একসঙ্গে ন’জোড়া যমজ শিশু! বর্ধমান মেডিকেল কলেজে অবাক করা ঘটনা

বর্ধমান: তাক লাগাল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। চব্বিশ ঘন্টায় জন্ম নিল ৯ জোড়া যমজ শিশু। তাদের মধ্যে এগারোটি কন্যা ও সাতটি পুত্র সন্তান।

আঠারোটি শিশু ও তাদের মায়েরা সকলেই সুস্থ আছেন। রাজ্যের মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে একদিনে এত যমজ শিশুর জন্ম এই প্রথম, এমনটাই দাবি চিকিৎসকদের। আটটি ক্ষেত্রে সিজারিয়ান ও একটি ক্ষেত্রে নরমাল ডেলিভারি হয়েছে।

আরও পড়ুন- আইপিএলে আর নেই সৌরভ! দাদাকে দায়িত্ব থেকে সরিয়ে দিল দিল্লি!

আরজি করের ঘটনার পর থেকেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে ডাক্তারদের কর্মবিরতি, বিক্ষোভ চলছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও বিক্ষোভের আঁচ দেখা গিয়েছে।  তার মধ্যেই এই ঘটনায় দৃষ্টান্ত গড়লো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল।

চিকিৎসকরা জানান, এর আগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এমনটা হয়নি। জন্ম নেওয়া ১৮ টি শিশুর মধ্যে ১১ কন্যা সন্তান ও বাকি ৭ পুত্র সন্তান। আপাতত প্রতিটি শিশু তাদের মায়েরা সবাই সুস্থ বলেই মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী এবং প্রসূতি বিভাগ সূত্রে জানানো হয়েছে।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,বুধবার হাসপাতালের বহির্বিভাগের ওপরে থাকা স্ত্রী এবং প্রসূতি বিভাগ এই ‘বিরল’ ঘটনার সাক্ষী থাকলো। এই বিভাগেই ৯ জন মা ২৪ ঘন্টার মধ্যে যমজ বাচ্চা জন্ম দেন।

আরও উল্লেখযোগ্য বিষয়, ১৮টি বাচ্চার মধ্যে ১১টি কন্যা সন্তান। শিশুগুলির মধ্যে ৫টি শিশুর ওজন সামান্য কম থাকায় তাঁদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। তাঁদের এনআইসিইউ-তে রাখা হয়েছে। যদিও সব শিশুই সুস্থ এবং তাঁরা বিপদমুক্ত। মায়েরাও সুস্থ আছেন।

আরও পড়ুন- মাধুরী-জাদেজার মাখোমাখো প্রেম! বিয়ের কথা হয়ে যায়, সেই সম্পর্কের পরিণতি ভয়ঙ্কর!

চিকিৎসকরা জানাচ্ছেন, একদিনে এতগুলি যমজ বাচ্চার জন্ম আগে হয়নি বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, এর আগেও গত অগাস্ট মাসে মেডিকেল কলেজ হাসপাতালেই বিরল এবং  জটিল অস্ত্রোপচারে জন্ম নেয় এক কন্যা সন্তান।