লাইফস্টাইল Health tips: ওজন কমানোর জন্য রোজ সকালে লেবুর জল খান! সাবধান! বিপদ ডেকে আনছেন না তো? Gallery October 18, 2024 Bangla Digital Desk অনেকেই মনে করেন লেবুর জল খেলে হু হু করে ওজন কমে৷ শুধু তাই নয়, অনেকে মনে করেন লেবুর জল খেলে হজমশক্তি বৃদ্ধি পায়৷ আবার এর উল্টো মতও আছে৷ অনেকেই অভিযোগ করেন ডায়েটে লেবুর রস যোগ করলেই অ্যাসিডিটির সমস্যা উল্টে আরও বৃদ্ধি পায়৷ তা হলে কোনটা ঠিক? মিনাক্ষী মজুমদার এ প্রসঙ্গে বিস্তীর্ণ জানান৷তিনি বলেন এই জল যে যথেষ্ট উপকারী, সেই বিষয়ে নতুন করে বলার কিছুই নেই৷ এতে ভিটামিন সি, ফোলেট, পটাশিয়াম, ভিটামিন বি ১, ভিটামিন বি ৫-এর মতো কিছু প্রয়োজনীয় উপাদান থাকে৷ তাই রোগ থেকে প্রতিকার পেতে লেবুর জলে চুমুক দিতেই পারেন৷ লেবুর জল খেলে হজম শক্তি বৃদ্ধি পায়৷ কথাটা অর্ধেক সত্য৷ যেহেতু এই জলে অনেক উপকারী খনিজ ও ভিটামিন পাওয়া যায়, তাই শরীরের যে কোনও কার্যকলাপেই তা কাজে লাগে৷ তবে এই পানীয়তে চুমুক দিলেই যে হজম শক্তি বৃদ্ধি পায়, তা নয়৷ পাকস্থলীতে এমনিতেই অ্যাসিড থাকে৷ তাই লেবুর জলের অ্যাসিড সেখানে পৌঁছে যে বিরাট বদল এনে দেবে, তা নয়৷ তাই এই জল খেলেই যে হজমশক্তি বৃদ্ধি হবে এমনটা নয়৷ অনেকেই বলেন লেবুর জল খেলে তাঁদের অ্যাসিডিটি হয়ে যায়৷ আসলে লেবুর জল খাওয়া নয়, খাওয়ার সময়ের জন্য তাঁদের এই সমস্যা হয়৷ সকাল বেলা এমনিতেই পেট খালি থাকে, এই পরিস্থিতিতে লেবু জল খেয়ে দিন শুরু করলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়৷ তখনই এই সমস্যা হয়৷ তাই ভুলটা কখনও করবেন না৷ এই জলে অনেকটা ভিটামিন সি থাকে৷ ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে লেবুর কোনও জুড়ি নেই৷ তবে খালি পেটে এই জল খাবেন না৷ তার বদলে ব্রেকফাস্ট করার মোটামুটি ১ঘণ্টা বাদে এই পানীয় খান৷ এতে সুস্থ থাকবেন৷ তবে অনেকেই বিভিন্ন ধরনের ফলের রস খান৷ তবে তা হলেও নিয়ম করে জলপান করতে ভুলবেন না যেন! এই ভুলটা করলে ডিহাইড্রেশন হতে পারে। তাই রোজ অন্তত ৩ লিটার জলপান করুন। তবে কিডনির অসুখ থাকলে জলপানের আগে সাবধান হতে হবে। অন্যথায় শরীর ও স্বাস্থ্যের হাল বিগড়ে যেতে সময় লাগবে না।