উত্তরবঙ্গ, দার্জিলিং Weather Update: ফের বৃষ্টি! ভিজবে উত্তরের ৫ জেলা, ‘বর্ষার’ দুর্যোগ কাটলেই…শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের Gallery October 17, 2024 Bangla Digital Desk ফের উত্তরের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গ জুড়ে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই পারদ নামতে শুরু করেছে শৈল শহরে। বৃষ্টি শেষ হলেই জাঁকিয়ে পড়তে পারে শীত। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার , জলপাইগুড়ি এবং কোচবিহার এই পাঁচ জেলায় বজ্রবিদ্যু-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা । জারি নেই কোনও সতর্কতা ফলে দুর্যোগের আশঙ্কাও নেই। চলতি মাসেই জাঁকিয়ে পড়তে পারে শীত। বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবারের পর থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। আইএমডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও বাকি জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। উত্তরের কোনও জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ফলে দুর্যোগের কোনো আশঙ্কা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন উত্তরের কিছু জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। পাশাপাশি তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।