বর্ধমান: অপরাধ না করেই ৩ দিন ধরে থানায় রাত কাটাতে হচ্ছে এক যুবককে। কিন্তু কেন? কারণ জানলে অবাক হবেন আপনিও। হঠাৎই বদলেছে ভাগ্য। লটারি কেটে কোটিপতি হয়েছেন ডাঙ্গাপাড়ার বাসিন্দা বামাচরণ মেটে। কিন্তু এখন নিরাপত্তার জন্য তাকে তিনদিন ধরে থাকতে হচ্ছে আউশগ্রামের ছোড়া ফাঁড়িতেই।
বামাচরণ মেটে জানান, ফসলে দেওয়ার জন্য সার কিনতে ১০০ টাকা দিয়েছিল স্ত্রী। আর সেই ১০০ টাকায় বদলে গেছে তাঁর ভাগ্য। সারের দোকান বন্ধ থাকায় সেই টাকা থেকে ৬০ টাকা দিয়ে সোমবার সকালে দুটি টিকিট কাটেন বামাচরণ। তারপর দুপুরে খেতে বসে ফোনে টিকিট মেলাতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় বামাচরণের। তাঁর যেন বিশ্বাসই হচ্ছিল না প্রথম পুরস্কার জিতেছে সে।
তবে লটারিতে কোটিপতি হয়ে গিয়েও শান্তি নেই তাঁর। নিরাপত্তার অভাবে ভুগছিলেন তিনি, তাই পুরস্কার জেতার ঘন্টা খানেকের মধ্যেই ভাইপোকে নিয়ে থানায় চলে আসেন। সেখানে পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন জানান বামাচরণ। আর তাঁর আবেদনে সাড়া দেয় পুলিশ।