ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ছয় কেন্দ্রের উপনির্বাচনে কৌশলী বঙ্গ বিজেপি! প্রচারে বিজেপি আরজি কর ইস্যুকে মূল ‘হাতিয়ার’ করে তৃণমূলের মহিলা ভোট ব্যাঙ্কে থাবা বসাতে চাইছে। আরজি করের পাশাপাশি সাম্প্রতিককালে ঘটে যাওয়া নারী নির্যাতনের অভিযোগ তুলে ধরে আগামী সপ্তাহ থেকে বিশেষ প্রচারাভিযানের পাশাপাশি সাংগঠনিক বৈঠকে জোর দিতে চাইছে পদ্ম শিবির। দলের মহিলা মোর্চাকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিল বিজেপি রাজ্য কমিটি বলে সূত্রের খবর।
উপনির্বাচনের দিনক্ষণ সামনে আসতেই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। আসন্ন উপ নির্বাচনকে সামনে রেখে সুনীল বনসল মঙ্গল পাণ্ডে-সহ অন্যান্য কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে রাজ্য বিজেপির বিভিন্ন পদাধিকারীরা মঙ্গলবার বিজেপির সল্টলেক অফিসে একটি প্রস্তুতি বৈঠকও সেরে ফেলেছেন। এই বৈঠকে মনোজ টিগগা, রাজু বিস্তা, অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, অমিত মালব্য, দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন– কী থেকে তৈরি হয় কর্পূর? এত দাহ্য কেন? এর ইতিহাস জানলে চমকে যাবেন আপনিও
বলা বাহুল্য, আগামী ১৩ নভেম্বর উপ নির্বাচন হবে রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রে। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট এবং সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে। আরজি কর ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই নির্বাচন ঘিরে তাই কোমর বেঁধে মাঠে নামছে শাসক দল তৃণমূল কংগ্রেস। শাসক দলকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।