পাঁচমিশালি Knowledge Story: ৯৯% মানুষ এই উত্তর দিতে পারেননি, আপনি কি জানেন কোন ফল নিয়ে বিমানে উঠলে জরিমানা হতে পারে? Gallery October 16, 2024 Bangla Digital Desk আমরা সকলেই বেড়াতে ভালবাসি। শখের বসে অথবা প্রয়োজনের তাগিদে ভ্রমণ আমাদের জীবনের সঙ্গে জড়িত। ভ্রমণের একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে আকাশপথ। তবে বিমানে ভ্রমণের নিরাপত্তার জন্য রয়েছে কিছু বিধিনিষেধ। সেগুলি না জানলে পড়তে বড় মুশকিলে। চেকিংয়ের সময় সেই সব জিনিস বের করে ফেলে দিতে হয়। ফলে নিয়ম জানা জরুরি। বিশেষ করে বিমানে ভ্রমণের সময় লাগেজ নেওয়ার ক্ষেত্রে শর্ত জুড়ে দেয় এয়ারলাইন্স কোম্পানিগুলো। ফ্লাইটে ভ্রমণ করতে গেলে সেই সকল নিয়মকানুন রয়েছে যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। শুধু তাই নয়, বিভিন্ন চাকরির পরীক্ষা, যেমন– এসএসসি, ব্যাঙ্কিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময়ও এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বিমান সম্পর্কিত প্রশ্নে এটি খুবই জনপ্রিয় প্রশ্ন যে, কোন কোন জিনিস নিয়ে বিমানে ওঠা যায় না। এরোপ্লেনে চড়তে গেলে সঙ্গে বেশ কিছু জিনিস সঙ্গে রাখা যায় না। ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র, দাহ্য পদার্থ-সহ একাধিক জিনিসপত্র সঙ্গে নিয়ে প্লেনে ওঠা যায় না। আর কোন ফল? একেবারেই সুপরিচিত এই ফল। বেশিরভাগই খেতে ভালবাসেন। তা সত্ত্বেও কেন এই ফল নিয়ে প্লেনে ওঠা যায় না? ৯৯ শতাংশ মানুষই এই উত্তর দিতে অপারগ। বিভিন্ন লেখা-আর্টিকল, গুগলের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, নারকেল নিয়ে বিমানে ওঠা যায় না। এর একটি বড় কারণ হল নারকেলের তেলের কারণে এটিকে তেলের দাহ্য পদার্থের তালিকায় ফেলা হয়। ফলে নারকেল থাকলে বিমানে উঠতে দেবে না।