পুরুলিয়া : দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই বঙ্গবাসী মেতে উঠেছে ধনদেবীর আরাধনায়। তাই একেবারে শেষ মুহূর্তে শিল্পীরা ব্যস্ত প্রতিমা রপ্তানিতে। পুরুলিয়া জেলা জুড়ে তৈরি হয়েছে একাধিক লক্ষ্মীমূর্তি তারই মধ্যে পুরুলিয়ার বলরামপুরের শিল্পীদের তৈরি মূর্তি পাড়ি দিচ্ছে ভিন জেলা সহ ভিন রাজ্যে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তাদের। তাই নাওয়া-খাওয়া ভুলে লক্ষ্মী মূর্তি প্রস্তুত করতে ব্যস্ত পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত রাঙ্গাডি গ্রামের মৃৎ শিল্পীরা।
বরাবরই তাদের হাতে তৈরি মূর্তি ভিন্ন রাজ্যে পাড়ি দেয়। বিগত বছরের তুলনায় এবছর বরাত খানিকটা কমেছে তাদের। কিন্তু কোনও অংশেই ব্যস্ততা কমেনি। এবছরও কয়েক হাজার লক্ষ্মী মূর্তি তারা পাঠিয়েছেন ঝারখান্ড , উড়িষ্যা, বিহার সহ অন্যান্য রাজ্যে। তাদের তৈরিমূর্তির যথেষ্ট চাহিদা রয়েছে সর্বত্র। তবে আগের তুলনায় বরাত অনেকটাই কমে গিয়েছে তাদের।
আরও পড়ুন : এই চাষ করেই বিরাট ‘মালামাল’, সামান্য বিনিয়োগেই ডবল-এর বেশি লাভ, মাসে হাজার হাজার টাকা আয়
এ বিষয়ে এক মৃৎশিল্পী পূর্ণ কুমার বলেন, আগের থেকে অর্ডার অনেকটা কমেছে। তবুও তারা যতখানি পারছেন মূর্তি তৈরি করে চলেছেন। একেবারে শেষ মুহূর্তে রপ্তানিতে ব্যস্ত তারা। তাদের তৈরি মূর্তি আঞ্চলিক বাজারগুলির পাশাপাশি ভিন রাজ্যেও যথেষ্ট চাহিদা রয়েছে। এ বছর তারা প্রায় সাত হাজার লক্ষ্মী মূর্তি তৈরি করেছেন। আগে আরও অনেক বেশি মূর্তি তৈরি করতে হত।
আরও পড়ুন : MBA চাওয়ালার পর এবার BCom চাটওয়ালা! সোশ্যাল মিডিয়াই দেখাল পথ, ছাড়লেন চাকরি!
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এইতেরো পার্বণের অন্যতম হল কোজাগরি লক্ষ্মীপুজো। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি ঘরেই এই দিন লক্ষ্মী দেবীর আরাধনায় মেতে ওঠেন সকল শ্রেণীর মানুষেরা। এই পুজোকে ঘিরে চলে নানান প্রস্তুতি। মেতে উঠেছে জেলা পুরুলিয়াবাসীও।
শর্মিষ্ঠা ব্যানার্জি