কলকাতা: জুনিয়র চিকিৎসকদের অনশন- আন্দোলনের মধ্যেই মুখ্যমন্ত্রীর বিশেষ বৈঠক। বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতে মুখ্যসচিব, স্বাস্থ্য সচিবকে নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে হাসপাতালগুলির নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হয় বলেই সূত্রের খবর। চিকিৎসা পরিষেবা নিয়েও পর্যালোচনা করেন খোদ মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই নিরাপত্তা ও পরিকাঠামো ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য দফতরের থেকে রিপোর্ট চাইলেন মুখ্য সচিব। সিসিটিভি, ওয়াশ রুম, রেস্ট রুম নিয়ে কতদূর কাজ হল মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে? স্বাস্থ্য দফতরের থেকে তার বিস্তারিত রিপোর্ট চাইলেন মুখ্য সচিব। আগামিকাল, শুক্রবার নবান্নে স্বাস্থ্য সচিব-সহ স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য সচিব। এমনটাই নবান্ন সূত্রে খবর।
হাসপাতালগুলি নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত কাজ কেমন হচ্ছে তা নিয়ে খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই সূত্রের খবর। এদিন বিকেলে প্রায় এক ঘণ্টা মুখ্য সচিব, স্বাস্থ্য সচিবকে নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকদের দশ দফা দাবি নিয়ে তৎপর রাজ্য। আজকের বৈঠক থেকে মিলছে এমনটাই ইঙ্গিত।