বঙ্গোপসাগরে নিম্নচাপ মঙ্গলবারই পরিণত হবে গভীর নিম্নচাপে। কালই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। কাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

Digha: পূর্ণিমার জোয়ারে ফুঁসে উঠল দিঘার সমুদ্র! ভেসে গেল রাস্তা-দোকান, দেখুন ছবি

ভরা পূর্ণিমায় ভয়ঙ্কর রূপ নিল দিঘার সমুদ্র৷ সমুদ্র সৈকত তো বটেই, এ দিন সন্ধ্যায় সমুদ্রের জল সমুদ্র সৈকত ছাপিয়ে রাস্তা, দোকানপাটের ভিতরেও ঢুকে যায়৷
ভরা পূর্ণিমায় ভয়ঙ্কর রূপ নিল দিঘার সমুদ্র৷ সমুদ্র সৈকত তো বটেই, এ দিন সন্ধ্যায় সমুদ্রের জল সমুদ্র সৈকত ছাপিয়ে রাস্তা, দোকানপাটের ভিতরেও ঢুকে যায়৷ তথ্য ও ছবি- পঙ্কজ দাশরথী
বুধবার থেকেই পূর্ণিমায় ফুলে ফেঁপে ওঠে দিঘার সমুদ্র৷ বিশেষত জোয়ারের সময় ঢেউয়ের দাপট ছিল দেখার মতো৷
বুধবার থেকেই পূর্ণিমায় ফুলে ফেঁপে ওঠে দিঘার সমুদ্র৷ বিশেষত জোয়ারের সময় ঢেউয়ের দাপট ছিল দেখার মতো৷
এমনিতেই পুজোর সময় থেকে থিকথিকে ভিড় থাকছে দিঘায়৷ পূর্ণিমায় সমুদ্রের ভয়ঙ্কর রূপ দেখে দারুণ খুশি পর্যটকরাও৷
এমনিতেই পুজোর সময় থেকে থিকথিকে ভিড় থাকছে দিঘায়৷ পূর্ণিমায় সমুদ্রের ভয়ঙ্কর রূপ দেখে দারুণ খুশি পর্যটকরাও৷
এ দিন সন্ধ্যায় ঢেউয়ের দাপট এতটাই বেশি ছিল যে বিচে যাওয়ার রাস্তাতেও চলে আসে সমুদ্রের জল৷ রীতিমতো গোড়ালি সমান জল দাঁড়িয়ে যায় রাস্তায়৷ জল ঢুকে যায় দোকানগুলিতেও৷
এ দিন সন্ধ্যায় ঢেউয়ের দাপট এতটাই বেশি ছিল যে বিচে যাওয়ার রাস্তাতেও চলে আসে সমুদ্রের জল৷ রীতিমতো গোড়ালি সমান জল দাঁড়িয়ে যায় রাস্তায়৷ জল ঢুকে যায় দোকানগুলিতেও৷
সমুদ্রের এমন ভয়াল রূপের আশঙ্কাতেই গত দু দিন ধরে দিঘায় কড়া নজরদারির ব্যবস্থা করেছে প্রশাসন৷ বুধবার সন্ধ্যাতেও জোয়ারের সময় সমুদ্রের কাছাকাছি যেতে দেওয়া হয়নি পর্যটকদের৷
সমুদ্রের এমন ভয়াল রূপের আশঙ্কাতেই গত দু দিন ধরে দিঘায় কড়া নজরদারির ব্যবস্থা করেছে প্রশাসন৷ বুধবার সন্ধ্যাতেও জোয়ারের সময় সমুদ্রের কাছাকাছি যেতে দেওয়া হয়নি পর্যটকদের৷