ফ্যান নাকি লাইট, বিদ্যুৎ বিল প্রতি মাসে বেশি তোলে কে? জানলে অনেক টাকা বাঁচবে

অনেকে এসি চালিয়েই ভাবেন, প্রচুর কারেন্ট পুড়ছে! ফলে মোটা টাকা বিল আসবে। অনেকে আবার ভাবেন, একটানা অনেকটা সময় ফ্যান চালালে বিল আসবে বেশি। কেউ আবার বেশি বিল আসার ভয়ে লাইট বন্ধ করেন ঘন ঘন।
অনেকে এসি চালিয়েই ভাবেন, প্রচুর কারেন্ট পুড়ছে! ফলে মোটা টাকা বিল আসবে। অনেকে আবার ভাবেন, একটানা অনেকটা সময় ফ্যান চালালে বিল আসবে বেশি। কেউ আবার বেশি বিল আসার ভয়ে লাইট বন্ধ করেন ঘন ঘন।
অনেকে ভাবেন,  মোবাইল চার্জ দেওয়ার পর সুইচ বন্ধ করতে ভুললে গেলেও ইলেকট্রিক বিল বেশি আসতে পারে! ইলেকট্রিক বিল নিয়ে অনেকরকম ধারণা আছে ভারতীয়দের মধ্যে।
অনেকে ভাবেন, মোবাইল চার্জ দেওয়ার পর সুইচ বন্ধ করতে ভুললে গেলেও ইলেকট্রিক বিল বেশি আসতে পারে! ইলেকট্রিক বিল নিয়ে অনেকরকম ধারণা আছে ভারতীয়দের মধ্যে।
তবে ফ্যান, লাইট ছাড়াও বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্স রয়েছে যেগুলো প্রচুর বিদ্যুৎ পোড়ায়। আজ আমরা সেগুলোরই নাম বলব।
তবে ফ্যান, লাইট ছাড়াও বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্স রয়েছে যেগুলো প্রচুর বিদ্যুৎ পোড়ায়। আজ আমরা সেগুলোরই নাম বলব।
আমরা সবাই মোটামুটি জানি, বাড়িতে সব থেকে ইলেট্রিসিটি খরচ হয় এসি চালালে। এসি যতটা কম সময় চালাতে পারবেন, ততই কম বিল আসবে। অনেকে এসির সঙ্গে ফ্যান চালান। বিল বাঁচাতে এটাও ভাল ট্রিক।
আমরা সবাই মোটামুটি জানি, বাড়িতে সব থেকে ইলেট্রিসিটি খরচ হয় এসি চালালে। এসি যতটা কম সময় চালাতে পারবেন, ততই কম বিল আসবে। অনেকে এসির সঙ্গে ফ্যান চালান। বিল বাঁচাতে এটাও ভাল ট্রিক।
এসির পর যে হোম অ্যাপ্লায়েন্স পৃথিবীর সর্বত্র ব্যবহার হয় তা হল ওয়াশিং মেশিন। জামা পরিষ্কার এবং শুকোনোর জন্য প্রচুর পরিমাণে শক্তি খরচ করে ওয়াশিং মেশিন। তাই বিদ্যুৎ বিল খরচ কমানোর জন্য ওয়াশিং মেশিন ব্যবহারে নিয়ন্ত্রণ করতে পারেন।
এসির পর যে হোম অ্যাপ্লায়েন্স পৃথিবীর সর্বত্র ব্যবহার হয় তা হল ওয়াশিং মেশিন। জামা পরিষ্কার এবং শুকোনোর জন্য প্রচুর পরিমাণে শক্তি খরচ করে ওয়াশিং মেশিন। তাই বিদ্যুৎ বিল খরচ কমানোর জন্য ওয়াশিং মেশিন ব্যবহারে নিয়ন্ত্রণ করতে পারেন।
মাস শেষে যে মোটা অঙ্কের বিল আসে তার বড় অংশ ফ্রিজের কারণে। তাই ফ্রিজের দরজা সর্বদা ভাল ভাবে বন্ধ করুন। ফ্রিজ প্রস্তুতকারক সংস্থার তরফে যে তাপমাত্রা বলে দেওয়া হয় সেটাই রাখার চেষ্টা করুন।
মাস শেষে যে মোটা অঙ্কের বিল আসে তার বড় অংশ ফ্রিজের কারণে। তাই ফ্রিজের দরজা সর্বদা ভাল ভাবে বন্ধ করুন। ফ্রিজ প্রস্তুতকারক সংস্থার তরফে যে তাপমাত্রা বলে দেওয়া হয় সেটাই রাখার চেষ্টা করুন।
বাড়িতে এলইডি ব্যবহার করলে বিল-এর অঙ্ক অনেকটা কমতে পারে। তবে মনে রাখবেন, লাইটের থেকে ফ্যান বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ করে। ফলে বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখতে ফ্য়ান দীর্ঘ সময় চালানো থেকে বিরত থাকতে হবে।
বাড়িতে এলইডি ব্যবহার করলে বিল-এর অঙ্ক অনেকটা কমতে পারে। তবে মনে রাখবেন, লাইটের থেকে ফ্যান বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ করে। ফলে বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখতে ফ্য়ান দীর্ঘ সময় চালানো থেকে বিরত থাকতে হবে।