পৃথিবীর সব থেকে সরু গলি আছে কলকাতায়! জানেন ঠিকানাটা? একদম চেনা জায়গায়

আমাদের সবার প্রিয় শহর কলকাতায় এমন অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। এই যেমন ধরুন, কলকাতায় যে পৃথিবীর সবচেয়ে সরু গলি রয়েছে, তা কি জানতেন!
আমাদের সবার প্রিয় শহর কলকাতায় এমন অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। এই যেমন ধরুন, কলকাতায় যে পৃথিবীর সবচেয়ে সরু গলি রয়েছে, তা কি জানতেন!
আজ আমরা আপনাদের কলকাতার এমনই এক গলির কথা বলব যা পৃথিবীর সব থেকে সরু গলি বলে দাবি করা হচ্ছে। আর এই গলি রয়েছে আমাদের চেনাএকটি জায়গায়। আমরা অনেকেই সেই জায়গাচা চিনি।
আজ আমরা আপনাদের কলকাতার এমনই এক গলির কথা বলব যা পৃথিবীর সব থেকে সরু গলি বলে দাবি করা হচ্ছে। আর এই গলি রয়েছে আমাদের চেনাএকটি জায়গায়। আমরা অনেকেই সেই জায়গাচা চিনি।
কলকাতার এই গলির সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। গলিটি এতটাই সরু যে আপনি সেখান দিয়ে সাইকেল নিয়েও যেতে পারবেন না। এমনকী গলিতে ঢুকলে আপনার দম বন্ধও হয়ে আসতে পারে।
কলকাতার এই গলির সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। গলিটি এতটাই সরু যে আপনি সেখান দিয়ে সাইকেল নিয়েও যেতে পারবেন না। এমনকী গলিতে ঢুকলে আপনার দম বন্ধও হয়ে আসতে পারে।
একসঙ্গে ২ জন মানুষ সেই গলি দিয়ে হাঁটতে পারবেন না। এমনকী একটু বড়সড় চেহারার কোনও মানুষের পক্ষে সেই গলি দিয়ে হাঁটাচলা করতে রীতিমতো কসরত করতে হবে। গলির ওপাশ দিয়ে কেউ চলে এলে এপাশ দিয়ে যাওয়া মানুষকে ফিরে এসে গলির মুখে দাঁড়িয়ে জায়গা ছাড়তে হবে।
একসঙ্গে ২ জন মানুষ সেই গলি দিয়ে হাঁটতে পারবেন না। এমনকী একটু বড়সড় চেহারার কোনও মানুষের পক্ষে সেই গলি দিয়ে হাঁটাচলা করতে রীতিমতো কসরত করতে হবে। গলির ওপাশ দিয়ে কেউ চলে এলে এপাশ দিয়ে যাওয়া মানুষকে ফিরে এসে গলির মুখে দাঁড়িয়ে জায়গা ছাড়তে হবে।
জানা যায়, চলাচলে সুবিধা করার জন্য ওই এলাকার মানুষ মুখে আওয়াজ করে সেই গলি দিয়ে যাতায়াত করতেন। এখনও কিন্তু বহু মানুষ সেই সরু গলি ব্যবহার করে এক পাড়া থেকে আরেক পাড়ায় যান।
জানা যায়, চলাচলে সুবিধা করার জন্য ওই এলাকার মানুষ মুখে আওয়াজ করে সেই গলি দিয়ে যাতায়াত করতেন। এখনও কিন্তু বহু মানুষ সেই সরু গলি ব্যবহার করে এক পাড়া থেকে আরেক পাড়ায় যান।
এবার বলা যাক ঠিকানাটা। এনআরএস হাসপাতালের উল্টোদিকে নবীন সেন লেনে রয়েছে এই গলি। ওই লেন দিয়ে ঢুকলে গলি পড়বে বাঁদিকে।
এবার বলা যাক ঠিকানাটা। এনআরএস হাসপাতালের উল্টোদিকে নবীন সেন লেনে রয়েছে এই গলি। ওই লেন দিয়ে ঢুকলে গলি পড়বে বাঁদিকে।
গোমস লেন ও শাঁখারি পাড়া লেনকে কানেক্ট করে এই গলি। জানা যায়, একটা সময় স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালানোর জন্য এই গলি ব্যবহার করতেন।
গোমস লেন ও শাঁখারি পাড়া লেনকে কানেক্ট করে এই গলি। জানা যায়, একটা সময় স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালানোর জন্য এই গলি ব্যবহার করতেন।