Tag Archives: Chandrababu Naidu

CM Naidu: চলন্ত ট্রেনের মুখোমুখি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু! অল্পের জন্য রক্ষা, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

বিজয়ওয়াড়া: মারাত্মক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন অন্ধপ্রদেশের মূখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার, একটা দ্রুতগতির ট্রেন হঠাৎ তাঁর সামনে চলে আসে৷

ঘটনা ঘটে বিজয়ওয়াড়ার মধুরানগর রেল স্টেশনে৷ তিনি সেখানে বন্যা কবলিত অঞ্চল পরিদর্শনে গিয়োছিলেন৷ সেখানে রেলওয়ে ট্র্যাকের কাছে জল জমে গিয়েছিল৷

আরও পড়ুন: ভয়াবহ জঙ্গি হামলা, গোটা গ্রামজুড়ে হামলা! মৃত অন্তত ১৭০, কোথায় ঘটল জানেন?

জমা জল পরিদর্শনে গিয়েছিলেন চন্দ্রবাবু৷ লাইনের ধারে গিয়ে দেখছিলেন তিনি৷ তখনই হঠাৎ বিপরীত দিক থেকে একটা ট্রেন একেবারে কাছে চলে এসেছিল৷

আরও পড়ুন: হরিয়াণা ভোটে কি কংগ্রেসের টিকিট পাচ্ছেন ফোগত? রাহুল গান্ধির হাতে হাত রেখে ছবি, জোর জল্পনা

এতটাই কাছে চলে এসেছিল যে, চন্দ্রবাবু নাইডু, সেখানে উপস্থিত নিরাপত্তা কর্মী ও আধিকারিকরা সেখান থেকে দ্রুত সরে যেতে বাধ্য হয়৷

তবে ট্রেন চলে যাওয়ার পর আবার আগের মতোই তিনি পরিদর্শন চালান৷ প্রসঙ্গত ত্রাণ কার্য ঠিক মতো হচ্ছে কি না তা দেখার জন্য নাইডু নিজে বুলডোজার ও নৌকা করে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন৷

Union Budget 2024 Bihar and Andhra Pradesh: বিহার, অন্ধ্রের জন্য বিপুল বরাদ্দ নির্মলার! সমর্থনের পুরস্কার পেলেন নায়ডু-নীতীশ

নয়াদিল্লি: মোদির আমলে প্রথম ‘এনডিএ বাজেট’। এর আগে ২০১৪ থেকে ২০২৪ এর অন্তর্বর্তী বাজেট পর্যন্ত সরকার ছিল একক সংখ্যাগরিষ্ঠ। এই বাজেট থেকে প্রথম জোট সরকারের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জোট সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতীশ কুমারের ডেডিইউয়ের। তার জন্য এবারের বাজেটে যে বিহার এবং অন্ধ্রপ্রদেশ বিশেষ সুবিধা পাবে তা আশা করাই গিয়েছিল।

আরও পড়ুন: একদিনের ক্রিকেটে কেরিয়ার শেষ সূর্যকুমারের? বড় ইঙ্গিত বোর্ডের নির্বাচক কমিটির প্রধানের

বিহার এবং অন্ধপ্রদেশের জন্য মোট ৪১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করলেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নীতীশ কুমারের বিহারে বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে, ঘোষণা করলেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের জন্য চলতি অর্থবর্ষে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। চন্দ্রবাবুর রাজ্য অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য এই টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয় বাজেটে।

আরও পড়ুন: শেষ ৩টি বাজেটে কীভাবে বদলেছে কর ব্যবস্থা? এই বাজেট থেকে কী প্রত্যাশা করদাতাদের?

সেই সঙ্গে বিহারে বন্যা নিয়ন্ত্রণে ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত বরাদ্দের ঘোষণা করেন নির্মলা সীতারমণ। এখানেই শেষ নয়, বিহারে সড়ক নির্মাণ, বিমানবন্দর, মেডিক্যাল কলেজ এবং খেলাধুলার উন্নতির জন্যও বিশেষ উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করা হয় বাজেটে।

NDA Government Formation: কোন কোন মন্ত্রিত্ব চাইছেন নীতীশ-নায়ডু! আপসে কি রাজি হবে মোদি-শাহ? দিয়েছে ‘বড়’ শর্ত

নয়াদিল্লি: একক দল হিসাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোট শরিকদের হাত ধরে তৃতীয়বার কেন্দ্রে সরকার গঠন করতে চলেছেন নরেন্দ্র মোদি৷ কিন্তু, বিশেষজ্ঞেরা মনে করছেন, এই দফা বিজেপির কারিকুরি কতটা চলবে সেটায় যথেষ্টই প্রশ্ন চিহ্ন রয়েছে৷ যেমন, সূত্রের খবর, ইতিমধ্যেই নিজেদের ভারী দাবিদাওয়া পসরা বিজেপির সামনে সাজিয়ে বসেছেন নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুরা৷ শুধু তাই নয়, ছোট শরিক দলগুলির দাবিদাওয়াগুলিও যথেষ্টই বেগ দিচ্ছে পদ্ম শিবিরকে৷

ইতিমধ্যেই সেন্ট্রাল হলে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছে নরেন্দ্র মোদি৷ তাঁর ঠিক পাশেই বসে থাকতে দেখা গিয়েছে অমিত শাহ নয়, নীতীশ-নায়ডুকে৷ এদিনই শরিক দলগুলির সঙ্গে বৈঠকে বসছে এনডিএ-ও৷ আগামী রবিবার ৯ জুন প্রধানমন্ত্রী পদে মোদির শপথ গ্রহণ৷ মন্ত্রিত্ব তথা দফতর বণ্টনের কাজ তার মধ্যেই সম্ভবত সেরে ফেলবে এনডিএ৷

সূত্রের খবর, কোন মন্ত্রিত্ব কাকে দেওয়া হবে, সেই বিষয়েই আলোচনা হওয়ার কথা ওই বৈঠকে৷ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবার শীর্ষ মন্ত্রিত্বের দিকে নজর রয়েছে নীতীশের জেডি (ইউ)এমনকি নায়ডুর টিডিপি-ও৷

সূত্রের খবর, জেডি (ইউ) এবং টিডিপি মোদি সরকারের শীর্ষ ১০টি মন্ত্রকের দিকেই নদর রাখছে? JDU এবং TDP উভয়ই স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, বিদেশ, রেল, হাইওয়ে, বাণিজ্য,  কৃষি, পেট্রোলিয়াম ইত্যাদি মন্ত্রক পেতে চায়৷ কৃষি ও স্বাস্থ্য মন্ত্রকের মতো মন্ত্রক চাইছ জোট শরিক জেডিএস৷ অন্যদিকে, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, বিদেশ, রেলের মতো শীর্ষ ৫টি মন্ত্রক অন্য কারও হাতে দেওয়ার পক্ষপাতী নয় বিজেপি শীর্ষ নেতৃত্ব৷

আরও পড়ুন: শিয়ালদহ স্টেশনে কাজ শুরু, লক্ষ-লক্ষ যাত্রীর মাথায় হাত, কোন কোন ট্রেনের রুপট বদল, বাতিল বহু

তবে বিপক্ষে দুই দলই জানিয়েছে, বিগত জোট সরকারগুলিতে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও অর্থের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক জোটের শরিক দলের হাতে ছিল৷

জানা গিয়েছে, জেডি(ইউ) ও টিডিপি-র অন্য সাংসদদের হাতে শীর্ষ মন্ত্রকের দায়িত্ব দেওয়ার পক্ষে নয় বিজেপি৷ তবে, গোটা বিষয়টিতে শরিক দলগুলির কাছে বড় একটি শর্ত সামনে রেখেছে তারা৷ সূত্রের খবর, বিজেপি জানিয়েছে, তারা নীতীশ-নায়ডুর দাবি মেনে নিতে পারে, যদি তাঁরা নিজেরাই এই সংশ্লিষ্ট মন্ত্রকের দায়িত্ব নেন৷ অর্থাৎ, কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে হলে নীতীশকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে এবং চন্দ্রবাবু নায়ডু মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারবেন না৷

আরও পড়ুন: মাঝরাতে গিয়ে থামল লড়াই, এই ‘একটি’ কারণেই শেষ ল্যাপে জিতে গেলেন সুকান্ত মজুমদার!

মোদি 1.0 এবং মোদি 2.0-এ জোটের সংখ্যা অনুপাতে মন্ত্রী পদ দেওয়ার পরিবর্তে শুধুমাত্র প্রতীকী প্রতিনিধিত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এবার জেডিইউ ও টিডিপি সহজে রাজি না-ও হতে পারে। সেক্ষেত্রে, বিজেপিকে কিছু শর্তে আপস করতে হতেও পারে।

Lok Sabha Election Results 2024: জোটের বৈঠক শেষে সাক্ষাৎ চন্দ্রবাবু এবং স্ট্যালিনের, নতুন কোনও সমীকরণের ইঙ্গিত?

নয়াদিল্লি: সোমবারই লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই। তাই সরকার গড়ার জন্য শরিক দলগুলির সাহায্য নিতে হবে বিজেপি বা কংগ্রেসকে। সেই নিয়ে দিল্লিতে ছিল ইন্ডিয়া এবং এনডিএ জোটের বৈঠক। বৈঠকের পরে অন্ধ্রপ্রদেশের বিজয়ী দল টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সাক্ষাৎ করলেন ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এই সাক্ষাৎ ঘিরে জল্পনা ছড়িয়েছে।

আরও পড়ুন: সরকার গড়ার প্রচেষ্টা নয়, বিরোধীর আসনেই বসবে ইন্ডিয়া জোট

 ইন্ডিয়া জোটের শরিক তথা তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। অন্য দিকে এনডিএ জোটের শরিক তথা অন্ধ্রপ্রদেশের আগামী শাসক দল টিডিপি। যদিও ইন্ডিয়া জোটের বৈঠকের শেষে যায় যে ইন্ডিয়া জোট সরকার গড়ার কোনও চেষ্টাই করবে না, বরং বিরোধীদের ভূমিকা পালন করবে। পাশাপাশি চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারকে পাশে নিয়ে সরকার গড়ার কথা ঘোষণা করে বিজেপি। তাই সরকারকে গড়বে সেই নিয়ে আপাত জল্পনা শেষ হয়েছে বলেই মনে করা হয়েছিল। তার পরেও চন্দ্রবাবুর সঙ্গে স্ট্যালিনের সাক্ষাৎ নতুন জল্পনার ইঙ্গিত কি?

যদিও সেই জল্পনা উড়িয়ে নিজের এক্স হ্যান্ডল থেকে ছবি পোস্ট করেছেন স্ট্যালিন। সেই সঙ্গে লিখেছেন, “করুণানিধির দীর্ঘ দিনের বন্ধু চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দিল্লি বিমানবন্দরে দেখা হল। আমি তাঁকে শুভেচ্ছা জানিয়েছি, সেই সঙ্গে পাশাপাশি দুই রাজ্যের বন্ধন যাতে সুদৃঢ় হয় তার ইচ্ছাপ্রকাশ করেছি”। সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, “আমি আশাবাদী যে কেন্দ্রের সরকার গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধি হিসাবে আমাদের অধিকারের জন্য প্রশ্ন তুলবেন”।

অর্থাৎ স্ট্যালিন এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎই বলেছেন, কিন্তু বাস্তবে জোট রাজনীতি কোথায় দাঁড়ায় তার উত্তর সময়ই দেবে।

Lok Sabha election results: আজই দিল্লিতে নায়ডু-নীতীশ! কী করবেন ‘ডবল এন’, ফলের পর নতুন কোনও নাটক?

নয়াদিল্লি: তাঁদের হাতেই এখন কেন্দ্রেরর সরকার গড়ার চাবিকাঠি৷ এনডিএ শরিক হলেও চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমারের সঙ্গে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের নেতারাও যোগাযোগ রাখছেন বলে খবর৷ এই পরিস্থিতিতে আজ, বুধবার দিল্লি পৌঁছবেন চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমার৷ যদিও ভোটের ফল প্রকাশের পর নায়ডু জানিয়ে দিয়েছেন, তিনি এনডিএ-র সঙ্গেই আছেন৷ নীতীশ নিজে কিছু না বললেও তাঁর দল জেডিইউ এন়ডিএকে সমর্থনের কথাই জানিয়েছে৷

লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ম্যাজিক ফিগার পার করেছে এনডিএ৷ কিন্তু নায়ডু এবং নীতীশ কুমার মত বদলালেই সরকার গঠন করতে গিয়ে বিপাকে পড়বে বিজেপি৷ এই পরিস্থিতিতে গোটা দেশের নজরই এখন এই দুই নেতার দিকে৷ বিশেষত অতীতে যেভাবে তাঁরা শিবির বদলেছেন, তাতে সরকার গঠনের আগে পরে নতুন কোনও নাটকের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা৷

আরও পড়ুন:  ‘কাঠিবাজি’ থাকবেই! বাংলায় থমকে গিয়েছে দল, হারের পরই বিস্ফোরক দিলীপ

ভোটের ফল প্রকাশের পর আজ গোটা দেশের নজরই রাজধানী দিল্লিতে৷ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সম্ভবত ইস্তফা দিতে পারেন নরেন্দ্র মোদি৷ মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানাতে পারে বিজেপি৷ আজ বিকেলে দিল্লিতে এনডিএ-এর বৈঠকও হতে পারে৷ তবে সরকার গঠন করতে টিডিপি এবং জেডিইউ-এর সমর্থনের উপরেই নির্ভর করতে হবে বিজেপিকে৷ সূত্রের খবর, সমর্থনের বিনিময়ে দুই দলই বিজেপির কাছে লোকসভার স্পিকার পদের দাবি জানাতে পারে৷

অন্যদিকে আজ বিকেলেই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে৷ বিরোধী জোটের পরবর্তী রণকৌশল কী হবে, তা নিয়েই ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা৷ নায়ডু অথবা নীতীশ কুমারের সঙ্গে তাঁরা যোগাযোগ করছেন কি না, সে বিষয়ে গতকাল কোনও মন্তব্য করতে চাননি রাহুল গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গে৷ শরিক নেতাদের সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হবে বলে দাবি করেন রাহুল গান্ধি৷ ফলে চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমার দিল্লিতে পৌঁছনোর পর তাঁদের গতিবিধির উপরেই চোখ থাকবে গোটা দেশের৷ আপাতত গোটা দেশেই এই দুই নেতাকে ডবল এন বলে সম্বোধন করা হচ্ছে৷

Lok Sabha election results 2024: নীতীশ-নায়ডুর হাতেই চাবিকাঠি? ইন্ডিয়া জোটের হয়ে মাঠে পাওয়ার, ফোন ঘোরালেন মোদিও

নয়াদিল্লি: তাঁরা দু জনেই এনডিএ শরিক৷ কিন্তু দিল্লিতে সরকার গঠনের চাবিকাঠি আপাতত চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের হাতে৷ ফলে এই দু জনের সমর্থন যেদিকে যাবে, তাঁরাই দিল্লিতে সরকার গঠনের পথে অনেকটা এগিয়ে যাবে তা স্পষ্ট৷

সূত্রের খবর, ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি যেতেই নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে৷ ইন্ডিয়া জোটের পক্ষে এই দুই নেতাকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপি নেতা শরদ পাওয়াকে৷ সূত্রের খবর, ইতিমধ্যেই নাইডু এবং নীতীশের সঙ্গে যোগাযোগ করেছেন পাওয়ার৷

আরও পড়ুন: দিল্লিতে নির্ণায়ক ভূমিকা নেবে তৃণমূল? সবুজ ঝড় উঠতেই কালীঘাটে বৈঠকে মমতা-অভিষেক

অন্যদিকে সরকার গঠনের জন্য নীতীশ এবং নাইডুর ভূমিকা এখন কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝতে পেরে তৎপর হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বও৷ সূত্রের খবর, এ দিন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷

লোকসভা ভোটের ঠিক আগে শিবির বদল করে এনডিএ-তে ফিরেছিলেন নীতীশ৷ তবে জেডিইউ নেতা কখন কার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, তা আঁচ করা মুশকিল৷ ফলে নীতীশের পরবর্তী পদক্ষেপ নিয়ে কৌতূহল থাকছেই৷ ভোটের ফল প্রকাশের আগেই অবশ্য গত রবিবার দিল্লিতে পৌঁছন নীতীশ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক হয়েছে তাঁর৷

নীতীশের দিল্লি যাত্রার পর থেকেই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁর ইস্তফা দেওয়ার জল্পনাও শুরু হয়েছে৷ যদিও লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ভাল ফলের পরে নীতীশ এনডিএ জোটের পক্ষেই থাকেন কি না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন৷ জেডিইউ অবশ্য দাবি করেছে, তারা এনডিএ-তেই থাকছে৷

অন্যদিকে অন্ধ্রপ্রদেশে বিধানসভা এবং লোকসভা ভোটে জোট বেঁধেই লড়েছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং বিজেপি৷ তবে নীতীশের মতোই অতীতে এনডিএ-র সঙ্গ ছেড়েছেন নাইডুও৷ তবে কিছুক্ষণ আগেই টিডিপি-ও জানিয়ে দিয়েছে, তারা এনডিএ-র সঙ্গ ছাড়ছে না৷

পাওয়ার নিজে এ দিন জানিয়েছেন, আগামিকাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে কথা হয়েছে৷ তবে চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের সঙ্গে তাঁর কথা হয়েছে কি না, তা নিয়ে কিছু বলেননি পাওয়ার৷