দক্ষিণবঙ্গ Tarapith Laxmi Pujo: লক্ষ্মী রূপে পূজিতা মা তারা, মন ভরবে মায়ের অপরূপ সাজে, সরাসরি দর্শন করুন মন্দিরের ভিতরের ছবি Gallery October 16, 2024 Bangla Digital Desk আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে মা তারার আবির্ভাব দিবস। এদিন রাজ রাজেশ্বরী রূপে মায়ের আরাধনা করা হয়। মূল মন্দির থেকে বিরাম মঞ্চে বের করে আনা হয় মায়ের বিগ্রহ। এবছর কোজাগরী লক্ষ্মীপুজো ও তারা মায়ের আর্বিভাব তিথি একই দিনে তাই, আজ মাকে লক্ষ্মী রূপে পুজো করা হল। (রিপোর্টার- অক্ষয় ধীবর) প্রতিবছরের মতো এবছরও মাকে ভোর ৩টের সময় ঘুম ভাঙিয়ে মূল মন্দির থেকে বের করে আনা হয়। স্নানপর্ব শেষে সাজানো হয় রাজ-রাজেশ্বরী রূপে। শক্তিরূপী কালী, দুর্গার পাশাপাশি অন্নপূর্ণা এবং লক্ষ্মীরূপেও পূজিত হন তারা মা। তাই কোজাগরী লক্ষ্মীপুজোর দিন তারাপীঠে লক্ষ্মীরূপেই পূজিত হন দেবী। এদিন তারাপীঠে কারও বাড়িতে লক্ষ্মীপুজো হয় না। এলাকাবাসী তারাপীঠ মন্দিরেই লক্ষ্মীরূপী তারা মায়ের পুজো দেন।এলাকার সকলে তারাপীঠ মন্দিরেই লক্ষ্মীরূপী তারা মা-কে পুজো দিতে ভিড় জমান। মা তারাকে আজ কোনরকম ভোগ নিবেদন হয় না দুপুরে, রাতে খিচুড়ি ভোগ নিবেদন করা হয়, পাঁচ রকম ভাজা, শোল মাছ পোড়া, বলিদানের মাংস ,কারণ বারি, থাতে ৫ রকম মিষ্টি৷