বেলুগা এক্সএল

Aeroplane: দীর্ঘ পথ পাড়ি, মাঝে একটু ‘রেস্ট’…ফের কলকাতায় ‘সাদা তিমি’! বিমানবন্দরে বেলুগা এক্সএল

ফিরতি পথে রাতে কলকাতা বিমানবন্দরে রেস্ট দীর্ঘাকৃতির এই আকাশের সাদা তিমির! আবারও কলকাতায় বেলুগা
ফিরতি পথে রাতে কলকাতা বিমানবন্দরে রেস্ট দীর্ঘাকৃতির এই আকাশের সাদা তিমির! আবারও কলকাতায় বেলুগা।
চীন থেকে ফিরতি পথে এই আকাশের সাদা তিমি রাতে বিশ্রামের জন্য বেছে নিয়েছে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কেই। মঙ্গলবার ই আবার গন্তব্য বাহরিনে উড়ে যাবে সে
চীন থেকে ফিরতি পথে এই আকাশের সাদা তিমি রাতে বিশ্রামের জন্য বেছে নিয়েছে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকেই। মঙ্গলবারই  আবার গন্তব্য বাহরিনে উড়ে যাবে এই বিশালাকার বিমান।
দিনকয়েক আগেই প্রথমবার কলকাতা বিমানবন্দরে নেমেছিল বেলুগা এক্সএল। পূর্ব ভারতে কলকাতা ছাড়া আর অন্য কোন বিমানবন্দরে এতবড় বিমান নামা সম্ভব নয় বলেও জানা গিয়েছে বিমানবন্দর সূত্রে
দিনকয়েক আগেই প্রথমবার কলকাতা বিমানবন্দরে নেমেছিল বেলুগা এক্সএল। পূর্ব ভারতে কলকাতা ছাড়া আর অন্য কোনও বিমানবন্দরে এতবড় বিমান নামা সম্ভব নয় বলেও জানা গিয়েছে বিমানবন্দর সূত্রে।
নির্দিষ্ট সময় মেনে বিমানচালক ও কর্মীদের বিশ্রামের জন্যই আবারও কলকাতার মাটি ছুলো আকাশের এই সাদা তিমি, সঙ্গে করা হবে জ্বালানি রিফিলিং
নির্দিষ্ট সময় মেনে বিমানচালক ও কর্মীদের বিশ্রামের জন্যই আবারও কলকাতার মাটি ছুঁল আকাশের এই সাদা তিমি, সঙ্গে করা হবে জ্বালানি রিফিলিং।
মূলত বৃহৎ আকৃতির পণ্য পরিবহনের জন্যই ব্যবহার করা হয় এই বিমান বলে জানা গিয়েছে। এটি লম্বায় ৬৩.১ মিটার, মাল বহনের ক্ষমতা ৫১ টন
মূলত বৃহৎ আকৃতির পণ্য পরিবহনের জন্যই ব্যবহার করা হয় এই বিমান বলে জানা গিয়েছে। এটি লম্বায় ৬৩.১ মিটার, মাল বহনের ক্ষমতা ৫১ টন
কলকাতা বিমানবন্দরের পার্কিং বে তে দাঁড়ানো এই আকাশের সাদা তিমিকে দেখতেই এখন ভিড় যাত্রীরা সহ উৎসাহী মানুষদের। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল এই দীর্ঘাকৃতির এয়ারবাস বেলুগা এক্সেলের ছবি
কলকাতা বিমানবন্দরের পার্কিং বে-তে দাঁড়ানো এই আকাশের সাদা তিমিকে দেখতেই এখন ভিড় যাত্রীরা-সহ উৎসাহী মানুষদের। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল এই দীর্ঘাকৃতির এয়ারবাস বেলুগা এক্সেলের ছবি।