ফলে দাম অনেকটাই কমেছে ইলিশ-সহ অন্যান্য মাছের ৷ বিশেষ করে, বিভিন্ন সাইজের ইলিশ সস্তায় কিনতে ভিড় করছেন ভোজনরসিকরা।

Ilish Price: রকেট গতিতে কমল দাম! তুখোড় স্বাদ-গন্ধ, লক্ষ্মী পুজোয় আরও সস্তা ইলিশ! বাজারের দাম জানুন

*লক্ষ্মী পুজোয় খুশির খবর বাঙালির জন্য লক্ষ্মীর ভোগে থাকুক জোড়া ইলিশ। চড়চড়িয়ে কমল ইলশের দাম। পুজোর দিনে অগ্নিমূল্যের জেরে বাজার করতে গিয়ে বেকায়দায় পড়তে হচ্ছিল মধ্যবিত্তদের। থলে ভরে বাজার তো দূর স্বল্প খানিক বাজার নিয়েই ফিরতে হচ্ছিল বেশির ভাগকেই৷ প্রতিবেদনঃ সুরজিৎ দে। ফাইল ছবি। 
*লক্ষ্মী পুজোয় খুশির খবর বাঙালির জন্য লক্ষ্মীর ভোগে থাকুক জোড়া ইলিশ। চড়চড়িয়ে কমল ইলশের দাম। পুজোর দিনে অগ্নিমূল্যের জেরে বাজার করতে গিয়ে বেকায়দায় পড়তে হচ্ছিল মধ্যবিত্তদের। থলে ভরে বাজার তো দূর স্বল্প খানিক বাজার নিয়েই ফিরতে হচ্ছিল বেশির ভাগকেই৷ প্রতিবেদনঃ সুরজিৎ দে। ফাইল ছবি।
*তবে আজ বাজারে খুশির আমেজ। কমেছে ইলিশের দাম। ইলিশ মাছ এবার সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে এসেছে। বাংলাদেশে সুস্বাদু ইলিশের দাম কেজি প্রতি মাত্র ১৪০০ থেকে ১৫০০ টাকা। ফাইল ছবি। 
*তবে আজ বাজারে খুশির আমেজ। কমেছে ইলিশের দাম। ইলিশ মাছ এবার সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে এসেছে। বাংলাদেশে সুস্বাদু ইলিশের দাম কেজি প্রতি মাত্র ১৪০০ থেকে ১৫০০ টাকা। ফাইল ছবি।
*ডায়মন্ড হারবার ও গুজরাতের ইলিশ কেজি প্রতি বিকোচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। কিন্তু, বাঙালির জন্য এই খবর কেন গুরুত্বপূর্ণ জানেন? লক্ষ্মীপুজোর সময় বহু বাঙালির বাড়িতে জোড়া ইলিশ মাছ খাওয়ার প্রচলন রয়েছে। ফাইল ছবি। 
*ডায়মন্ড হারবার ও গুজরাতের ইলিশ কেজি প্রতি বিকোচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। কিন্তু, বাঙালির জন্য এই খবর কেন গুরুত্বপূর্ণ জানেন? লক্ষ্মীপুজোর সময় বহু বাঙালির বাড়িতে জোড়া ইলিশ মাছ খাওয়ার প্রচলন রয়েছে। ফাইল ছবি।
*কিন্তু, আগের কয়েক দিন ধরে ইলিশের দাম বাড়ার কারণে অনেকেই চিন্তায় পড়ে গিয়েছিল ইলিশপ্রেমি বাঙালি। এবার দাম কমে যাওয়ায় সাধারণ মানুষের পক্ষে ইলিশ হয়েছে সহজলভ্য। এতেই মুখে হাসি ফুটেছে বাঙালির। ফাইল ছবি। 
*কিন্তু, আগের কয়েক দিন ধরে ইলিশের দাম বাড়ার কারণে অনেকেই চিন্তায় পড়ে গিয়েছিল ইলিশপ্রেমি বাঙালি। এবার দাম কমে যাওয়ায় সাধারণ মানুষের পক্ষে ইলিশ হয়েছে সহজলভ্য। এতেই মুখে হাসি ফুটেছে বাঙালির। ফাইল ছবি।
*লক্ষ্মীপুজোর শেষ মুহূর্তের বাজার আজ জমজমাট। এদিন জলপাইগুড়ির দিন বাজারে ঢুকেই চোখে পড়ে জোড়া ইলিশ কিনতে ভিড় সাধারণ মানুষের। বিক্রেতাদের কথায়, দাম খানিকটা কমে যাওয়ায় আজকে ইলিশের দিকেই ঢুকছে অধিকাংশ ক্রেতা। ফাইল ছবি। 
*লক্ষ্মীপুজোর শেষ মুহূর্তের বাজার আজ জমজমাট। এদিন জলপাইগুড়ির দিন বাজারে ঢুকেই চোখে পড়ে জোড়া ইলিশ কিনতে ভিড় সাধারণ মানুষের। বিক্রেতাদের কথায়, দাম খানিকটা কমে যাওয়ায় আজকে ইলিশের দিকেই ঢুকছে অধিকাংশ ক্রেতা। ফাইল ছবি।
*বাংলাদেশের ইলিশের পাশাপাশি ডায়মন্ড হারবার কিংবা গুজরাটের ইলিশও বিকোচ্ছে দেদার। লক্ষ্মী পুজোর আগে ইলিশের দাম কমে যাওয়া বাঙালির জন্য খুবই সুসংবাদ তা বলার অপেক্ষা রাখে না। ফাইল ছবি।
*বাংলাদেশের ইলিশের পাশাপাশি ডায়মন্ড হারবার কিংবা গুজরাটের ইলিশও বিকোচ্ছে দেদার। লক্ষ্মী পুজোর আগে ইলিশের দাম কমে যাওয়া বাঙালির জন্য খুবই সুসংবাদ তা বলার অপেক্ষা রাখে না। ফাইল ছবি।