বিএসএফের তরফে চলছে প্রশিক্ষণ

Nadia News: মালামাল হবেন এই জিনিস চাষ করেই! সীমান্তে স্বনির্ভর করতে নয়া পদক্ষেপ বিএসএফের

নদিয়া: জেলার ভারত-বাংলাদেশের সীমান্তে ৩২ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে প্রান্তিক পরিবারগুলিকে স্বাবলম্বী করে তুলতে এবার মাশরুম চাষের প্রশিক্ষণ এবং বিনামূল্যে বীজ বিতরণ। শুধু দেশ রক্ষাই নয়, দীর্ঘদিন সীমান্তে রক্ষাকর্তা হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে সীমান্ত লাগোয়া এলাকার পরিবারগুলির সঙ্গে গড়ে উঠেছে আত্মিক সম্পর্ক। তাই কখনও রাস্তার ধারে তাঁদের স্নানের জায়গা ঘিরে দেওয়া কিংবা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ জানানোর মতো যায়। এমনকি জীবন-জীবিকার ক্ষেত্রে কখনও মৌমাছি প্রতিপালনেও তাঁদের উৎসাহিত করার দৃষ্টান্ত উঠে এসেছে। তবে এবার অল্প সময়ে স্বল্প খরচে অত্যন্ত অর্থকারী মাশরুম চাষে তাদের আগ্রহী করতে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে সেনাবাহিনী।

নদিয়া জেলার বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে কাঁদিপুর সীমান্তে এবং টুঙ্গী বিএসএফ ক্যাম্পে বিনামূল্যে এলাকার বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করবার জন্য মাশরুমের বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছেI এই মাশরুম প্রশিক্ষণ শিবির বেশ কিছুদিন ধরে চলছে এই দুই বিএসএফের ক্যাম্পেI এই দুই ক্যাম্পের এলাকার বেকার যুবক-যুবতীরা এই প্রশিক্ষণ নিচ্ছেন প্রতিদিনইI এই প্রশিক্ষণটি বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে I এই ট্রেনিং করবার জন্য ট্রেনার রাখা হয়েছে তারা একটি নির্দিষ্ট সময় মত ট্রেনিং করানো হচ্ছে মহিলা এবং পুরুষদের l

এই প্রশিক্ষণটি দেওয়ার জন্য বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ট্রেনার আনা হয়েছে বিএসএফের পক্ষ থেকেI এলাকার সাধারণ মহিলা থেকে শুরু করে পুরুষরা বেশ আগ্রহের  সঙ্গে এই ট্রেনিং নিচ্ছেন I মাশরুম একটি খুবই ভাল, প্রোটিনযুক্ত খাবার বলে পরিচিত। এবং এই প্রশিক্ষণ নিয়ে এলাকার বেকার যুবক-যুবতির রাও স্বনির্ভর হবে বলে মনে করা হচ্ছে I এই প্রশিক্ষণ শিবিরটি আরও বেশ কিছুদিন চলবে বলে  বিএসএফের সূত্রে জানা গিয়েছে I বিএসএফের এই কর্মকাণ্ডে জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ বেশ খুশি বলে জানাচ্ছেন।

মৈণাক দেবনাথ