Tag Archives: By Election

By Election 2024: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ, কমিশনকে চিঠি তৃণমূলের

কলকাতা: এবার বিধানসভা উপনির্বাচনে কমিশনে যাওয়ার হুড়োহুড়ি বিজেপি তৃণমূলে। কিছুদিন আগেই তৃণমূলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এবার বিজেপির বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে কমিশনে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ যেহেতু ১৫ অক্টোবর থেকে নির্বাচনী বিধি চালু হয়ে গিয়েছে। এরইমধ্যে গত রবিবার অমিত শাহ কলকাতায় এসে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। অমিত শাহের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের এই অভিযোগ তুলেই মুখ্য নির্বাচনী আধিকারীরককে চিঠি লিখলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

আরও পড়ুন: কালীপুজোতেও বৃষ্টি…? আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে! ভিজবে কলকাতা? বড় আপডেট দিল আলিপুর

উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই এর আগে আবাস যোজনার সমীক্ষা নিয়ে কমিশনে যায় বিজেপি। প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ৷ ১৩ নভেম্বর রাজ্যে উপনির্বাচন ৷ প্রার্থী তালিকাও প্রকাশ হতে শুরু করেছে ৷ এরই মাঝে বিজেপির পক্ষ থেকে দাবি ওঠে, উপনির্বাচনের প্রস্তুতি পর্ব চলাকালীন বাংলায় বন্ধ রাখা হোক রাজ্য সরকারের রুরাল হাউজিং স্কিমের কাজ । বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল, রাজ্যে ছ’টি বিধানসভা কেন্দ্র অর্থাৎ সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালড্যারায় বন্ধ রাখা হোক বাড়ি বাড়ি গিয়ে এই সমীক্ষা ও যাচাইয়ের কাজ। সেই দাবি মেনে নেয় জাতীয় নির্বাচন কমিশন। বিধানসভা উপনির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের আবাস যোজনার সমীক্ষার কাজ বন্ধ রাখার নির্দেশ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নির্বাচন কমিশন।

Left Front Candidate List: ৬ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা, চমক দিল বামেরা! কে কোথায় প্রার্থী, জানুন

কলকাতা: রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। আগামী ১৩ নভেম্বর এই ৬ বিধানসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা৷ শনিবারই ওই ৬ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি, রবিবার করেছিল তৃণমূল। আর সোমবার বামফ্রন্ট ৬ আসনেই প্রার্থী দেওয়ায় স্পষ্ট হয়ে গেল, কংগ্রেসের সঙ্গে কোনও জোট হয়নি বামেদের। আরজি কর কাণ্ডের আবহে এই ৬ কেন্দ্রের উপনির্বাচন তৃণমূলের কাছে রীতিমতো অ্যাসিড টেস্ট হতে চলেছে, তেমনই বামেদের কাছে যাচাইয়ের, আরজি কর কাণ্ডকে ঘিরে তাদের লাগাতার আন্দোলনে জনগণের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা বাড়ল কিনা।

প্রার্থী তালিকা অনুযায়ী, সিতাই থেকে ফরোয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মাকে প্রার্থী করল বামেরা। মাদারিহাট থেকে প্রার্থী হয়েছেন আরএসপি-র পদম ওঁরাও, নৈহাটি থেকে প্রার্থী সিপিআই(এল) লিবারেশনের দেবজ্যোতি মজুমদার। মেদিনীপুর থেকে প্রার্থী সিপিআই-এর মণিকুন্তল খামরুই, তালডাংড়া থেকে প্রার্থী সিপিআইএম-এর দেবকান্তি মহান্তি।

আরও পড়ুন: ৩৯ দিন পর সেই নবান্নতেই বৈঠক, শুরুতেই চমকে দিলেন মমতা! দাবি ছাড়াই যা ‘মেনে’ নিলেন…

এদিকে, সিতাই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে সঙ্গীতা রায়কে, মাদারিহাট থেকে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো, তালডাংড়া থেকে প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, মেদিনীপুর থেকে প্রার্থী সুজয় হাজরা, হাড়োয়া থেকে প্রার্থী শেখ রাবিউল ইসলাম, নৈহাটি থেকে প্রার্থী সনৎ দে।

ছটি কেন্দ্রের মধ্যে মাদারিহাটে বিজেপি প্রার্থী হচ্ছেন রাহুল লোহার৷ সিতাইয়ে বিজেপি প্রার্থী দীপককুমার রায়, নৈহাটিতে বিজেপি প্রার্থী রূপক মিত্র৷ হাড়োয়ার বিজেপি প্রার্থী বিমল দাস, মেদিনীপুরে শুভজিৎ রায় এবং তালডাংড়ায় বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী৷ ছটি কেন্দ্রেই মূলত নতুন মুখেদের উপরেই ভরসা রেখেছে তৃণমূল, বিজেপি এমনকী বামেরাও।

TMC Joining: উপনির্বাচনের আগেই তৃণমূলে বড় যোগদান! ভাঙল বিজেপি, কে এমন যোগ দিলেন শাসক দলে?

আলিপুরদুয়ার: প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা জন বার্লার বোন মেরিনা কুজুর যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার শাসক দলের বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল নাগরাকাটায়। সেখানেই আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন মেরিনা।

উল্লেখ্য, জন বার্লার বোন এতদিন জলপাইগুড়ির এসটি মোর্চার জেলা সভাপতি ছিলেন। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সুলকাপাড়া এলাকা থেকে বিজেপির টিকিটে নির্বাচিত হন মেরিনা। বিজেপির অন্দরে গুঞ্জন ছিল, এই উপনির্বাচনে বিজেপির থেকে টিকিট পাবেন বলে আশা করেছিলেন মেরিনা। কিন্তু টিকিট না পেতেই তৃণমূলে যোগ দিলেন তিনি। লোকসভা ভোটে জন বার্লাকেও টিকিট দেয়নি বিজেপি।

আরও পড়ুন: তেঁতুল মোটেই পছন্দ না? একটু খেলেই সুগার আর কোলেস্টেরলে কী হয়, জানলে আজই কিনে আনবেন

মেরিনা অবশ্য দাবি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ দেখেই তিনি তৃণমূলে যোগ দিলেন। বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, দল থেকে এতদিনে তিনি কোনও সহযোগিতা পাননি। এদিকে এই সিদ্ধান্তের সঙ্গে তাঁর দাদা জন বার্লার কোনও যোগ নেই বলে স্পষ্ট করেছেন মেরিনা।

আগামী ১৩ নভেম্বর বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের অন্যতম দুই কেন্দ্র হল – সিতাই, মাদারিহাট। উত্তরবঙ্গে বিজেপির মাটি শক্ত থাকলেও গত বিধানসভা ভোটে সেখানে থাবা বসিয়েছিল তৃণমূল।

TMC Target: উপনির্বাচনে বুথ ভিত্তিক টার্গেট স্থির তৃণমূলের, শাসক দলের লক্ষ্য কী? জেনে নিন

আবীর ঘোষাল, কলকাতা: উপনির্বাচনে বুথ ভিত্তিক টার্গেট স্থির করল তৃণমূল কংগ্রেস। প্রতি বুথে ৫১ শতাংশ ভোট পেতেই হবে, এই লক্ষ্যে ঝাঁপাচ্ছে শাসক দল। গত লোকসভা নির্বাচনে বুথের দায়িত্বপ্রাপ্ত নেতাদের থেকে রিপোর্ট আগেই নিয়েছে শাসক দল। সেই রিপোর্ট মোতাবেক কৌশলী তৃণমূল কংগ্রেস।

মাদারিহাটে প্রতি গ্রাম পঞ্চায়েতে একজন করে নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এই বিধানসভার ভোটে ফ্যাক্টর চা-বাগান। তাই বাগানে শ্রমিক মহল্লায় প্রচারে জোর দিতে বলা হয়েছে। মাদারিহাটে মনোজ টিগগা পরিচিত নেতা। বিজেপির সাংগঠনিক দক্ষতাও এখানে/এই জেলায় ভাল।তাই সাধারণ মানুষের কাছে পরিচিত এমন নেতাদের ভোটের কাছে এই কেন্দ্রে বেশি করে ব্যবহার করবে শাসক দল।

আরও পড়ুন– একাধিক ব্লকে কর্মসূচি, বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগে নামছে তৃণমূল কংগ্রেস

সিতাইয়ে ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা এই অঞ্চলে জগদীশ বসুনিয়া পরিচিত। সাংসদ নির্বাচিত হয়ে গেলেও এলাকায় তিনিই গুরুত্বপূর্ণ মুখ। ফলে ভোটের কৌশলে তিনি মুখ্য ভূমিকা নিচ্ছেন। লোকসভা ভোটের পরে কোচবিহার জেলাতেই সবচেয়ে বেশি বিজেপি শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ঘটনা ঘটেছে।

মেদিনীপুরে পুর এলাকায় নিজেদের ভোট বাড়াতে চায় শাসক দল। তাই বুথ পিছু পুর উন্নয়নের ফিরিস্তি নিয়ে প্রচারে যাবে শাসক দল। গ্রামীণ এলাকার বুথেও লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার করবে তারা। একই পদ্ধতি তালড্যাংরার বুথেও নিচ্ছে শাসক দল। সাংসদ তথা জেলা সভাপতি অরুপ চক্রবর্তী বিশেষ দায়িত্বে আছেন। পাশাপাশি বুথ স্তরে প্রতিদিন দু’বেলা করে বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আরজি কর আবহে শহর থেকে কাছের ভোট নৈহাটিতে। এই ভোটে পুর এলাকার ভোট ফ্যাক্টর।

আরও পড়ুন– শুধু এই কাজ করতে হবে সলমন খানকে, তাহলেই কি ক্ষমা করে দেবে বিষ্ণোই সমাজ? জানিয়ে দিল বিষ্ণোই মহাসভা

তবে এখানেও বুথ ভিত্তিক সংগঠন ২০২৪ লোকসভা ভোটে সাফল্য দিয়েছিল শাসক দলকে। সেই বুথে বুথেই প্রচারে যাচ্ছে তারা। অশান্তি বন্ধ আর পরিষেবা যথাযথ হাতিয়ার এই দুটো ইস্যু। হাড়োয়াতেও বুথ ধরে ধরে প্রচারে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপনির্বাচন হতে চলা বিধানসভাগুলির যে সব বুথে লোকসভা নির্বাচনে ভোট কম পেয়েছে শাসক দল সেখানেই বেশি করে প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে।

West Bengal By Election: হাইভোল্টেজ মেদিনীপুরে ফের বিধানসভা উপনির্বাচন! জুন মালিয়ার জায়গায় এবার কে প্রার্থী?

পশ্চিম মেদিনীপুর: ফের মেদিনীপুরে নির্বাচন। কয়েক মাসের মধ্যে ফের ভোট দেবেন মেদিনীপুর বিধানসভার মানুষ। সেই প্রস্তুতি তুঙ্গে। শিয়রে বিধানসভা উপ নির্বাচন। মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন ১৩ নভেম্বর। স্বাভাবিকভাবে আদর্শ আচরণবিধি লাগু হতে চলেছে ১৮ অক্টোবর থেকে। তৎপরতা শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল থেকে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন। বর্তমান সাংসদ জুন মালিয়ার জয়ী প্রাক্তন বিধানসভা আসনে নির্বাচন হবে আগামী মাসে। দিন ঘোষণা হতেই কোমর বেঁধে নেমে পড়েছে সব রাজনৈতিক দল।

প্রসঙ্গত লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা থেকে নির্বাচিত হয়েছে মেদিনীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক জুন মালিয়া। স্বাভাবিকভাবেই বিধানসভা উপ নির্বাচন মেদিনীপুর সহ রাজ্যের ৬টি এবং দেশের ৪৮টি বিধানসভায় অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় নির্বাচন কমিশন। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের আসনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে টক্কর দিয়েছেন তারকা প্রার্থী জুন মালিয়া। লোকসভা নির্বাচনে ভালো সংখ্যক ভোটে জিতে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন জুন মালিয়া। স্বাভাবিকভাবে তাঁর জয়ী বিধানসভা কেন্দ্র মেদিনীপুর থেকে তাকে ইস্তফা দিতে হয়েছে। তাই ফের মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী এক মাসের মধ্যে।

নির্বাচন কমিশনের তরফে দিন ধার্য হওয়ার পরেই ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে প্রার্থী পদনিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কে লড়বেন সীমিত সময়ের জন্য, তা নিয়ে বারংবার বৈঠক করছে শাসক থেকে বিরোধীরা। মুখ্যমন্ত্রী নির্দেশে তারকা প্রার্থী হিসেবে বিধানসভা নির্বাচনে ভোটে লড়ে মেদিনীপুর আসনে জয় পেয়েছিলেন জুন মালিয়া। তবে ফের তাকে সাংসদ পদে মেদিনীপুর লোকসভা আসনে মনোনীত করে শাসক দল তৃণমূল। সেখানেও প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছিলেন তিনি। এবার সেই হাই ভোল্টেজ আসনে নির্বাচন।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে বিরাট মোড়! ৫ জনকে সিবিআই তলব! কারা তারা? শুনে চমকে যাবেন

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, ১৮ অক্টোবর প্রকাশিত হবে গেজেট নোটিফিকেশন। এরপর মেদিনীপুর বিধানসভা কেন্দ্র জুড়ে লাগু হবে আচরণবিধি। ১৮ অক্টোবর থেকে ২৫অক্টোবর এর মধ্যে হবে মনোনয়ন পর্ব। স্বাভাবিকভাবে শাসক এবং বিরোধী দলে কারা ভোটে লড়বে তার দিকে তাকিয়ে রয়েছে জেলার মানুষ।

রঞ্জন চন্দ

West Bengal By Election: বাঁকুড়ায় ফের বিধানসভা উপনির্বাচন! কে কে হবেন প্রার্থী? তুঙ্গে জল্পনা! বাজল দামামা

বাঁকুড়া: বাঁকুড়া জেলায় আবার ভোট। বাঁকুড়া লোকসভার নির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী, বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কারণে বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভায় ভোট গ্রহণ করা হবে ১৩ নভেম্বর এবং ভোট গণনা হবে ২৩ নভেম্বর। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৮অক্টোবর, শুক্রবার গেজেট নোটিফিকেশন প্রকাশ হবে।

উৎসবের রেশ কাটতে না কাটতেই নির্বাচনের দামামা বাজল বাঁকুড়া জেলার তালডাংরায়। এই বিধানসভার উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি অনুসারে দেশের ৪৮ টি বিধানসভা ও ২ টি লোকসভা ক্ষেত্রের উপনির্বাচনের দিন- ক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভায় ভোট গ্রহণ করা হবে ১৩ নভেম্বর এবং ভোট গণনা হবে ২৩নভেম্বর। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৮ অক্টোবর, শুক্রবার গেজেট নোটিফিকেশন প্রকাশ হবে এবং মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ধার্য্য করা হয়েছে ২৫অক্টোবর।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে বিরাট মোড়! ৫ জনকে সিবিআই তলব! কারা তারা? শুনে চমকে যাবেন

স্ক্রুটিনির দিন ধার্য্য করা হয়েছে ২৮ অক্টোবর সোমবার। প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৩০অক্টোবর,বুধবার। ভোট ঘোষণা হওয়ায় নির্বাচন কমিশনের নিয়ম অনুয়ায়ী নির্বাচনী আচরণ বিধি জারি হয়ে যাবে তালডাংরা জুড়ে। প্রসঙ্গত, তালডাংরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভার সাংসদ নির্বাচিত হওয়ায় বিধায়ক পদে ইস্তফা দেন। তার ফলে এই বিধানসভার আসন ফাঁকা হয়ে পড়ে। নির্বাচন কমিশন অবশেষে এই আসনে উপ নির্বাচন ঘোষণা করায় তালডাংরার ভোটাররা নতুন বিধায়ক নির্বাচনের সুযোগ পাচ্ছেন, তা বলাই বাহুল্য।

এদিকে, উপ নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজ্যের শাসক দল তৃণমূল,বিরোধী দল বিজেপি,ও বামেদের মধ্যে প্রার্থী পদ কে পান তা নিয়ে তর্জা এবং চর্চা দুই শুরু হয়ে গেছে। পাশাপাশি,প্রশ্ন উঠছে বামেদের সঙ্গেএই আসনের উপ নির্বাচনে জাতীয় কংগ্রেসের কোনও নির্বাচনী সমঝোতা হয় কিনা? সেই দিকেও চোখ থাকছে রাজনৈতিক মহলের। একাংশের অভিমত যদি বাম ও জাতীয় কংগ্রেস পৃথক,পৃথক প্রার্থী দাঁড়করায়,সেক্ষেত্রে ভোট কাটাকুটির অঙ্কে এই নির্বাচন নির্ভর করতে পারে।

—– নীলাঞ্জন ব্যানার্জী

West Bengal BJP: ছয় কেন্দ্রের উপনির্বাচনে কৌশলী বঙ্গ বিজেপি, তৃণমূলের মহিলা ভোট ব্যাঙ্কে থাবা বসাতে কী পরিকল্পনা?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ছয় কেন্দ্রের উপনির্বাচনে কৌশলী বঙ্গ বিজেপি! প্রচারে বিজেপি আরজি কর ইস্যুকে মূল ‘হাতিয়ার’ করে তৃণমূলের মহিলা ভোট ব্যাঙ্কে থাবা বসাতে চাইছে। আরজি করের পাশাপাশি সাম্প্রতিককালে ঘটে যাওয়া নারী নির্যাতনের অভিযোগ তুলে ধরে আগামী সপ্তাহ থেকে বিশেষ প্রচারাভিযানের পাশাপাশি সাংগঠনিক বৈঠকে জোর দিতে চাইছে পদ্ম শিবির। দলের মহিলা মোর্চাকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিল বিজেপি রাজ্য কমিটি বলে সূত্রের খবর।

আরও পড়ুন– শুধু এই কাজ করতে হবে সলমন খানকে, তাহলেই কি ক্ষমা করে দেবে বিষ্ণোই সমাজ? জানিয়ে দিল বিষ্ণোই মহাসভা

উপনির্বাচনের দিনক্ষণ সামনে আসতেই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। আসন্ন উপ নির্বাচনকে সামনে রেখে সুনীল বনসল মঙ্গল পাণ্ডে-সহ অন্যান্য কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে রাজ্য বিজেপির বিভিন্ন পদাধিকারীরা মঙ্গলবার বিজেপির সল্টলেক অফিসে একটি প্রস্তুতি বৈঠকও সেরে ফেলেছেন। এই বৈঠকে মনোজ টিগগা, রাজু বিস্তা, অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, অমিত মালব্য, দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন– কী থেকে তৈরি হয় কর্পূর? এত দাহ্য কেন? এর ইতিহাস জানলে চমকে যাবেন আপনিও

বলা বাহুল্য, আগামী ১৩ নভেম্বর উপ নির্বাচন হবে রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রে। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট এবং সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে। আরজি কর ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই নির্বাচন ঘিরে তাই কোমর বেঁধে মাঠে নামছে শাসক দল তৃণমূল কংগ্রেস। শাসক দলকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।