জেরার মুখে ইডি।

RG Kar Case- Sandip Ghosh: ফের ইডির মুখোমুখি সন্দীপ! নজরে আর কে? আরজি কর দুর্নীতি কাণ্ডে বিরাট আপডেট

আরজি করের দুর্নীতি মামলার তদন্তে আবার ইডির জেরার মুখে সন্দীপ ঘোষ। মঙ্গলবার আরজি কর দুর্নীতি কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত সন্দীপ ঘোষকে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে যায় ইডির একটি দল। প্রতীকী ছবি।
আরজি করের দুর্নীতি মামলার তদন্তে আবার ইডির জেরার মুখে সন্দীপ ঘোষ। মঙ্গলবার আরজি কর দুর্নীতি কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত সন্দীপ ঘোষকে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে যায় ইডির একটি দল। প্রতীকী ছবি।
সন্দীপ ঘোষকে জেরার জন্য কিছু নিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে ঢোকে ইডি। সেই সঙ্গে টেট দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শিলকে জেরা করার জন্যও প্রেসিডেন্সি জেলে সিবিআইয়ের বিশেষ দল আসে প্রেসিডেন্সি সংশোধনাগারে। প্রতীকী ছবি।
সন্দীপ ঘোষকে জেরার জন্য কিছু নিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে ঢোকে ইডি। সেই সঙ্গে টেট দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শিলকে জেরা করার জন্যও প্রেসিডেন্সি জেলে সিবিআইয়ের বিশেষ দল আসে প্রেসিডেন্সি সংশোধনাগারে। প্রতীকী ছবি।
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবিও এসেছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। এর ফলে দুর্নীতি নিয়ে নতুন কোনও তথ্য প্রকাশ্যে আসে কি না সেটাই দেখার। প্রতীকী ছবি।
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবিও এসেছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। এর ফলে দুর্নীতি নিয়ে নতুন কোনও তথ্য প্রকাশ্যে আসে কি না সেটাই দেখার। প্রতীকী ছবি।
নজরে আশিস পাণ্ডের একাধিক UPI লেনদেন। আরজি কর দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে সিবিআই নজরে থাকা এই আশিস পাণ্ডে! তাঁর UPI লেনদেন ঘিরে এবার বিস্ফোরক দাবি সিবিআই-এর। তদন্তে দাবি করা হচ্ছে, ঘুষের টাকার এসেছে UPI লেনদেনের মাধ্যমেই। প্রতীকী ছবি।
নজরে আশিস পাণ্ডের একাধিক UPI লেনদেন। আরজি কর দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে সিবিআই নজরে থাকা এই আশিস পাণ্ডে! তাঁর UPI লেনদেন ঘিরে এবার বিস্ফোরক দাবি সিবিআই-এর। তদন্তে দাবি করা হচ্ছে, ঘুষের টাকার এসেছে UPI লেনদেনের মাধ্যমেই। প্রতীকী ছবি।
তদন্তে এখনও পর্যন্ত জানা গিয়েছে যে ইতিমধ্যেই গ্রেফতার আশিস পাণ্ডের আরজি কর দুর্নীতি মামলার অন্যতম মূল অভিযুক্তদের সঙ্গে গভীর যোগসাজশ ছিল। অন্তত তেমনই দাবি সিবিআই সূত্রে। প্রতীকী ছবি।
তদন্তে এখনও পর্যন্ত জানা গিয়েছে যে ইতিমধ্যেই গ্রেফতার আশিস পাণ্ডের আরজি কর দুর্নীতি মামলার অন্যতম মূল অভিযুক্তদের সঙ্গে গভীর যোগসাজশ ছিল। অন্তত তেমনই দাবি সিবিআই সূত্রে। প্রতীকী ছবি।