আর ৪০-৪৫ সেকেন্ড নয়৷ এবার থেকে সময়ে ট্রেন চালাতে প্রতিটি স্টেশনে মাত্র ৩০ সেকেন্ড করে থামবে সব লোকাল ট্রেন৷ পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে আপাতত এই নিয়ম চালু হচ্ছে৷ দীর্ঘদিন ধরেই পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে ট্রেন সময়ে চলে না বলে অভিযোগ৷ সেই সমস্যার সমাধান করতেই নতুন এই পরিকল্পনা করেছেন রেল কর্তারা৷ যদিও যাত্রীরা মাত্র ৩০ সেকেন্ড সময়ে ট্রেনে ওঠানামা ঠিক মতো করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় থাকছেই৷ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের ট্রেনে ওঠানামার সময় নজরদারি চালাতে স্টেশনে উপস্থিত থাকবেন রেল পুলিশ এবং রেলের কমার্শিয়াল বিভাগের কর্মীরা৷