ঠাসা পর্যটকের ভিড়ে সতর্ক পুলিশ প্রশাসন।