কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন? হাওড়া বা শিয়ালদহ থেকে সারাদিনে ঠিক কতগুলো ট্রেন চলাচল করে? এর পরিসংখ্যান জানলে আপনি অবাক হবেন। পূর্ব রেলের পরিসংখ্যান অনুযায়ী, সারাদিনে অর্থাৎ ভোর থেকে মধ্যরাত্রি পর্যন্ত হাওড়া ও শিয়ালদহ থেকে প্রতিদিন ১২৬৫ টি সাব-আরবান ট্রেন যাতায়াত করে।

Local train: এবার থেকে স্টেশনে কতক্ষণ দাঁড়াবে লোকাল ট্রেন? শিয়ালদহ ডিভিশনে নতুন নিয়ম, দেখুন ভিডিও

আর ৪০-৪৫ সেকেন্ড নয়৷ এবার থেকে সময়ে ট্রেন চালাতে প্রতিটি স্টেশনে মাত্র ৩০ সেকেন্ড করে থামবে সব লোকাল ট্রেন৷ পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে আপাতত এই নিয়ম চালু হচ্ছে৷ দীর্ঘদিন ধরেই পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে ট্রেন সময়ে চলে না বলে অভিযোগ৷ সেই সমস্যার সমাধান করতেই নতুন এই পরিকল্পনা করেছেন রেল কর্তারা৷ যদিও যাত্রীরা মাত্র ৩০ সেকেন্ড সময়ে ট্রেনে ওঠানামা ঠিক মতো করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় থাকছেই৷ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের ট্রেনে ওঠানামার সময় নজরদারি চালাতে স্টেশনে উপস্থিত থাকবেন রেল পুলিশ এবং রেলের কমার্শিয়াল বিভাগের কর্মীরা৷