Apple iPhone SE 4

iPhone SE 4 Launch Date: ৪৮ মেগাপিক্সেল! লঞ্চের আগেই ফাঁস iPhone SE 4-এর দাম ও ফিচার্স

সম্প্রতি iPhone 16 সিরিজ লঞ্চ করেছে Apple। এখন সকলের নজর রয়েছে iPhone SE 4-এর উপর। বহু প্রতীক্ষিত এই বাজেট ফোনে কী কী ফিচার থাকবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এমনকী অনেক তথ্যও ফাঁস হচ্ছে। ইতিমধ্যেই একটি নতুন ছবি ফাঁস হয়েছে। তাতে দেখা যাচ্ছে এই স্মার্টফোনের একটি কেস। এর থেকে অনেকেই বলছেন আসন্ন এই ফোনটি দেখতে হবে অনেকটা iPhone 7 Plus-এর মতো।
সম্প্রতি iPhone 16 সিরিজ লঞ্চ করেছে Apple। এখন সকলের নজর রয়েছে iPhone SE 4-এর উপর। বহু প্রতীক্ষিত এই বাজেট ফোনে কী কী ফিচার থাকবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এমনকী অনেক তথ্যও ফাঁস হচ্ছে। ইতিমধ্যেই একটি নতুন ছবি ফাঁস হয়েছে। তাতে দেখা যাচ্ছে এই স্মার্টফোনের একটি কেস। এর থেকে অনেকেই বলছেন আসন্ন এই ফোনটি দেখতে হবে অনেকটা iPhone 7 Plus-এর মতো।
প্রসিদ্ধ টিপস্টার Sonny Dickson এক্স প্ল্যাটফর্ম (পূর্বে ট্যুইটার)-এ এই ছবি শেয়ার করেছে। আর ছবিতে থাকা কেস থেকে ইঙ্গিত মিলেছে যে, এই ডিভাইসটির কোনও তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই iPhone SE 3-এর সঙ্গে। তাতে বলা হয়েছে যে, কেসে রয়েছে ফ্ল্যাট ব্যাক। সেই সঙ্গে রয়েছে ড্যুয়াল ক্যামেরা সেট-আপের কাটআউট। এই তথ্য যদি সত্যি হয়, তাহলে বুঝতে হবে Apple-এর iPhone SE সিরিজে এটা প্রথম বার হতে চলেছে। কিন্তু আমরা ভুলও হতে পারি। আর হরাইজন্টাল ক্যামেরা কাটআউটে থাকতে পারে একটি সিঙ্গল ক্যামেরা আর এর সঙ্গে ডান দিকে থাকবে একটি ফ্ল্যাশও। Sonny Dickson-এর শেয়ার করা তথ্য থেকে আরও জানা গিয়েছে যে, iPhone SE 4-এর সঙ্গে দারুণ মিল থাকতে পারে iPhone 7 Plus-এর।
প্রসিদ্ধ টিপস্টার Sonny Dickson এক্স প্ল্যাটফর্ম (পূর্বে ট্যুইটার)-এ এই ছবি শেয়ার করেছে। আর ছবিতে থাকা কেস থেকে ইঙ্গিত মিলেছে যে, এই ডিভাইসটির কোনও তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই iPhone SE 3-এর সঙ্গে। তাতে বলা হয়েছে যে, কেসে রয়েছে ফ্ল্যাট ব্যাক। সেই সঙ্গে রয়েছে ড্যুয়াল ক্যামেরা সেট-আপের কাটআউট। এই তথ্য যদি সত্যি হয়, তাহলে বুঝতে হবে Apple-এর iPhone SE সিরিজে এটা প্রথম বার হতে চলেছে। কিন্তু আমরা ভুলও হতে পারি। আর হরাইজন্টাল ক্যামেরা কাটআউটে থাকতে পারে একটি সিঙ্গল ক্যামেরা আর এর সঙ্গে ডান দিকে থাকবে একটি ফ্ল্যাশও। Sonny Dickson-এর শেয়ার করা তথ্য থেকে আরও জানা গিয়েছে যে, iPhone SE 4-এর সঙ্গে দারুণ মিল থাকতে পারে iPhone 7 Plus-এর।
যদিও আগের ফাঁস হওয়া তথ্য থেকে ইঙ্গিত মিলেছিল যে, iPhone 16 সিরিজের মডেলে অ্যাকশন এবং ক্যামেরা কন্ট্রোল বাটন যোগ করতে পারে Apple। সেই সঙ্গে আগের iPhone SE-র মতোই একই জায়গায় থাকবে মিউট স্যুইচ।
যদিও আগের ফাঁস হওয়া তথ্য থেকে ইঙ্গিত মিলেছিল যে, iPhone 16 সিরিজের মডেলে অ্যাকশন এবং ক্যামেরা কন্ট্রোল বাটন যোগ করতে পারে Apple। সেই সঙ্গে আগের iPhone SE-র মতোই একই জায়গায় থাকবে মিউট স্যুইচ।
আবার ডিজাইনের দিক থেকে বলতে গেলে iPhone SE 4-এ বড়সড় কিছু আপডেট না-ও আসতে পারে। তবে জল্পনায় শোনা যাচ্ছে যে, আসন্ন এই ফোনে থাকতে পারে নতুন চালু হওয়া Apple A18 chipset। যা রয়েছে iPhone 16 এবং the iPhone 16 Plus-এর মতো ফোনে। তবে বলাবলি হচ্ছে যে, FaceID-র জন্য ফিজিক্যাল হোম বাটন না-ও রাখা হতে পারে iPhone SE 4-এ। এখানেই শেষ নয়, এ-ও জল্পনা যে, iPhone SE 4-এ Apple Intelligence ফিচারও রাখতে পারে Apple।
আবার ডিজাইনের দিক থেকে বলতে গেলে iPhone SE 4-এ বড়সড় কিছু আপডেট না-ও আসতে পারে। তবে জল্পনায় শোনা যাচ্ছে যে, আসন্ন এই ফোনে থাকতে পারে নতুন চালু হওয়া Apple A18 chipset। যা রয়েছে iPhone 16 এবং the iPhone 16 Plus-এর মতো ফোনে। তবে বলাবলি হচ্ছে যে, FaceID-র জন্য ফিজিক্যাল হোম বাটন না-ও রাখা হতে পারে iPhone SE 4-এ। এখানেই শেষ নয়, এ-ও জল্পনা যে, iPhone SE 4-এ Apple Intelligence ফিচারও রাখতে পারে Apple।
যদিও টিপস্টার AppleTrack-এর সাম্প্রতিক একটি পোস্টে দাবি করা হয়েছে যে, iPhone SE 4-এ রয়েছে ৬.১ ইঞ্চি OLED স্ক্রিন। সেই সঙ্গে থাকবে একটি সিঙ্গেল ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। এমনকী iPhone 15 Pro মডেলগুলির মতোই অ্যাকশন বাটনও থাকতে পারে এই ফোনে। ওই টিপস্টার আরও জানিয়েছে যে, ২০২৫ সালের বসন্তে iPhone SE 4 বাজারে আনতে পারে Apple। আর এর দাম হবে ৪৯৯ ডলার। অর্থাৎ প্রায় ৪২০০০ টাকার কাছাকাছি।
যদিও টিপস্টার AppleTrack-এর সাম্প্রতিক একটি পোস্টে দাবি করা হয়েছে যে, iPhone SE 4-এ রয়েছে ৬.১ ইঞ্চি OLED স্ক্রিন। সেই সঙ্গে থাকবে একটি সিঙ্গেল ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। এমনকী iPhone 15 Pro মডেলগুলির মতোই অ্যাকশন বাটনও থাকতে পারে এই ফোনে। ওই টিপস্টার আরও জানিয়েছে যে, ২০২৫ সালের বসন্তে iPhone SE 4 বাজারে আনতে পারে Apple। আর এর দাম হবে ৪৯৯ ডলার। অর্থাৎ প্রায় ৪২০০০ টাকার কাছাকাছি।