বুনো হাতির দল

Alipurduar News: দিনের আলোয় গ্রামে দাপিয়ে বেরচ্ছে বুনো হাতির দল, আতঙ্কে স্থানীয়রা

আলিপুরদুয়ার: এর আগে সন্ধ্যা রাতে দেখা যেত তাঁদের গ্রামে প্রবেশ করতে, এখন দিনের আলোতেই গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে তারা। গদাধর, ঢালকর এলাকায় বুনো হাতির দল দেখে চিন্তিত গ্রামবাসীরা। খাবারের খোঁজে দাঁতালদের অভিযান মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার বাসিন্দাদের কাছে।

ধান পেকেছে গ্রামে, যেদিকে তাকানো যায় সেদিকেই সবুজের সমাহার গ্রামগুলিতে। দিগন্ত বিস্তৃত গ্রামের মাঠে পাকা ধান দেখলে চোখ জুড়িয়ে যায় কৃষকদের। পাশাপাশি এই এলাকা দিয়ে পর্যটকরা গেলেও ছবি তুলে নিয়ে যান এই অপরূপ দৃশ্যের। ধান পাকার খবর ইতিমধ্যে চলে গিয়েছে তাঁদের কাছেও। তাই তো রাতের অপেক্ষা না করে দিনের আলোতেই গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল।

যা আতঙ্কের কারণ হয়ে উঠেছে গ্রামবাসীদের কাছে। এলাকাগুলির ধানক্ষেতে দেখা যাচ্ছে বুনোদের। ইতিমধ্যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রায়ডাক রেঞ্জ-এর বনকর্মী ও আধিকারিকরা চলে এসেছে গ্রামে। এই বিষয়ে রেঞ্জ-এর এক বনকর্মী জানিয়েছেন,”হাতিগুলিকে জঙ্গলে পাঠাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সেই চেষ্টা এখনও চলছে, হাতি ধানক্ষেত নষ্ট করছে, দেখতে পাচ্ছি।”

আরও পড়ুনঃ Lakshmi Puja 2024: এই গ্রামে লক্ষ্মী পুজোই প্রধান উৎসব! জাঁকজমক দেখলে অবাক হবেন

হাতিগুলি যাতে গ্রামের বাড়িতে প্রবেশ না করে, সেদিকে দেখছে বন দফতর। জানা গিয়েছে তিনটি পূর্ণ বয়স্ক পুরুষ হাতি রয়েছে এই দলটিতে। সাধারণত জঙ্গলে খাবারের ঘাটতি হয়ে হাতির দল বেরিয়ে আসে গ্রামের দিকে। মাঠে থাকা ফসল খেয়ে ফের ফিরে যায় তারা জঙ্গলে। তবে এ যাবৎ এমন ঘটনা দিনের বেলায় দেখা যেত খুবই কম।

অনন‍্যা দে