প্রযুক্তি WhatsApp Update: ভারতে বিপাকে WhatsApp; এবার কোন সমস্যায় পড়তে চলেছে এই মেসেজিং প্ল্যাটফর্ম ? জানুন Gallery October 17, 2024 Bangla Digital Desk ব্যবহারকারীদের অন্যতম পছন্দের ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। আর ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এই প্ল্যাটফর্মে হামেশাই নিত্যনতুন সব আপডেট আনা হয়। তবে এবার মেটা-র মালিকানাধীন WhatsApp নিয়ে ভারতে রয়েছে খারাপ খবর। আসলে এর প্রিভেসি পলিসি আপডেট সংক্রান্ত বিষয়ে ভারতের কম্পিটিশন ওয়াচডগ দ্বারা সম্ভাব্য নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে WhatsApp। লাইভমিন্ট-এর একটি প্রতিবেদন অনুযায়ী, দেশের অ্যান্টিট্রাস্ট আইন উল্লঙ্ঘনের জন্য একটি আদেশ জারি করতে পারে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই)। WhatsApp-এর প্রিভেসি পলিসি আপডেট নিয়ে কেন সমালোচনা হচ্ছে? ২০২১ সালে WhatsApp ঘোষণা করেছিল একটি প্রিভেসি পলিসি আপডেটের বিষয়ে। আর এই আপডেট পেরেন্ট মেটা (আগে ছিল ফেসবুক)-র সঙ্গে ইউজারদের নির্দিষ্ট কিছু ডেটা শেয়ার করার অনুমতি দেবে WhatsApp-কে। রিপোর্টে বলা হয়েছে যে, সিসিআই-এর সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপের বিতর্কিত আপডেট থেকে এসেছে এবং পরিষেবার শর্তাবলী যা আগে ব্যবহারকারী এবং নিয়ন্ত্রকদের মধ্যে একই ভাবে ব্যাপক সমালোচনা এবং উদ্বেগের জন্ম দিয়েছিল। সিসিআই-এর অভিযোগ: রিপোর্টে নাম নেই এমন কিছু সূত্রের উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে, সিসিআই নির্ধারণ করেছে যে, মেটার সঙ্গে ব্যবহারকারীদের ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত ডেটা বা তথ্য ভাগ করে নেওয়ার WhatsApp-এর প্রচলিত অভ্যাস এটিকে একটি অন্যায্য প্রতিযোগিতামূলক জায়গা প্রদান করে। সিসিআই-এর ডিরেক্টর জেনারেল অফ ইনভেস্টিগেশন (ডিজি) একটি রিপোর্ট পেশ করেছেন। যেখানে বলা হয়েছে যে, WhatsApp এবং এর পেরেন্ট মেটা প্রতিযোগিতা আইনের বিধান লঙ্ঘন করেছে। যা আধিপত্যের অপব্যবহারকে প্রতিরোধ করে। এখানে আরও একটি খসড়া তৈরি করা হয়েছে। যে সংস্থাগুলির বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ উঠবে, তাদের শাস্তি দেওয়ার নির্দেশ রয়েছে এই খসড়ায়। রিপোর্টে আরও বলা হয়েছে যে, খসড়াটি চূড়ান্ত করা হবে এবং দুই সংস্থার কাছে খুব শীঘ্রই পাঠানো হবে। WhatsApp কী বলছে? ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে এক WhatsApp মুখপাত্রর বক্তব্য। WhatsApp-এর ওই মুখপাত্রের বক্তব্য, সিসিআই কার্যধারা বিচারাধীন এবং আমরা এর সম্পর্কে কোনও রকম মন্তব্য করতে পারি না। আর সবথেকে বড় কথা হল, প্রিভেসি পলিসি আপডেট ব্যবহারকারী বেছে নেবেন কি না, তা নিয়ে বিকল্পও দিয়েছে WhatsApp। এমনকী যাঁরা এই আপডেট বেছে নেবেন না, তাঁরা নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে অনায়াসে WhatsApp-এর মাধ্যমে যোগাযোগ রাখতে পারবেন। তাঁদের অ্যাকাউন্ট ডিলিট হওয়া কিংবা কার্যকারিতা হারিয়ে ফেলার কোনও আশঙ্কা তো নেই।