দেশ ৯৯ টাকায় যে কোনও ব্র্যান্ডের মদ! সুরাপ্রেমীদের বিরাট সুখবর দিল দেশের এক রাজ্যের সরকার Gallery October 16, 2024 Bangla Digital Desk অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সরকার একটি নতুন মদের নীতি চালু করতে চলেছে, তাতে যে কোনও ব্র্যান্ডের ১৮০ মিলি মদের বোতল মাত্র ৯৯ টাকায় পাওয়া যাবে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছেন। বিধানসভা নির্বাচনের সময় তিনি ভোটারদের কম দামে ভাল মানের মদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে চন্দ্রবাবু নাইডু মদের দোকানের লাইসেন্স দেওয়ার জন্য একটি নতুন নীতি তৈরি করেছেন। এখন কোন ব্যক্তি মদের দোকানের লাইসেন্স পাবেন, তা লটারির মাধ্যমে ঠিক করা হবে। মদের দোকান সরকারি থেকে বেসরকারিতে রূপান্তরিত হবে। এনটিআর জেলার ডিএম ডঃ জি শ্রীজানা বলেছেন, ১১৩টি মদের দোকানের জন্য ৫৮২৫টি আবেদন গৃহীত হয়েছে। তার মধ্যে লটারির মাধ্যমে আবেদনকারীদের বাছাই করা হবে। কিছু রিজার্ভ প্রার্থীও রাখা হবে। যে কোনো নির্বাচিত প্রার্থী যদি শর্ত পূরণ না করে তবে চুক্তি সংরক্ষিত প্রার্থীর সঙ্গে আবার করা হবে। দ্য হিন্দুর একটি প্রতিবেদন অনুযায়ী, নতুন নীতির অধীনে অন্ধ্রপ্রদেশের লোকজন মাত্র ৯৯ টাকায় যে কোনও ব্র্যান্ডের ১৮০ এমএল প্যাকেট মদ কিনতে পারবেন। মদের গুণমান, পরিমাণ এবং ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে নতুন মদের নীতি। এমনকী লটারি পদ্ধতির মাধ্যমেও মদের দোকানগুলো দুই বছরের জন্য লাইসেন্স পাবে। লাইসেন্স পেতে আগ্রহীদের ২ লক্ষ টাকা আবেদন ফি দিতে হবে। এই টাকা ফেরতযোগ্য নয়। অন্ধ্রপ্রদেশে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মানুষ মদ কিনতে পারবে। লাইসেন্স ফি-র জন্য চারটি স্ল্যাব করা হয়েছে। ফি ৫০ লক্ষ থেকে ৮৫ লক্ষ টাকা পর্যন্ত। অন্ধ্রপ্রদেশে মদের জন্য ১৫টি প্রিমিয়াম শপ খোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সমস্ত প্রিমিয়াম দোকানকে পাঁচ বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে। এছাড়া যেসব মদের দোকান চলছে তারা বিক্রির ২০ শতাংশ লাভ হিসেবে পাবেন।