দক্ষিণবঙ্গ Weather Update: ঘনীভূত হবে ঘূর্ণাবর্ত, ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! বৃষ্টির তাণ্ডব চলবে কোন কোন জেলায়? দুর্যোগ নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস Gallery October 17, 2024 Bangla Digital Desk ফের বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে। উপকূলের জেলায় হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে ওড়িশা সংলগ্ন জেলা গুলিতে ভারী বৃষ্টিপাতের ও আশঙ্কা থাকবে। রবিবার দক্ষিণ আন্দামান সাগরে ঘনীভূত হবে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্নাবর্ত মধ্য বঙ্গোপসাগরে মঙ্গলবার নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপের অভিমুখ থাকবে উত্তর ও উত্তর-পশ্চিম দিক। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর এর অভিমুখ থাকবে। বুধবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উপকূলে এগিয়ে আসলে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। এর প্রভাব পড়তে পারে বাংলাতেও। আজ, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলাতে। শনিবার ও রবিবার মূলত শুষ্ক আবহাওয়া দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দু’এক জায়গায়। সোমবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোম ও মঙ্গলবার মূলত উপকূলের ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ফের বৃষ্টির আশঙ্কা। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর দার্জিলিং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের সব জেলাতে। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।