দেড় ফুটের লক্ষ্মী প্রতিমা

Lakshmi Puja 2024: কেদার-বদ্রীর মাটি দিয়ে তৈরি ধনদেবী, রয়েছে মন্দাকিনীর জল, জানেন কোথায়?

পুরুলিয়া : ছাত্র-ছাত্রীদের জীবনে শিক্ষক শিক্ষিকার ভূমিকা অপরিসীম। সমাজ গড়ার কাণ্ডারি হন শিক্ষকেরা। আর জেলা পুরুলিয়ার এমনই একজন সমাজ গড়ার কাণ্ডারির হাতে তৈরি হচ্ছে ধনদেবী। পেশায় শিক্ষক হলেও মনে-প্রাণে তিনি একজন শিল্পী। পুরুলিয়া শহরের রাচি রোড বাই লেনের বাসিন্দা শিক্ষক শংকর মুখোপাধ্যায়। মফস্বলের বেলকুড়ি রামকৃষ্ণ মিশনের সংস্কৃত বিভাগের শিক্ষক তিনি। নিজের শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখতে বিগত ১৮ বছর ধরে নিজের হাতে তৈরি করছেন লক্ষ্মী প্রতিমা।

আর তাঁর হাতের জাদুতে অপরূপ সাজে সেজে ওঠে ধনদেবী যা দেখে রীতিমত তাক লেগে যায়। ‌এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। দেড় ফুটের লক্ষ্মী মূর্তি বানিয়েছেন শিক্ষক তথা শিল্পী শংকর মুখোপাধ্যায়। তাই ১৩ রকমের মাটি দিয়ে তিনি তৈরি করেছেন এই মূর্তি। ‌এবং এর সাজ  জন্য ব্যবহৃত হয়েছে পাট ও থার্মোকল।

আরও পড়ুন: কেন অটোতে ৪টি ‘চাকা’ নেই বলুন তো…? আপনি জানেন উত্তর? ‘আসল’ কারণ চমকে দেবে, গ্যারান্টি!

দূষণমুক্ত পরিবেশ করার বার্তা রয়েছে তার প্রতিমার মধ্যে দিয়ে। ‌এ বিষয়ে শিক্ষক তথা শিল্পী শংকর মুখোপাধ্যায় বলেন , ছোটবেলা থেকেই তার মৃৎশিল্পের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে।‌ তিনি দুর্গা প্রতিমার মতই ১৩ রকমের মাটি দিয়ে লক্ষ্মী প্রতিমা তৈরি করেন। এই মাটির মধ্যে কেদারনাথ, বদ্রীনাথেরও মাটি রয়েছে আর রয়েছে মন্দাকিনীর জল। তিনি সব রকম ভাবেই এই প্রতিমা গড়ে তোলার চেষ্টা করেছেন।

এই মাটি যাতে কোনওভাবেই নষ্ট না হয় সেই কারণে তিনি তার বাড়ির টবে এই প্রতিমা বিসর্জন করেন এবং পরের বছর সেই টব থেকেই মাটি নিয়ে পুনরায় প্রতিমা তৈরি করেন। শিক্ষকের নিপুন হাতের এই শিল্পকলা শহর ছাড়িয়ে গোটা জেলা জুড়ে যথেষ্টই সাড়াফেলেছে। প্রতিবছর দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে ছুটে আসেন এই মূর্তি দেখতে। ‌

শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়